ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা কিরূপ ছিল আলোচনা কর।

 ১) ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা কিরূপ ছিল আলোচনা কর।

উঃ ভূমিকাঃ বিশ শতকে ভারতে আধুনিক শিক্ষার যথেষ্ট প্রসার ঘটে। আধুনিক শিক্ষায় শিক্ষিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পায়। তারা দেশমাতার মুক্তির জন্য আকুল হয়ে ওঠে।

           ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্রদের অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্য। তারা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই আন্দোলনে শামিল করে।

আন্দোলনের প্রসারঃ বিহার, উত্তর প্রদেশ, বাংলা প্রভৃতি রাজ্যে ছাত্র আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ও বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গ্রামে গ্রামে আন্দোলনের প্রচার চালায় এবং বিভিন্ন নাশকতামূলক কাজে অংশ গ্রহণ করে।

ছাত্রদের কার্যকলাপঃ বিহারে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ বাধে। এতে সাতজন ছাত্রের মৃত্যু হয়। এর ফলেও ছাত্র আন্দোলন দমন করা যায়নি। তারা স্লোগান দিতে দিতে বিভিন্ন ট্রেনে জাতীয় পতাকা লাগিয়ে দেয়।

 বিশ্ববিদ্যালয় আন্দোলনঃ নানা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও এই ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেছিল। বারানসি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জনগণের সহযোগিতায় পাঁচ দিন ধরে সরকারি প্রশাসন স্তব্ধ করে দেয়। গুজরাটের স্কুল পড়ুয়া বালক- বালিকাদের নিয়ে গড়ে ওঠে "বানর সেনা" নামে একটি সংগঠন। দক্ষিণ ভারতেও ছাত্র ধর্মঘট চলতে থাকে। গোদাবরীর তীরে পুলিশ পাঁচজন ছাত্রকে গুলি করে হত্যা করে। এরপর ছাত্র আন্দোলন কিছুদিন দুর্বল হয়ে পড়েছিল।

উপসংহারঃ বিশ শতকের ভারত ছাড়ো আন্দোলনের সময় ছাত্র আন্দোলন ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। সারা ভারতবর্ষের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছিল। তবে ছাত্র আন্দোলন কিছুদিন দুর্বল হয়ে পড়লেও ১৯৪৫ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনীর বন্দী সেনাদের বিচারের সময় ব্রিটিশদের বিরুদ্ধে আবার সক্রিয় হয়ে উঠেছিল।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)