নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ
নমস্কার বন্ধুরা, বাংলা ইউনিক আইডিয়া একটি ওয়েবসাইটে আপনাকে স্বাগত। দ্বাদশ শ্রেণির বাংলা প্রকল্প বিষয়ে একটি রচনা লিপিবদ্ধ করা হল।
বাংলা প্রকল্প রূপায়ণ, সাহিত্যশ্রেষ্ঠ চরিত্রের জীবনী নির্মাণ ,West Bengal Board Bengali project বাংলা প্রজেক্ট জীবনী নির্মাণ বাংলা প্রকল্প, How to make a project of a biography WBBSE Bengali project class12,class-12 Bengali project
পাগলা দাশু চরিত্রর রূপায়ণ প্রকল্প নিচে দেওয়া হল👇
বাংলা প্রকল্প রূপায়ণ, সাহিত্যশ্রেষ্ঠ চরিত্রের জীবনী নির্মাণ ,West Bengal Board Bengali project বাংলা প্রজেক্ট জীবনী নির্মাণ বাংলা প্রকল্প, How to make a project of a biography WBBSE Bengali project class12,class-12 Bengali project নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ
কীভাবে বাংলা প্রজেক্ট করে? বাংলা জীবনী নির্মাণ প্রজেক্ট দ্বাদশ শ্রেণী। Sukumar Ray সৃষ্ট চরিত্র দাশু,পাগলা দাশু চরিত্র নির্মাণ প্রকল্প। WBBSE Bengali pagla dashu by sukumar Ray.
নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ
সুকুমার রায় শ্রেষ্ঠ চরিত্র দাশু।
ভূমিকাঃ সুকুমার রায়ের সাহিত্যসৃষ্ট বালক হল দাশু বা দাসরথি। তার ব্যাখ্যাহীন কর্মকাণ্ড তাকে পাগলা দাশু হিসেবে পরিচয় দিয়েছে। তার অদ্ভুত চেহারা তাকে সবার কাছে পরিচিত হতে সুযোগ দিয়েছে।
চেহারার বর্ণনাঃ অদ্ভুত চেহারার বালকটি দ্রুত চলাচল করে। ব্যস্তভাবে যখন কথা বলে তখন তার হাত অতি দ্রুত নড়ে। দর্শনে অদ্ভুত হলেও বালকটি বুদ্ধিতে প্রখর। তার সৃজনশীল কর্ম বোকাবোকা দেখতে হলেও অংকের গুন, ভাগ মাথায় অতি দ্রুত খেলে যায় আর অন্যকে বোকা বানাবার নানা ফন্দি তার মাথায় ঘোরাফেরা করে।
অসাধারণ বুদ্ধিমত্তাঃ সহপাঠী বুদ্ধিমান ছাত্র জগবন্ধুর কাছে ইংরেজি শব্দের মানে জানতে চেয়ে অপমানিত হওয়ার পরে দাশু তার প্রতিশোধ নেয় অদ্ভুতভাবে। উপক্রমণিকা পুস্তকের মলাট যে রঙের সেই রঙের মলাট দেওয়া একটি বই যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধুর ব্যাগ পৌঁছে যায়। ইংরেজি শিক্ষক বৃষ্টি বাবুর হাতে সেই পুস্তক উপক্রমণিকা পুস্তক হিসেবে পৌঁছে যায় জগবন্ধুর হাত দিয়ে । ফলে জগবন্ধুকে তীব্র ভৎর্সনা করেন তারই প্রিয় মাস্টারমশাই। বুদ্ধি দিয়ে এমন প্রতিশোধ নিতে দাশু ছিল অদ্বিতীয়।
কৌতূহল সৃষ্টিতে পারদর্শীঃ একদিন একটা বাক্স নিয়ে এসে তা লুকিয়ে রাখার চেষ্টা করতে থাকে আবার চাবি খুলে একটু করে খুলে দেখতে থাকে। এতে সবার কৌতূহল তৈরি হয়, ইচ্ছে করে একসময় দারোয়ানের কাছে বাক্স রেখে চাবিটি লেখকের কাছে রেখে যায়। কৌতূহলী ছাত্ররা বিরাট সুযোগ পেয়েছে ভেবে বাক্স খুলে পরপর কয়েকটি ভাঁজ করা কাগজের মোড়ক পায়। যার শেষের কাগজের এক পাশে লেখা কাঁচকলা খাও এবং অন্যদিকে লেখা অতিরিক্ত কৌতুহল ভালো নয়। এমন বুদ্ধিদীপ্ত আনন্দ দেওয়ার ক্ষমতা সম্পন্ন বালক হল দাশু। তার অদ্ভুত কর্মকাণ্ডই তাকে পাগলা দাশুতে পরিণত করেছে।
সহপাঠীদের শাস্তিদানে পারদর্শীঃ অহংকারী সহপাঠীকে জব্দ করতে ফোন দিয়ে আঁটার নানা বিদ্যা, তার চরিত্রে প্রকাশিত। ডাকাতের ভয় দেখিয়ে বেশ কয়েক ঘন্টা ধুনচি মাথায় দিয়ে এক সহপাঠীকে রাস্তায় দাঁড়াতে বাধ্য করেছিল দাশু। আবার উল্টোদিকে তার মামাকে মজার খবরটি পৌঁছে দিতে ভুল করেনি দাশু। ফলস্বরূপ মামা এসে কান ধরে অহংকারী সহপাঠীকে বাড়ি নিয়ে গেছেন।
নিরভিমানী ও সরলতাঃ বন্ধুদের মধ্যে তার চেহারা ও বুদ্ধি সম্পর্কিত অপ্রীতিকর আলোচনায় সে রাগ বা অভিমান করত না। বরং তাতে অংশগ্রহণ করে তাদের জানিয়ে দিত যে, তার পাড়ায় সবাই আমসত্ত্ব দেওয়ার সময় তাকে ডাকে কারণ তার চেহারা দেখে কাকেরা সব পালিয়ে যায়। নিজেকে কাকতাড়ুয়া বলে প্রতিপন্ন করার মধ্যে তার নির্ভেজাল সরল মনের প্রকাশ ঘটে।
কৃতজ্ঞতা স্বীকারঃ
আমরা আমাদের বাংলা বিষয়ের শিক্ষক- এর নিকট কৃতজ্ঞ। তিনি আমাদের প্রকল্প রূপায়ণ করার পরিকল্পনা, বিষয় নির্বাচন, তথ্য সরবরাহ বিশ্লেষণ করে বুঝিয়ে দেন এবং প্রেক্ষাপট রচনার উৎসাহিত করে সাহায্য করেছেন। আমাদের বিদ্যালয়ের সহপাঠীদের ধন্যবাদ জানাই, কেননা তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে সর্বদা পাশে থেকে প্রকল্প রূপায়ণে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই সেই সব শিক্ষার্থীকে যারা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সঠিক তথ্য নির্বদ্ধ করেছেন। সর্বোপরি ধন্যবাদ জানাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে সার্থক তথ্যসূত্র সরবরাহ করার জন্য।
________________ _____________________
শিক্ষার্থীর স্বাক্ষর শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর
এখানে বই দেখে দুটি প্রুফ সংশোধন করে দাও।

Comments
Post a Comment
Haven't doubt please let me know.