জ্যামিতি পঞ্চম

              বিন্দু 

১) বিন্দু কাকে বলে ?

👉 যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, এইরকম ছোট ছোট দাগকে বিন্দু বলে।


২) সরলরেখাংশ একমাত্রিক না বহুমাত্রিক ?

👉 সরলরেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। তাই সরল রেখাংশ একমাত্রিক।


৩) একটি বিন্দু দিয়ে _______ সরলরেখা আঁকা যায়।

👉 অসংখ্য 


৪) একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা___________ সরলরেখা।

👉 সমবিন্দু 


৫) তিন বা তিন এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা _________ বিন্দু।

উঃ সমরেখ 


৬) যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা ____________ বিন্দু।

👉 অসমরেখ 


৭) একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় সেই সরলরেখা গুলোকে__________ বলে।

👉 সমান্তরাল সরলরেখা।


৮) দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় ?

👉 একটি 

                  ঘনবস্তু

১) ঘনবস্তু কাকে বলে ?

👉 আমাদের চারপাশে যে সকল বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের প্রত্যেকটিকে ঘনবস্তু বলে।

উদাহরণ - ইট, পেন্সিল, চেয়ার, টেবিল আইসক্রিম,ফুটবল ইত্যাদি।


২) ঘনবস্তুর মাত্রা কয়টি ?

👉 তিনটি- দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। তাই এরা ত্রিমাত্রিক।


৩) একটি বাক্সের তল সংখ্যা কটি? তলের ধরন কিরূপ ? প্রান্তরেখার সংখ্যা কয়টি এবং শীর্ষবিন্দু সংখ্যা কয়টি ?

👉 একটি বাসের তল সংখ্যা ছয়টি। দলের ধরন সমতল প্রকৃতির। প্রান্তরেখার সংখ্যা বারোটি এবং শীর্ষবিন্দু সংখ্যা আটটি।


৪) সমকোণী চৌপল কাকে বলে ?

👉 যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তকার এবং তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে তাদের সমকোণী চৌপল বলে।

যেমন - বাক্স,ইট 


৫)  একটি ঘনকের উদাহরণ দাও ।

👉 লুডোর ছক্কা 


৬) একটি বক্রতলের উদাহরণ দাও।

উঃ ফুটবল 


৭) একটি নিরেট অর্ধগোলকের কয়টি তল ও কি কি ?

👉 দুটি দল - সমতল ও বক্রতল 


৮) শঙ্কু আকৃতির ঘনবস্তুর দুটি উদাহরণ দাও।

👉 আইসক্রিমের কোণ, টোপর, ওলন ইত্যাদি।


৯) একটি বেলনের উদাহরণ দাও। বেলনের কটি তল ও কি কি?এর কয়টি প্রান্তরেখা থাকে ?

👉 মুখবন্ধ কৌটা, একটি বেলনের দুটি তল থাকে সমতল ও বক্রতল। এর প্রান্তরেখা দুটি।






Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)