Class11বাঙালির ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস একাদশ শ্রেণির পাঠ্য বংশের অন্তর্গত ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা। এতে পরীক্ষার্থীরা অনেকেই উপকৃত হবেন। ১) চর্যাপদ- এর প্রধান কবি কে ছিলেন? উঃ কাহ্ণপাদ ২) তেল নুন লকড়ি কার রচনা ? উঃ প্রমথ চৌধুরী ৩) যতীন্দ্রমোহন ঠাকুর প্রতিষ্ঠিত নাট্যশালার নাম কি? উঃ পাথরিয়া ঘাট বঙ্গ নাট্যশালা ৪) হামিও শাখার ভাষার নাম কি? উঃ ৫) ধ্বনিলিপি শেষ ধাপের নাম কি? উঃ বর্ণলিপি ৬) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়? উঃ দশটি ৭) উড়িষ্যার ভাষা গুলির মধ্যে কোন উপভাষা বিশেষ উল্লেখযোগ্য? উঃ ভত্রি উপভাষা ৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কার হয় কোথা থেকে? উঃ বাঁকুড়া জেলা থেকে ৯) হিন্দু থিয়েটারের প্রথম অভিনীত নাটকের নাম কি? উঃ উত্তর রামচরিত ১০) ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এটি কোন জাতীয় ছড়া ? উঃ আচার ্মূলক ছড়া ১১) উত্তর-পূর্ব সীমান্ত বংশের প্রধান ভাষা নাম কি? উঃ চুকটি ১২) সুমেরীয় বাণমুখ লিপিকে কি বলে? উঃ কীলকাকার লিপি ১৩) এসপেরান্ত ভাষা ব্যবহারের সীমাবদ্ধতা কোথায়? উঃ জীবিত ভাষার মতো এই ভাষার বিকাশ নেই ১৪) মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত? উঃ খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ ১৫) মিশরীয় লিপির তিনটি ধারার নাম উল্লেখ করো উঃ হায়ারোগ্লিফিক, হিরোটিক, ডেমোটিক ১৬) অন্নদামঙ্গল কাব্যের স্রষ্টা কে? উঃ ভারতচন্দ্র রায় ১৭) সংস্কৃত অভিধানে যাত্রা কথাটিকে গ্রহণ করা হয়েছে কোন অর্থে? উঃ উৎসব অর্থে ১৮) আরোগ্য কাব্যটি রবীন্দ্রনাথ কোন পর্বে লিখেছিলেন? উঃ অন্ত্যপর্বে ১৯) পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ভাষা বংশের নাম কি? উঃ ইন্দো ইউরোপীয় ভাষাবংশ ২০) গ্রন্থি লিপির পদ্ধতির নাম কি? উঃ কুইপু ২১) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর আদি বাসস্থান কোথায় ছিল? উঃ দক্ষিণ রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে ২২) প্রাচীন ভারতীয় আর্য ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন এর নাম কি? উঃ ঋকবেদ ২৩) কোন অঞ্চলে প্রচলিত ছিল ? উঃ দক্ষিণ আমেরিকা পেরু অঞ্চলে ২৪) চর্যাপদে গূঢ়তত্ত্ব প্রকাশ পেয়েছে কোন ধর্মের? উঃ বৌদ্ধ ধর্মের ২৫) নীলদর্পণ নাটকের রচয়িতা কে? উঃ দীনবন্ধু মিত্র ২৬) রামায়ণের অনুবাদ করেন কে? উঃ কৃত্তিবাস ওঝা ২৭) সাঁওতাল লিপির উদ্ভাবক কে? উঃ রঘুনাথ মুর্মু ২৮) পাণিনি রচিত ব্যাকরণ এর নাম কি? উঃ অষ্টাধ্যায়ী ২৯) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? উঃ মালাধর বসু ৩০) মুরারী শীল চরিত্রটি কোন কাব্যে আছে? উঃ চন্ডীমঙ্গল কাব্যে ৩১) রবীন্দ্রনাথ রচিত দেনাপাওনা কি জাতীয় গ্রন্থ? উঃ ছোটগল্প
বাঙালির ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস একাদশ শ্রেণির পাঠ্যাংশের অন্তর্গত ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা। এতে পরীক্ষার্থীরা অনেকেই উপকৃত হবেন।
১) চর্যাপদ- এর প্রধান কবি কে ছিলেন?
