বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর

১) বহুরূপী গল্পের লেখক কে ?

উঃ সুবোধ ঘোষ 

২) আমরাই গল্প করে বললাম - কারা কি গল্প করেছিলেন ?

উঃ আলোচ্য অংশে আমরা বলতে ভবতোষ অনাদি ও লেখক সুবোধ ঘোষের কথা বলা হয়েছে। 

        জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী গল্প তারা হরিদার কাছে করেছিলেন।

৩) জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী কতদিন ছিলেন ?

উঃ সাত দিন 

৪) জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর সম্পর্কে কী জানা যায় ?

উঃ জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী থাকেন পাহাড়ের গুহায়। তার বয়স হাজার বছরেরও বেশি। তিনি বছরে একটি হরিতকি ছাড়া আর কিছু খান না।

৫) আক্ষেপ করেন হরিদা - আক্ষেপ এর কারণ কি ?

উঃ জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী থাকলে তিনি একবার গিয়ে পায়েল ধুলো নিতেন। কিন্তু তিনি চলে গেছেন বলেই হরিদা আক্ষেপ করেছেন। 

৬) "সে ভয়ানক দুর্লভ জিনিস"-দুর্লভ জিনিসটি কি ?

উঃ সন্ন্যাসীর পায়ের ধুলো 

৭) জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন ? 

উঃ জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিয়েছিলেন। আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন।

৮) গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা - গম্ভীর হওয়ার কারণ কি ?

উঃ আলোচ্য অংশে গল্প বলতে জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীকে সোনার বোল্ড লাগানো খড়ম, বিদায় দেবার সময় ১০০ টাকার একটা নোটের গল্পের কথা বলা হয়েছে। তিনি হয়তো ভাবছিলেন, জগদীশ বাবুর কাছ থেকে বহুরূপের খেলা দেখিয়ে মতামত আদায় করে নেওয়ার জন্য। তাই তিনি গম্ভীর হয়ে গিয়েছিলেন।

৯) জগদীশবাবু সন্ন্যাসীকে কত টাকা দিয়েছিলেন ?

উঃ ১০০ টাকার একটা নোট 

১০) হরিদা কোথায় থাকতেন ?

উঃ শহরের সবচেয়ে সরু গলির ভিতরে একটা ছোট্ট ঘরে হরিদা থাকতেন। সেখানেই তারা চারজনে সকাল সন্ধ্যা আড্ডা দিতেন। 

১১) কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয় - কোন কাজের কথা বলা হয়েছে ?

উঃ একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজই একটা চাকরির কাজ করে যাওয়ার কথা বলা হয়েছে। 

১২) হরিদার কিসে আপত্তি নেই ?

উঃ একঘেয়ে অভাব সহ্য করতে

১৩) হরিদার ভয়ানক আপত্তি কিসে ?

উঃ একঘেয়ে কাজ করতে 

১৪) হরিদার পেশা কি ছিল ?

উঃ বহুরূপী সেজে রোজগার করা 

১৫) হরিদাকে যারা চিনতে পারে তারা কত বকশিস দেয় ?

উঃ এক আনা দু আনা 

১৬) সপ্তাহে ফরিদা কদিন বহুরূপী সেজে বেরোন ?

উঃ একদিন 

১৭) হরিদাকে যারা চিনতে পারেনা তারা কত বকশিস দেয় ? 

উঃ হয় তারা কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দেয়।

১৮) চকের বাসস্ট্যান্ডে কখন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ?

উঃ দুপুরবেলা

১৯) বাস ড্রাইভার এর নাম কি ছিল ?

উঃ কাশীনাথ 

২০) বাস ড্রাইভার হরিদাকে কি ধমক দিয়েছিল ? 

উঃ খুব হয়েছে ওরি, এইবার সরে পড়ো । অন্যদিকে যাও ।

২১) বাইজির সাজে হরিদার রোজগার কত হয়েছিল ?

উঃ ৮ টাকা ১০ আনা 

২২) হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন ?

উঃ দয়ালবাবুর লিচু বাগানে 

২৩) নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন ?

উঃ আট আনা 

২৪) বরং একটুও তারিফই করলেন - কে কাকে তারিফ করেছিল ?

উঃ স্কুলের মাস্টারমশাই হরিদার নকল পুলিশ আজকে তারিফ করেছিলেন। 

২৫) বহুরূপী গল্পে উল্লেখিত একটি প্রবাদ লেখ। 

উঃ এবার মারি তো গন্ডার,লুটি তো ভান্ডার 

২৬)  জগদীশ বাবু কেমন মানুষ ছিলেন?

উঃ জগদীশ বাবু ধণী ছিলেন কিন্তু বেশ কৃপণ ছিলেন ।

২৭) হরিদার আড্ডার সঙ্গিরা কেন জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল ?

উঃ স্পোর্টের চাঁদা নেবার জন্য 


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)