ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো

 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক।। নবম শ্রেণীর পাঠ্য।। ফরাসি সিলেবাস অনুসারে, শ্রেণি অনুযায়ী সেই প্রশ্নের মান এখানে প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হয়েছে। ফরাসী বিপ্লবের কয়েকটি দিক।। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা।। দার্শনিকদের অবদান।।


১) ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো।

 ভূমিকাঃ  1789 সালে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সের বুরবোঁ রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা অসন্তোষের সৃষ্টি হয়েছিল। তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকরা জনসাধারণের মধ্যে বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলেন।

 মন্তেস্কুঃ  ফরাসি দার্শনিকদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মন্টেস্কু। পেশায় তিনি ছিলেন আইনজীবী। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা । তাঁর বিখ্যাত গ্রন্থ হল দ্য স্পিরিট অফ লজ । এই গ্রন্থে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য আইন শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। তার অপর একটি গ্রন্থ হল দ্য পার্শিয়ান লেটার্স ।এই গ্রন্থে তিনি ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র আলোচনা করেন ।

ভলতেয়ারঃ  প্রখ্যাত দার্শনিক ভলতেয়ার ছিলেন একাধারে যুক্তিবাদী কবি ও নাট্যকার। তার আক্রমণের লক্ষ্য ছিল চার্চ ও রাষ্ট্র । তিনি চার্চের দুর্নীতি উল্লেখ করে ফরাসি রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন। ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থ হল কাঁদিদ ও লেতর ফিলোজফিক।

রুশোঃ রুশোকে বলা হয় ফরাসি বিপ্লবের জনক। তিনি ছিলেন নতুন সমাজ গঠনের পথ প্রদর্শক। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হল সামাজিক চুক্তি ও অসাম্যের সূত্রপাত। সামাজিক চুক্তি গ্রন্থে তিনি বলেন যে, মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ রাষ্ট্র ও সমাজ গঠন করবে। তার মতে জনগণই হলো রাষ্ট্রীয় শক্তির উৎস। জনগণের ইচ্ছা অনুযায়ী, চুক্তির মাধ্যমে রাজা শাসন ক্ষমতা লাভ করবে। অসাম্যের সূত্রপাত"গ্রন্থে তিনি বলেন, মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায় কিন্তু বৈষম্যমূলক ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে।

দার্শনিকদের ভূমিকার মূল্যায়নঃ 

                            ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ঐতিহাসিকরা দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়েছেন---- 

পক্ষে যুক্তিঃ রাইকার,তেইন মনে করেন ফরাসি দার্শনিকদের ধারণা শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। তাদের আলোচনা সর্বসাধারণের মধ্যে দার্শনিক চেতনার প্রসার ঘটিয়েছিল।

 বিপক্ষে যুক্তিঃ  ডেভিড থমসমসহ বেশ কিছু ঐতিহাসিক বলেন যে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ছিল না। কারণ তাদের বক্তব্য বোঝার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না।



Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)