মাধ্যমিক ইতিহাস মডেল কোশ্চেন সেট
মাধ্যমিক কোশ্চেন সেট ইতিহাস
সেট -১
১) রাজতরঙ্গিনী গ্রন্থটি -এর ইতিহাস অন্তর্গত হবে
ক) সামরিক ইতিহাসে খ) খেলাধুলার ইতিহাস
গ) স্থানীয় ইতিহাসে ঘ) পরিবেশের ইতিহাসের
উঃ স্থানীয় ইতিহাসে
২) সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয়--
ক) ফ্রান্সে খ) রোমান সাম্রাজ্যে
গ) ইংল্যান্ডে ঘ) জার্মানিতে
উঃ ইংল্যান্ডে
৩) জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন
ক) অরবিন্দ ঘোষ খ) রাসবিহারী ঘোষ
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ রাসবিহারী ঘোষ
৪) বাংলায় ছাপাখানার জনক ছিলেন
ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
গ) চার্লস উইলকিন্স ঘ) পঞ্চানন কর্মকার
উঃ চার্লস উইলকিন্স
৫) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল
ক) বঙ্গভাষা প্রকাশিকা সভা খ) হিন্দুমেলা
গ) জমিদার সভা ঘ) জাতীয় কংগ্রেস
উঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা
৬) সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন
ক) ঔরঙ্গজেব। খ) দ্বিতীয় শাহ আলম
গ) প্রথম বাহাদুর শাহ। ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ
৭) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন
ক) লর্ড কার্জন খ) লর্ড বেন্টিং
গ) লর্ড ক্যানিং ঘ) ওয়ারেন হেস্টিংস
উঃ লর্ড ক্যানিং
৮) সুঁই মুন্ডা ছিলেন
ক) চুয়াড় বিদ্রোহের নেতা খ)কোল বিদ্রোহের নেতা
গ) সাঁওতাল বিদ্রোহের নেতা ঘ) মুন্ডা বিদ্রোহের নেতা
উঃ কোল বিদ্রোহের নেতা
৯) 1878 খ্রিস্টাব্দে অরণ্যের আইনে অরণ্যকে ভাগ করা হয়
ক) তিনটি স্তরে খ) চারটি স্তরে
গ) পাঁচটি স্তরে। ঘ) ছয়টি স্তরে
উঃ তিনটি স্তরে
১০) নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন
ক) দীনবন্ধু মিত্র খ) রেভারেন্ড জেমস লং
গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ)কেশবচন্দ্র সেন
উঃ মাইকেল-মধুসূদন-দত্ত
১১) সতীদাহ প্রথা রদ হয়---
ক) 1829 খ্রিস্টাব্দে। খ) 1830 খ্রিস্টাব্দের
গ) 1831 খ্রিস্টাব্দে। ঘ) 1833 খ্রিস্টাব্দে
উঃ 1829 খ্রিস্টাব্দে
১২) কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন
ক) হরিনাথ মুখোপাধ্যায় খ) হরিনাথ মজুমদার
গ) হরিনাথ বন্দ্যোপাধ্যায় ঘ) হরিনাথ চট্টোপাধ্যায়
উঃ হরিনাথ মজুমদার
১৩) ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা ছিল
ক) সমাচার দর্পণ গ) বেঙ্গল গেজেট
গ) দিকদর্শন ঘ)সোমপ্রকাশ
উঃ সোমপ্রকাশ
১৪) ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন
ক) ওলন্দাজরা খ) পর্তুগিজরা
গ) ইংরেজরা ঘ) পদার্থবিদ্যায়
উঃ ইংরেজ
১৫) নোবেল পুরস্কার পান
ক) মেঘনাথ সাহা খ) চন্দ্রশেখর ভেঙ্কট রমন
গ) জগদীশচন্দ্র বসু ঘ) প্রফুল্ল চন্দ্র রায়
উঃ চন্দ্রশেখর ভেঙ্কট রমন
১৬) মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন
ক) জেমস লঙ। খ) পঞ্চানন কর্মকার
গ) উইলিয়াম কেরি ঘ) মধুসূদন দত্ত
উঃ পঞ্চানন কর্মকার
Comments
Post a Comment
Haven't doubt please let me know.