ভূগোল প্রশ্ন ও উত্তর
১) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলার কারণ কি ?
👉 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে ফলের চাষ হয়ে থাকে এই অঞ্চলে একচেটিয়া ভাবে ফলের চাষকে পোমামাকালচার বলে। এখানে টক মিষ্টি জাতীয় ফল প্রচুর পরিমাণে চাষ হয় ।যেমন -আঙ্গুর, জলপাই, কমলালেবু ,আপেল ,চেরি ,বাতাবি লেবু, কুল প্রভৃতি। এই কারণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। উদ্যান কৃষির মাধ্যমে এই অঞ্চলে ফলের চাষ করা হয়।
২) 4 o'clock rain কাকে বলে ?
👉 নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। ফলে এই অঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মিশতে থাকে। এর সঙ্গে নিরক্ষীয় ঘন অরণ্যের উদ্ভিদ বাষ্পমোচনের ফলে উৎপন্ন জলীয় বাষ্প বায়ুতে মেশে। এজন্য প্রতিদিন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি হয়। তাই একে 4 o'clock rain বলে।
৩) জলবায়ু কাকে বলে ?
উঃ কোন একটি বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়ার উপাদানের (বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুপ্রবাহ, আপেক্ষিক আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা) ৩৫ থেকে ৪০ বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে।
যেমন- মরু জলবায়ু শুষ্ক প্রকৃতির।
প্রশ্নঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলার কারণ কি ?
👉 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উচ্চচাপ বলয় অবস্থান করে। ফলে স্থলভাগ থেকে শুষ্ক বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় বলে এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। বিপরীত দিকে শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ সরে যায়। তখন আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়।
প্রশ্নঃ বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ?
👉 জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর গতিপথে কোন পর্বত বা উঁচু মালভূমি থাকলে আর্দ্র বায়ু ওই উচ্চভূমির প্রতিবাত ঢালে বাধা পেয়ে উপরের উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে ওই ঢালে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের পর ওই বায়ুতে জলীয় বাষ্প কমে যায় ।ফলে এই বায়ু যখন পর্বতের অপর ঢালে অর্থাৎ অনুবাত ঢালে এসে পৌঁছায় তখন তখন সেই বায়ুতে জলীয়বাষ্প বিশেষ থাকে না। ফলে বৃষ্টিপাত হয় না। পর্বতের এই ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
প্রশ্নঃ কয়লাকে কালো হীরে বলে কেন ?
👉 ক) ব্যবহারিক গুরুত্বঃ বর্তমান যুগের কয়লার ব্যবহার অপরিসীম। ইস্পাত তৈরি, গৃহস্থালির কাজে, তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।তাই কয়লার ব্যবহারিক মূল্য অনেক বেশি।
খ) আর্থিক মূল্যঃ কয়লা উত্তোলন করে ব্যবহারের উপযোগী করে তুলতে অনেক অর্থের প্রয়োজন হয়। তাই এটি খুবই মূল্যবান।
গ) কয়লার উপজাত দ্রব্যঃ কয়লা থেকে উৎপাদিত বিভিন্ন উপজাত দ্রব্যের ব্যবহারিক মূল্য অনেক বেশি।
কয়লার নানাবিধ ব্যবহারের আর্থিক মূল্য ও ব্যবহারিক মূল্য হীরের সঙ্গে তুলনা করে একে কালো হীরে বলা হয়।
প্রশ্নঃ সম্পদ কাকে বলে ?
👉 সম্পদ কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। কোন বস্তু বা পদার্থ যে কাজ করে বা সেই বস্তুর মধ্যে যে কাজ করার শক্তি রয়েছে তাই হল সম্পদ । অর্থাৎ সম্পদ হলো পদার্থের সেই কাম্য শক্তি, যা মানুষের চাহিদা মেটায়।
উদাহরণ কয়লা বা খনিজ তেল সম্পদ নয়, তার দহন শক্তই হল সম্পদ।
প্রশ্নঃ সাদা কয়লা বলা হয় কাকে ও কেন ?
👉 জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়।
কয়লা থেকে সৃষ্ট বিদ্যুৎ দ্বারা যেমন সমস্ত কাজ করা সম্ভব হয়ে থাকে, ঠিক তেমনি জলবিদ্যুৎ দ্বারা একই পরিমাণ কাজ করা সম্ভব হয়ে থাকে। ফলে ব্যবহারিক দিক থেকে দুটো শক্তির গুরুত্ব একই।
আমরা জানি কয়লার রং কালো আর জলের কোন রং হয় না। কিন্তু যেহেতু জলবিদ্যুৎ দ্বারা কয়লার অভাব পূরণ করা সম্ভব এবং ব্যবহারিক গুরুত্ব এক তাই জলবিদ্যুৎকে কয়লার সাথে তুলনা করে একে সাদা কয়লা বলা হয়ে থাকে।
প্রশ্নঃ সবুজ বিপ্লব কাকে বলে ?
👉 স্বাধীনতার পরবর্তীকালে ১৯৬০ এর দশক থেকে ভারতে কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। চিরাচরিত কৃষি পদ্ধতির পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তি, সার ও উচ্চ ফলনশীল বীজের সাহায্যে নতুন কৃষি পদ্ধতি গড়ে তোলা হয় তাকে সবুজ বিপ্লব বলে। ১৯৬০ থেকে ৬১ খ্রিস্টাব্দে নরম্যান বোরলগের নেতৃত্বে এই সবুজ বিপ্লব শুরু হয়।
প্রশ্নঃ দুর্গাপুরকে ভারতের রুঢ় বলার কারণ কি ?
👉 জার্মানি তথা সমগ্র পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল রূঢ় শিল্পাঞ্চল। স্থানীয় রূঢ় অববাহিকার পর্যাপ্ত কয়লার সাহায্যে লৌহ ইস্পাত, রাসায়নিক কাচ এবং কারিগরি শিল্পের ব্যাপক মাত্রায় বিকাশ ঘটেছে। অনুরূপভাবে দামোদর উপত্যকায় কয়লার সাহায্যে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে লৌহ ইস্পাত ও অন্যান্য আনুষঙ্গিক শিল্পের বিকাশ ঘটায় দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়।
প্রশ্নঃ অ্যাসিড বৃষ্টি কাকে বলে ?
👉 বাতাসে ভাসমান কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড ,নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক এসিড সৃষ্টি করে বৃষ্টির সাথে ঝরে পড়ে একে এসিড বৃষ্টি বলে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.