বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি দ্বাদশ শ্রেণি

 বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি।। দ্বাদশ শ্রেণি।। বাংলা।। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী বাঙালির ভাষা ও শিল্প সংস্কৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা ।। 

WB higher secondary education Bengali literature broad question and answer


  বাংলা গানের ইতিহাস


১) বাংলা গানের ইতিহাসে রজনীকান্ত সেনের অবদান লেখ।

উঃ রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলাল রায়ের পরবর্তী একজন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব হলেন রজনীকান্ত সেন। তিনি বাঙালি সমাজে কান্ত কবি নামে পরিচিত। স্বল্পকালের মধ্যেই তিনি অসংখ্য স্মরণীয় গান রচনা করে গেছেন। তাঁর রচিত অসামান্য দেশাত্মবোধক গান ও ভক্তিমূলক গানগুলি বাংলা গানের জগতে আজও অমর হয়ে আছে। শুধু তাই নয়, তিনি বেশকিছু হাস্যরসাত্মক গানও রচনা করেছেন। এককথায় তার কবিসত্ত্বা এবং গীতিকার সত্ত্বা যেন একসাথে তার সৃষ্টিকে পূর্ণ করে তুলেছে। তার রচিত বিভিন্ন গানের নমুনা হলো--

ক)  ভক্তিগীতিঃ তুমি নির্মল করো মঙ্গল করে, প্রেমে জল হয়ে যাও গলে প্রভৃতি।

ক) স্বদেশী গীতিঃ মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, নমো নমো নমো বঙ্গজনী তব প্রভৃতি।

গ) হাস্যরসাত্মক গানঃ যদি কুমড়োর মত চালে ধরে রত পানতোয়া শত শত।

       এইসব গানের আত্মনিবেদনের আকুতি আজও বাঙালি শ্রোতাদের মুগ্ধ করে।


২) বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেনের অবদান লেখ।

উঃ বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেনের অবদান অনস্বীকার্য। তাঁর রচিত বহু গান জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ছিলেন বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ। তাঁর রচিত গানগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়--

ক) রাগাশ্রয়ী গানঃ

                  বিভিন্ন গানের সঙ্গতি রেখে তার বিভিন্ন রাগাশ্রয়ী গান গুলি অনন্যসাধারণ হয়ে উঠেছে। যেমন- কে আবার বাজায় বাঁশি, যাব না যাব না যাব না ঘরে প্রভৃতি রসোত্তীর্ণ গান বাঙালি শ্রোতাদের উপহার দিয়েছেন।

খ) স্বদেশী সংগীতঃ উঠো গো ভারত-লক্ষ্মী, বল বল বল সবে প্রভৃতি।

গ) ঋতু সংগীতঃ বধু এমন বাদলে তুমি কোথা?

                 এছাড়াও ভক্তিমূলক গান, ছড়ার গান, ঘুম পাড়ানি গান, লোকগীতি প্রভৃতি বিষয়ে গান রচনা করে বাঙালির মনের আস্বাদ মিটিয়েছেন। তার ভক্তিমূলক গানে একদিকে যেমন আত্মনিবেদনের আর্তি প্রকাশ পেয়েছে তেমনি অন্যদিকে প্রেমমূলক গানে বিরহ বেদনা প্রকাশিত হয়েছে। এক কথায় বলা যায়, তার গানের মধ্যে আছে সৌন্দর্যবোধ, ঈশ্বর অনুভূতি আর ব্যক্তি হৃদয়ের আকুতি।


৩) বাংলা গানের ইতিহাসে মান্না দে'র অবদান আলোচনা করো।

উঃ বাংলা গানের ইতিহাসে নতুন আলোর পথযাত্রী ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে। তার প্রকৃত নাম ছিল প্রবোধ চন্দ্র দে। তিনি অতি শৈশব থেকেই সঙ্গীত চর্চায় মনোনিবেশ করেন।