উঃ কাহ্ণপাদ
২) তেল নুন লকড়ি কার রচনা ?
উঃ প্রমথ চৌধুরী
৩) যতীন্দ্রমোহন ঠাকুর প্রতিষ্ঠিত নাট্যশালার নাম কি?
উঃ পাথরিয়া ঘাট বঙ্গনাট্যশালা
৪) হামিও শাখার ভাষার নাম কি?
উঃ
৫) ধ্বনিলিপি শেষ ধাপের নাম কি?
উঃ বর্ণলিপি
৬) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়?
উঃ দশটি
৭) উড়িষ্যার ভাষা গুলির মধ্যে কোন উপভাষা বিশেষ উল্লেখযোগ্য?
উঃ ভট্টি উপভাষা
৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কার হয় কোথা থেকে?
উঃ বাঁকুড়া জেলা থেকে
৯) হিন্দু থিয়েটারের প্রথম অভিনীত নাটকের নাম কি?
উঃ উত্তরামচরিত
১০) ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এটি কোন জাতীয় ছড়া ?
উঃ আচার ্মূলক ছড়া
১১) উত্তর-পূর্ব সীমান্ত বংশের প্রধান ভাষা নাম কি?
উঃ চুকটি
১২) সুমেরীয় বাণমুখ লিপিকে কি বলে?
উঃ কীলকাকার লিপি
১৩) এসপেরান্ত ভাষা ব্যবহারের সীমাবদ্ধতা কোথায়?
উঃ জীবিত ভাষার মতো এই ভাষার বিকাশ নেই
১৪) মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত?
উঃ খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ
১৫) মিশরীয় লিপির তিনটি ধারার নাম উল্লেখ করো
উঃ হায়ারোগ্লিফিক, হিরোটিক, ডেমোটিক
১৬) অন্নদামঙ্গল কাব্যের স্রষ্টা কে?
উঃ ভারতচন্দ্র রায়
১৭) সংস্কৃত অভিধানে যাত্রা কথাটিকে গ্রহণ করা হয়েছে কোন অর্থে?
উঃ উৎসব অর্থে
১৮) আরোগ্য কাব্যটি রবীন্দ্রনাথ কোন পর্বে লিখেছিলেন?
উঃ অন্ত্যপর্বে
১৯) পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ভাষা বংশের নাম কি?
উঃ ইন্দো ইউরোপীয় ভাষাবংশ
২০) গ্রন্থি লিপির পদ্ধতির নাম কি?
উঃ কুইপুঁ
২১) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ দক্ষিণ রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে
২২) প্রাচীন ভারতীয় আর্য ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন এর নাম কি?
উঃ ঋকবেদ
২৩) কোন অঞ্চলে প্রচলিত ছিল ?
উঃ দক্ষিণ আমেরিকা পেরু অঞ্চলে
২৪) চর্যাপদে গূঢ়তত্ত্ব প্রকাশ পেয়েছে কোন ধর্মের?
উঃ বৌদ্ধ ধর্মের
২৫) নীলদর্পণ নাটকের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র
২৬) রামায়ণের অনুবাদ করেন কে?
উঃ কৃত্তিবাস ওঝা
২৭) সাঁওতাল লিপির উদ্ভাবক কে?
উঃ রঘুনাথ মুর্মু
২৮) পাণিনি রচিত ব্যাকরণ এর নাম কি?
উঃ অষ্টাধ্যায়ী
২৯) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?
উঃ মালাধর বসু
৩০) মুরারী শীল চরিত্রটি কোন কাব্যে আছে?
উঃ চন্ডীমঙ্গল কাব্যে
৩১) রবীন্দ্রনাথ রচিত দেনাপাওনা কি জাতীয় গ্রন্থ?
উঃ ছোটগল্প
।।।।।।
Hi
ReplyDelete