পত্রলিখন দৈনিক পত্রিকায় কীভাবে আবেদন করবেন
দৈনিক পত্রিকার সম্পাদককে কিভাবে আবেদন জানাতে হয় সেই বিষয়ে পত্র লিখন।। How to letter writting to secretary of daily newspaper.letter writing in bengali.bridge reparing letter to secretary of daily newspaper.News paper writing
দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখার নিয়ম কী?
কিভাবে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র রচনা করে ?
সম্পাদক সমীপেষু,
সমাচার সারাদিন
আর্য প্রফুল্লচন্দ্র রোড
কলকাতা 700009
বিষয়ঃ জীর্ণ সেতু সংস্কার
সবিনয় নিবেদন,
হুগলি জেলার অন্তর্গত বালিপুর গ্রামের পাশেই মুণ্ডেশ্বরী নদীর প্রবাহিত হয়েছে এই নদীর উপরেই অবস্থিত সেতুটির দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি বর্তমানে সেতুটি খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে স্কুল ছাত্র ছাত্রীরা ভয়তে স্কুলে যেতে পারছে না মালপত্র নিয়ে যাওয়া তো কোন দূরের কথা হেঁটে যাওয়া যাচ্ছে না। [ এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে অবহিত করতে চাইছি। তারা যদি অনুগ্রহ করে এ বিষয়ে সত্বর পদক্ষেপ গ্রহণ করেন তাহলে ভালো হয়।] ( ) সংস্কার করা অবিলম্বে প্রয়োজন।
আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন।
সুভাষপল্লী নমস্কারান্তে
বালুরঘাট নাম- ব্রাইট বাংলা পয়েন্ট
দক্ষিন দিনাজপুর
15-2-2019
।।।।।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.