Sanskrit class -11 suggestion

 Sanskrit suggestion 

         Class -11 

Last munite suggestion Sanskrit class eleven 

পূর্ণমান - ৫
ব্রাহ্মণচৌরপিশাচ কথাঃ

১) "ব্রাম্ভনচৌরপিশাচ কথা" গল্পে ব্রাহ্মণের শারীরিক ও আর্থিক অবস্থার পরিচয় দাও। 

দশাবতারস্তোত্রম্ঃ  
২) "দশাবতার স্তোত্রম" কবিতা অবলম্বনে বিষ্ণুর দশ অবতারের পরিচয় দাও।

মেঘদূতঃ
৩) মেঘদূত কবিতা অবলম্বনে বিরহী যক্ষের অবস্থার বর্ণনা দাও। 
বিরোহী যক্ষ কীভাবে মেঘকে স্বাগত জানিয়েছিল ?


নাটক
৪) সুরেন্দ্রনাথ কে ?তার দৃষ্টিতে রামকৃষ্ণের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা কর।
৫) রামকৃষ্ণের মানসিক ব্যাকুলতার পরিচয় দাও।
ভারতবিবেকম নাটকের স্থান,কাল ও পাত্র নির্দেশ কর।

৬) ভাব সম্প্রসারণঃ 
  ক) কামার্তা হি প্রকৃতিকৃপণাশ্চেতনাচেতনেষু।
  

৭) সাহিত্যের ইতিহাসঃ 
ক) রামায়ণের রচনাকাল সম্পর্কে লেখো।
খ) সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা কর।
গ) রামায়ণ ও মহাভারতের পৌর্বাপর্য আলোচনা কর। 

৮) ভাষাতত্তঃ 
ক) ইন্দো ইউরোপীয় ভাষা সম্পর্কে আলোচনা কর।
খ) ভারতীয় আর্যভাষার স্তরগুলি আলোচনা কর।





।।।



Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)