ত্রিভুজ সম্পর্কে ধারনা
প্রশ্নঃ ত্রিভুজ কাকে বলে ?
👉 তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে।
প্রশ্নঃ একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সংখ্যা কয়টি ?
👉 তিনটি
প্রশ্নঃ একটি ত্রিভুজের বাহু ও কোণ কটি ?
👉 একটি ত্রিভুজের বাহু তিনটি এবং কোণ তিনটি।
প্রশ্নঃ একটি ত্রিভুজ অঙ্কন করে তার শীর্ষবিন্দু, বাহু এবং কোণগুলি চিহ্নিত কর।
👉
প্রশ্নঃ বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি ?
👉 বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যথা - সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ।
প্রশ্নঃ সমবাহু ত্রিভুজ কাকে বলে ? এর প্রতিটি কোণের মান কত ?
উঃ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এর প্রতিটি কোণের মান - ৬০⁰ ।
প্রশ্নঃ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ?
👉 যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
প্রশ্নঃ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে ?
👉 যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
প্রশ্নঃ ত্রিভুজ তৈরি একটি শর্ত লেখ।
👉 ত্রিভুজ করতে গেলে দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল অপর বাহু অপেক্ষা বেশি থাকতে হবে।
প্রশ্নঃ কোণভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি ?
👉 কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার - সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ।
প্রশ্নঃ সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে ?
👉 ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ ৬০⁰ , তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজ কাকে বলে ?
👉 যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রী তাকে সমকোণী ত্রিভুজ বলে।
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি ?
👉 অতিভুজ
প্রশ্নঃ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ?
👉 যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
প্রশ্নঃ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি ?
👉 একটি কোণের মান ৯০°, অপর দুটি কোণের মান ৪৫⁰।
প্রশ্নঃ একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রী ?
👉 ৬০⁰
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত ?
👉 ৪৫ + ৪৫ = ৯০⁰ একটি ত্রিভুজের তিনটি কোণের মান ১৮০⁰। তাই সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ ৯০ ⁰ হলে অপর দুটি কোণ ৪৫⁰ করে হবে।
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30° হলে, অপর কোন দুটোর প্রত্যেকটির মান কত ?
👉 ৯০⁰ এবং ৬০⁰
প্রশ্নঃ স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে ?
👉 যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেই ত্রিভুজটিকে স্থূলকোণী ত্রিভুজ বলে।
প্রশ্নঃ বৃত্তের বৃহত্তম ব্যাস কোনটি ?
👉 ব্যাস
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি __________।
👉 অতিভূজ
প্রশ্নঃ ৫ সেমি, ২ সেমি ও ৮ সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব ?
👉 না, সম্ভব নয়। কারণ দীর্ঘতম বাহুর (৮সেমি) চেয়ে অপর দুটি বাহুর (৫+২) যোগফল কম।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.