আমাদের পরিবেশ প

 আমাদের পরিবেশ (Amader poribesh) দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(2nd unit test for class- 5) পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর 

         আমাদের পরিবেশ 

১) রাজা রামমোহন রায় স্মরণীয় কেন ?

উঃ রাজা রামমোহন রায় আমাদের সমাজে নানা উপকার করেছেন। তিনি সতীদাহ প্রথা রোধ করেছেন। তিনি শিক্ষা প্রসারের জন্য বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। তাই রাজা রামমোহন রায় স্মরণীয় হয়ে আছেন।


২) বেগম রোকেয়া স্মরণীয় কেন?

উঃ ভারতবর্ষের নারী সমাজের উন্নতির জন্য বেগম রোকেয়া অবদান গুরুত্বপূর্ণ। তিনি মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন।


৩) পারিবারিক সম্পদ বলতে কী বোঝো ?

উঃ প্রকৃতি ও মানুষ মিলে যে সম্পদ তৈরি করে এবং যা দিয়ে পরিবারকে সুস্থ রাখে তাকে পারিবারিক সম্পদ বলে।

৪) লুপ্তপ্রায় মাছ কেন সংরক্ষণ করা দরকার ?

উঃ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ না করলে একদিন পৃথিবী থেকে সেই মাছ লুপ্ত হয়ে যাবে। ফলে তার সাধ ও চেহারা দেখতে আমরা বঞ্চিত হব। তাই লুপ্তপ্রায় মাছকে সংরক্ষণ করা দরকার।

৫) মাছ ধরার পদ্ধতিগুলি কি কি ?

উঃ জাল দিয়ে মাছ ধরা হয় এছাড়া বাঁশের শোলা বা ঘুনি, পোলো, ছিপ ইত্যাদি ব্যবহার করে নানা উপায়ে মাছ ধরা হয়।

৬) পর্বত শৃঙ্গগুলি সাদা হয় কেন ?

উঃ পর্বত শৃঙ্গগুলি খুব উঁচু ও খাড়া হয়। সেই জন্য সেখানে বরফ জমে থাকে। তাই পর্বত শৃঙ্গগুলি সাদা প্রকৃতির হয়।

৭) তরাই অঞ্চল বলতে কী বোঝো ?

উঃ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশের ভিজে স্যাঁতস্যাঁতে অঞ্চলটিকে তরাই অঞ্চল বলা হয়।

৮) সুন্দরবনের অধিবাসীরা কি কি কাজ করে ?

উঃ সুন্দরবনের অধিবাসীরা নানা রকম কাজ করে, কেউ কেউ চাষ করে আবার কেউ মধু সংগ্রহ করে। আবার কেউ কেউ নৌকা তৈরি করে ও চালায়।কেউ কেউ আবার মাছ ধরে ও কাঁকড়া শিকার করে।

৯) তিতুমীর কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ?

উঃ তিতুমীর ও তার সংগীরা জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

১০) সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন ?

উঃ সাধারণতন্ত্র কথার অর্থ হলো সাধারণ মানুষই দেশ চালাবে। আমাদের স্বাধীন দেশটাকে কেমন করে চালানো হবে তার নিয়ম চালু হয়েছিল ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। তাই সেই দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি।

১১) কাকে কেন গান্ধী বুড়ি বলা হয় ?

উঃ মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত।

      আমাদের দেশকে স্বাধীন করার জন্য মেয়েরাও এগিয়ে এসেছিলেন। ইংরেজ শাসনের বিরুদ্ধে তারাও লড়াই করেছিলেন। মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেছিলেন। ইংরেজরা তাকে ভয় দেখিয়েছিলেন তবুও তিনি লড়াই ছাড়েননি, গান্ধীজীর মতোই লড়াই করেছিলেন। তাই তাকে গান্ধীবুরে নাম দিয়েছিলেন।

১২) নদীমাতৃক সভ্যতা কাকে বলে ?

উঃ প্রাচীনকালে বড় বড় শহর গুলি নদীর ধারে গড়ে উঠত। নদীর জলকে কাজে লাগিয়ে তারা ফসল ফলাতো। নদীর উপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত। নদী ছিল তাদের কাছে মায়ের মতো। তাই এইসব সভ্যতা গুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়।

 যেমন- সুমের সভ্যতা, মিশর সভ্যতা ইত্যাদি।











Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)