How to ancaring Teachers day selebration
শিক্ষক দিবসের অনুষ্ঠান পরিচালনা কিভাবে করবেন
১) প্রথমে যে মঞ্চে অনুষ্ঠানটি করবেন সেই মঞ্চ যাওয়ার জন্য একটু রাস্তা রাখতে হবে। শিক্ষকরা একসাথে যখন সে মঞ্চে যাবেন তখন ছাত্র-ছাত্রীরা দু-পাশে দাঁড়িয়ে ফুলের কুচি নিয়ে শিক্ষকদের মাথার ওপর ফেলবে। শিক্ষকদের আসন গ্রহণ করা হলে-
২) শিক্ষক দিবস সম্পর্কে পরিচালককে একটু বক্তব্য রাখতে হবে। এইভাবে -
আজকের এই মহতী সভায় আমরা কেন একসাথে উপস্থিত হয়েছি তা আর বলার অপেক্ষা রাখে না।কারণ আমরা জানি আজ ৫ সেপ্টেম্বর।আজ শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসে আমাদের যৎসামান্য আয়োজনে আমরা অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব, একটি উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে।
৩) উদ্বোধনী সংগীত - আজকের অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত গাইবেন__________। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি মঞ্চে চলে আসুন। উদ্বোধনী সংগীত গাওয়া হলে-
৪) পরিচালকের দুলাইন বক্তব্য রাখবেন এইভাবে -
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে বললে খুবই কম বলা হবে। তিনি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি এবং স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন শিক্ষক একজন দার্শনিক তথা পথপ্রদর্শক। তার সম্পর্কে আমরা অনেক কিছুই জানবো আমাদের শিক্ষক মহাশয়দের কাছ থেকে। এখন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণানকে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় __________। ওনাকে আসার জন্য অনুরোধ করছি ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে।
৫) ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবিতে মাল্যদান
৬) পরিচালকের স্পিচ - শিক্ষক হলেন সমাজ তৈরীর কারিগর। একজন শিক্ষকই পারেন একজন ছাত্র বা ছাত্রীকে আদর্শ বন্ধুর মত পাশে থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে। এখন আমাদের শিক্ষক/ শিক্ষিকাদের বরণ করে নেব
৭) দায়িত্বে থাকা ছাত্র-ছাত্রীদের চন্দনের ফোঁটা গোলাপের স্টিক দিয়ে বরণ করবে
৮) পরিচালকের স্পিচ
৯) কেক কাটা -
১০) শিক্ষক দিবস সম্পর্কে শিক্ষকদের কিছু বলতে বলা
১১) শিক্ষক যেটা বলবেন সেই প্রসঙ্গ টেনে পরিচালককে একটু স্পিচ রাখতে হবে।
১২) ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ কিছু বলতে চাইলে বলতে বলা।
১৩) পরিচালকের স্পিচ -
শিক্ষক দিবস সম্পর্কে আমরা শিক্ষক মহাশয়ের কাছ থেকে অনেক মহামূল্যবান বক্তব্য শুনলাম। এখন আমাদের পরবর্তী নিবেদন কবিতা আবৃত্তি বা গান। কবিতা আবৃত্তি বা গান করার জন্য যারা নাম দিয়েছে তাদেরকে মঞ্চে ডেকে নেবে।
১৪) কবিতা আবৃতি গান কেউ করতে চাইলে করবে
১৫) পরিচালকের স্পিচ
১৬) ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক মহাশয়দের গিফট
গিফট দেওয়ার জন্য যারা দায়িত্বে থাকবে তারা লাইন দিয়ে শিক্ষক শিক্ষিকাদের গিফট প্রদান করবে।
১৭) সর্বশেষে পরিচালকের স্পিচ এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.