লোকটা জানলোই না- সুভাষ মুখোপাধ্যায়
লোকটা জানলোই না
সুভাষ মুখোপাধ্যায়
১) লোকটা জানলোই না কবিতার কবির নাম কি ?
উঃ সুভাষ মুখোপাধ্যায়
২) বাংলা কাব্য ধারায় সুভাষ মুখোপাধ্যায় কি নামে পরিচিত ?
উঃ পদাতিক কবি
৩) সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি ?
উঃ পদাতিক
৪) বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে "- এখানে বাঁদিকের বুক পকেট বলতে কী বোঝানো হয়েছে ?
উঃ অর্থের ভান্ডারকে বোঝানো হয়েছে।
৫) ইহকাল পরকাল - এই শব্দ দুটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
উঃ ইহকাল বলতে মৃত্যুর পূর্ববর্তী সময়কে বোঝানো হয়েছে আর পরকাল বলতে মৃত্যুর পরবর্তী সময়কে বোঝানো হয়েছে।
৬) কবিতার লোকটির দু- আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল ?
উঃ লোকটির প্রান
৭) আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি ? তাকে এরকম বলার কারণ কি ?
উঃ আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে কবিতায় বর্ণিত লোকটির হৃদয়কে বোঝানো হয়েছে।
তাকে এরকম বলার কারণ হলো হৃদয় ছাড়া মানুষ বাঁচতে পারে না।
৮) রণপা কী ?
উঃ বাস ও কাঠের তৈরি কৃত্রিম লম্বা পা।
৯) লোকটা জানলোই না কবিতার বিষয়বস্তু লেখ।
উঃ পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় "লোকটা জানলোই না" কবিতায় এমন একজন মানুষের কথা বলেছেন, যার সারা জীবন অর্থের হিসাব করতে করতেই কেটে গেছে। তাই সেই লোকটি অর্থই পেয়েছে কিন্তু হৃদয়ের সন্ধান কোনদিন খুঁজে পায়নি। কবি হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সাথে তুলনা করেছেন। অর্ধেক হিসাব করার ফলে তার সম্পত্তির পরিমাণ ক্রমশ বেড়েছে। লক্ষ্মী যেন এসে পাহারা দিয়েছে। এরই মাঝে অতিরিক্ত ভোগ করতে একদিন তার প্রাণনাশ হল। প্রকৃত জীবনের আস্বাদ সে কোনদিনও পেল না।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.