ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ

 ১) পাহাড় কাকে বলে ? পাহাড়ের বৈশিষ্ট্য লেখ।

উঃ সাধারণত পর্বত এর থেকে কম উচ্চতা বিশিষ্ট 300 থেকে 1000 মিটার এবং কোন অঞ্চল জুড়ে বিস্তৃত স্বাভাবিক শিলাস্তূপকে পাহাড় বলে।

উদাহরণ বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়।


পাহাড়ের বৈশিষ্ট্য ঃঃ 

ক) পাহাড় সাধারণত কম উচ্চতা বিশিষ্ট হয়।

খ) পাহাড়ের শৃঙ্গ থাকে, তবে তার সংখ্যা ও উচ্চতা উভয়ই কম হয়। 

গ) পাহাড়ের ঢাল খাড়া হয়না।

ঘ) পাহাড়ের চূড়ায় খুবই কম বরফ জমে।

ঙ) পাহাড় গুলি বিচ্ছিন্নভাবে অবস্থান করে।

চ) বেশিরভাগ পাহাড় গম্বুজ এর মত দেখতে লাগে।


২) পর্বত কাকে বলে ? পর্বত এর কয়েকটি বৈশিষ্ট্য লেখ।

উঃ সুউচ্চ শৃঙ্গবিশিষ্ট , বন্ধুর, অসমান এবং বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থিত, এরকম শিলাময় ভূমিরূপকে পর্বত বলে।

উদাহরণঃ হিমালয় পর্বত, আন্দিজ পর্বত, রকি পর্বত।


পর্বতের বৈশিষ্ট্যঃ 

ক) পর্বত বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থান করে।

খ) পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারেরও বেশি হয়।

গ) এর অসংখ্য সুউচ্চ শৃঙ্গ ও গভীর গিরিখাত থাকে।

ঘ) পর্বতের ঢাল খুব খাড়া হয়।

ঙ) এর ভূতাত্ত্বিক গঠন বেশ জটিল হয় ‌।


৩) মহীখাত কাকে বলে? মহীখাত এর কয়েকটি বৈশিষ্ট্য লেখ।

উঃ সাগর বা মহাসাগরের যেসব অংশের দুইদিক কঠিন স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং আকৃতি  দীর্ঘ ,সংকীর্ণ ও পলি সঞ্চয়ের মাধ্যমে অগভীর তাকেই মহীখাত বলে।

উদাহরণঃ টেথিস মহীখাত 


মহীখাতের কয়েকটি বৈশিষ্ট্য হলঃ 

ক) মহীখাত হল একটি দীর্ঘ, সংকীর্ণ ও অগভীর জলভাগ।

খ) এই জলভাগের দুই দিকে থাকে কঠিন মহাদেশীয় স্থলভাগ। একে ফোরল্যান্ড বলে। 

গ) দুপাশের স্থলভাগ থেকে আসা পলি সঞ্চয়ের মাধ্যমে ওই জলভাগ ক্রমশ ভরাট হয়।


৩) উৎপত্তির পার্থক্য ও গঠন বৈচিত্র অনুসারে পর্বত কয় ধরনের কি কি?

উঃ চার ধরনের -১) ভঙ্গিল পর্বত ২) স্তুপ পর্বত ৩) আগ্নেয় পর্বত ও ৪) ক্ষয়জাত পর্বত।


৪) ভঙ্গিল পর্বত কাকে বলে?  উদাহরণ দাও।

উঃ বিস্তৃত অঞ্চল জুড়ে  শিলায় ঢেউয়ের মত ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে।

 যেমনঃ হিমালয় পর্বতমালা।


৫) ভূত্বক কতগুলি পাতে বিভক্ত?

উঃ দুই প্রকার পাতে বিভক্ত মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত।


৬) মহাসাগরীয় পাতের গভীরতা কত ?

উঃ ৭০ কিঃমিঃ 


৭) মহাদেশীয় পাতের গভীরতা কত ?

উঃ ১৫০ কিঃমিঃ 


৮) ভূত্বক কয়টি পাত নিয়ে গঠিত ও কি কি?

উঃ সাতটি-ইউরেশিয়া পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, ইন্দো- অস্ট্রেলিয়া পাত, আফ্রিকা পাত, আন্টার্টিকা পাত। 


৯) পাত সংস্থান তত্ত্বের জনক কে ? 

উঃ পিচোঁ 


১০) পাতাগুলি চলমানের কারণ কি ?

উঃ ভূ-অভ্যন্তরে প্রচন্ড উষ্ণতার জন্য গুরুমন্ডলের উপরিভাগে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, তার ফলে পাতগুলি সর্বদাই চলমান অবস্থায় থাকে। এই চলার গতি খুব কম বছরে 1 বা 2 সেন্টিমিটার মাত্র। এজন্য খুব ধীরগতিতে পাতগুলি কোথাও পরস্পরের দিকে আবার কোথাও বিপরীতমুখে এগিয়ে যায়।

১১) 




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)