হিমালয় দর্শন প্রবন্ধে ভুটিয়ানিদের জীবনযাত্রার পরিচয় দাও।

 প্রশ্নঃ "হিমালয় দর্শন প্রবন্ধে ভুটিয়ানিদের জীবনযাত্রার পরিচয় দাও।

উঃ লেখিকা বেগম রোকেয়া তার "হিমালয় দর্শন" প্রবন্ধে প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ বর্ণনা দিয়েছেন। সেই সঙ্গে সেখানকার অধিবাসীদের জীবনযাত্রার যে বর্ণনা দিয়েছেন, তা গদ্যাংশ অনুসরণে আলোচনা করা হলো - 

            হিমালয়ের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ভুটিয়ানিরা নিজেদেরকে পাহাড়নি বলে পরিচয় দেয়। ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাঘরার মতো করে পরে। কোমরে একখন্ড কাপড় জড়ানো থাকে, আর গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দিয়ে মাথা ঢাকা থাকে। স্বভাবত এরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী প্রকৃতির হয়ে থাকে। এরা পিঠে দু -এক মন বোঝা নিয়ে খুব সহজেই প্রস্তর-সঙ্কুল এবড়ো- খেবড়ো পথ বেয়ে উপরে উঠতে পারে আবার একই রকম ভাবে নিচেও নামতে পারে।

            রমণীজাতি যে দুর্বল তা এদেরকে দেখে বোঝা যায় না। এরা খাবারের জন্য পুরুষদের প্রত্যাশী নয়। পুরুষদের মতই এরা সমভাবে উপার্জন করে। এরা মাথায় করে পাথর বয়ে নিয়ে যায়। আর পুরুষেরা সেই পাথর বিছিয়ে রাস্তা তৈরি করে। এরা নীচেকা আদমীদের সঙ্গে মিশে সৎ গুণগুলি হারিয়েছে। বাজারের পয়সা অল্পস্বল্প চুরি করা, দুধে জল‌ মেশানো ইত্যাদি দোষ শিখেছে। এইভাবেই আলোচ্য গল্পাংশে ভুটিয়ানীদের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়।

২) "ঈশ্বরই প্রশংসার যোগ্য। তিনিই ধন্য।"- বক্তা কে ? বক্তা তাকে ধন্যবাদ জানিয়েছেন কেন ?

উঃ 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)