        তিনি সর্বমোট 1250 টি বাংলা গান গেয়েছেন। তার মধ্যে 611 চলচ্চিত্রে এবং 356 টি আধুনিক গান গেয়েছেন। এছাড়া তিনি রবিন্দ্র সঙ্গীত, শ্যামা সংগীত, দ্বিজেন্দ্রসঙ্গীতসহ নানা ধরনের গান গেয়েছেন। তিনি বাংলা, হিন্দি ছাড়াও পাঞ্জাবি, উড়িয়া, ভোজপুরি, নেপালি ভাষাতেও গান গেয়েছেন। লালন ফকির, গণদেবতা, দেবদাস, মৌচাক, ছদ্দবেশী প্রভৃতি ছবিতে গাওয়া গানগুলি বাঙালির চিরস্থায়ী সম্পদ । তার গাওয়া গানের মধ্যে কয়েকটি নমুনা হলো --কফি হাউসের সেই আড্ডাটা, যদি কাগজে লেখ নাম, হাজার টাকার ঝাড়বাতিটা, আমি যে জলসা ঘরে প্রভৃতি 

        সংগীত শিল্পে তার এই অসামান্য অবদানের জন্য ভারত সরকার বিভিন্ন সময়ে তাকে পদ্মশ্রী , পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেছেন। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছেন।

৪) বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।

উঃ বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। রবীন্দ্রসঙ্গীত আজ বাঙালি জাতির মনকে উচ্ছ্বসিত করে তুলেছে। বাংলার মানুষের সুখ-দুঃখ প্রেম প্রতিবাদ সবকিছুকে আশ্রয় করেই তিনি গান রচনা করেছেন।

           বাংলা সকল গানের থেকে রবীন্দ্রসঙ্গীত এক ও অনন্য। বাঙালির জীবনে আলোর পথ দেখায় এই গান। স্বাধীন দুটি পৃথক রাষ্ট্রের জাতীয় সংগীত রবীন্দ্রনাথেরই সৃষ্টি । ভারতবর্ষের জাতীয় সংগীত জনগণমন-অধিনায়ক জয় হে এবং বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার মোট গানের সংখ্যা দেড় হাজারের কিছু বেশি। তিনি লোকসংগীত, টপ্পা গান , প্রেম সংগীত, দেশাত্মবোধক গান ,শিশু সংগীত প্রভৃতি বিষয়ে গান রচনা করেছেন ‌।

               তার গানের কয়েকটি নমুনা হলো লোকসংগীত। এর মধ্যে আছে মেঘের কোলে কোলে, পাগলা হাওয়ার বাদল দিনে প্রভৃতি। প্রেম সংগীত হিসাবে গেযছেন আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সেদিন আমায় বলেছিলে ইত্যাদি। দেশাত্মবোধক গানের মধ্যে আছে জনগন মন অধিনায়ক ও আমার সোনার বাংলা । এছাড়াও শিশু সংগীত বিষয়ে তিনি গান রচনা করেছেন- আমরা সবাই রাজা, আজ ধানের ক্ষেতে, মেঘের কোলে রোদ হেসেছে প্রভৃতি। তিনি কেবল এখানে থেমে যাননি- ঋতু ও প্রকৃতি বিষয়ক কবিতার গান, আধ্যাত্মিক গান, খেয়াল, ও ঠুংরি প্রভৃতি বিষয়ে তিনি গান রচনায় শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছেন।

৩) রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কাকে ধরা হয়?

উঃ রাবণের স্ত্রী মন্দোদরীকে 

৪) ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে?

উঃ গুরুসদয় দত্ত 

৫) কোন ভারতীয় সাঁতারু প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?

উঃ মিহির সেন 

৬) কবে প্রথম ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে?

উঃ ১৮৭২ খ্রিস্টাব্দে 

৭) পট শব্দের অর্থ কি ?

উঃ চিত্র 

৮) প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি?

উঃ বিল্বমঙ্গল 

৯) প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি ?

উঃ জামাইষষ্ঠী 

১০) মেঘে ঢাকা তারা ছবির পরিচালক কে? 

উঃ ঋত্বিক ঘটক 

১১) বাংলা গানের আদি নিদর্শনের নাম কি?

উঃ চর্যাগিতি 

১২)  কালী মির্জার প্রকৃত নাম কি ?

উঃ কালীদাস চট্টোপাধ্যায়

১৩) বাংলা ভাষায় পূর্ণাঙ্গ পাটিগণিত কে লিখেছেন ?

উঃ প্রসন্নকুমার সর্বাধিকারী 

১৪) রবীন্দ্রনাথ তাঁর লেখা বিজ্ঞান গ্রন্থ কাকে উৎসর্গ করেছিলেন?

উঃ সত্যেন্দ্রনাথ বসু।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)