ভূমিরূপের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী
ভূমিরূপ
১) ভূমিরূপ কাকে বলে ?
উঃ ভূপৃষ্ঠ সব জায়গায় সমান নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো আবার কোথাও বা নিচু সমতল। ভূপৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যকেই ভূমিরূপ বলা হয়।
২) ভূমিরূপ কয় প্রকার ও কি কি ?
উঃ উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা যায়।যথা - ক) পর্বত খ) মালভূমি এবং গ) সমভূমি।
৩) ভূমিরূপ সৃষ্টি হয়েছে কয়টি প্রক্রিয়ায় ?
উঃ দুটি প্রক্রিয়া- ক) অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং খ) বহির্জাত প্রক্রিয়া।
৪) পৃথিবীর কয় ধরনের পাত আছে ?
উঃ দুই ধরনের- মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত।
৫) পৃথিবীর পাতগুলি কোন স্তরের উপর ভাসছে?
উঃ অ্যাস্থেনোস্ফিয়ার
৬) একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।
উঃ হিমালয়
৭) কয়েকটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও
উঃ এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি , দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা।
৮) পর্বত কাকে বলে ?
উঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটারেরও বেশি উচ্চতা বিশিষ্ট, অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে।
৯) গ্রস্ত উপত্যকা কাকে বলে ?
উঃ দুটি পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটিকে গ্রস্ত উপত্যকা বলে।
১০) পর্বত গ্রন্থি কাকে বলে ?
উঃ একটি উঁচু অংশ থেকে যখন একাধিক পর্বত শ্রেণী বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাকে পর্বতগ্রন্থি বলে।
১১) একটি স্তুপ পর্বত এর উদাহরণ দাও।
উঃ ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ।
১২) দুটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উঃ ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা ।
১৩) শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত ?
উঃ বীরভূম জেলা
১৪) পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি ?
উঃ তিব্বত মালভূমি (৩,৬৫৫ মি)
১৫) একটি মহাদেশীয় মালভূমির উদাহরণ দাও।
উঃ গ্রিনল্যান্ড, আন্টার্টিকা ইত্যাদি।
১৬) একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও ।
উঃ দাক্ষিণাত্য মালভূমি
১৭) একটি ব্যবচ্ছিন্ন মালভূমি উদাহরণ দাও।
উঃ ছোটনাগপুর মালভূমি
১৮) পৃথিবীর ছাদ বলা হয় কাকে ?
উঃ পামির মালভূমি
১৯) পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি ?
উঃ পামির মালভূমি (৪,৮৭৩ মিঃ)
২০) মালভূমি কাকে বলে ?
উঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটারের বেশি উঁচু বিস্তৃর্ণ ভূভাগ,যার চারিদিক খাড়া ঢাল ও ঢেউখেলানো উপরিভাগ, এরকম ভূমিরূপকে মালভূমি বলে।
২১) উৎপত্তি ও অবস্থান অনুযায়ী মালভূমির শ্রেনীবিভাগ আলোচনা কর।
উঃ উৎপত্তি ও অবস্থান অনুযায়ী মালভূমি চার প্রকারের।
১) পর্বতবেষ্টিত মালভূমিঃ কোনো মালভূমি যখন একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় এই মালভূমি গঠিত হয়েছে।ইহা সবথেকে উঁচু আর বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়।
উদাহরণ - তিব্বত মালভূমি।
২) মহাদেশীয় মালভূমিঃ দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া,আন্টার্কটিকা মহাদেশের বিস্তৃর্ণ অঞ্চলজুড়ে মহাদেশীয় মালভূমি অবস্থিত।
৩) লাভাগঠিত মালভূমিঃ অগ্ন্যুৎপাতের ফলে গরম লাভার বেরিয়ে এসে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ঠান্ডা ও শীতল হয়ে যে মালভূমির সৃষ্টি হয় তাকে লাভাগঠিত মালভূমি বলে।
উদাহরণ - ভারতের দাক্ষিণাত্য মালভূমি।
৪) ব্যবচ্ছিন্ন মালভূমিঃ নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে।
উদাহরণ - ছোটনাগপুর মালভূমি।
সমভূমি
২০) একটি পলি গঠিত সমভূমির উদাহরণ দাও
উঃ ভারতের গঙ্গা -সিন্ধু- ব্রহ্মপুত্রর সমভূমি।
২১)
Comments
Post a Comment
Haven't doubt please let me know.