গঙ্গাস্তোত্রম্ থেকে প্রশ্ন ও উত্তর class 12

           গঙ্গাস্তোত্রম্ 

                  শঙ্করাচার্য 

ছোট ছোট ও উত্তর সমাধানঃ 
                                               প্রতিটি প্রশ্নের মান - ১             

 ১) মুনিবর কন্যে - মুনিবর কে ?

উঃ জহ্নুমুনি 

২) অলকানন্দে কোন বিভক্তি ?

উঃ সম্বোধনে প্রথমা

৩) শ্বপচঃ পদের অর্থ কি ?

উঃ চন্ডাল 

৪) গঙ্গা জলের মহিমা কোথায় বিখ্যাত ?

উঃ নিগমে 

৫) ইহলোকে কে পতিত হয় না? 

উঃ ইহলোকে যারা গঙ্গাকে প্রণাম করে তারা পতিত হয় না।

৬) গঙ্গাস্তোত্রম এর রচয়িতা কে ?

উঃ শংকরাচার্য 

৭) গঙ্গাস্তোত্রম কবিতাটি কোন ছন্দে রচিত ?

উঃ পজঝটিকা

৮) জঠর শব্দের অর্থ কি ?

উঃ মাতৃগর্ভ 

৯) গঙ্গাবাচক শব্দের কয়েকটি প্রতিশব্দ লেখ।

উঃ জাহ্নবী, ভাগীরথী, ত্রিপথগা

১০) ত্বমসি গতির্মম"- এখানে ত্বম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে ?

উঃ গঙ্গাকে 

১১) পৃথিবীর কল্পলতা কে ?

উঃ গঙ্গা 

১২) "শংকরমৌলীবিহারিনি" পদটিতে কোন বিভক্তি আছে ?

উঃ প্রথমা বিভক্তি

১৩) অপাঙ্গ শব্দের অর্থ কি ?

উঃ কটাক্ষ

১৪) মৌলি পদের অর্থ কি ?

উঃ মস্তক

১৫) পাহি কৃপাময়ী- বাক্যাংশটিতে পাহি শব্দের অর্থ কি ?

উঃ রক্ষা করা 

১৬) মতিরাস্তাম- সন্ধিবিচ্ছেদ কর।

উঃ মতিঃ + আস্তাম্ 

১৭) গঙ্গা কয়টি ভুবনকে পরিত্রাণ করেন ?

উঃ ত্রিভুবন

উঃ স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন ভুবনকে গঙ্গা পরিত্রাণ করেন।

১৮) গঙ্গাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ?

উঃ কল্প বৃক্ষের সঙ্গে

১৯) গঙ্গার অবস্থান কোথায় ?

উঃ মহাদেবের মস্তক 

২০) শংকরাচার্য কোন রাজ্যের অধিবাসী ?

উঃ কেরল 

২১) ভগবতী পদের বুৎপত্তি লেখো।

উঃ ভগবৎ + মতুপ + টাপ।

২২) গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশ কয়টি স্তোত্র আছে ?

উঃ দশটি 

২৩) গঙ্গাকে জাহ্নবী বলা হয় কেন ?

উঃ গঙ্গা জহ্নুমুনির কন্যা বলে গঙ্গাকে জাহ্নবী বলা হয়।

২৪) গঙ্গার দুটি মহিমা উল্লেখ কর।

উঃক) গঙ্গাকে প্রণাম করলে শোকগ্রস্ত হয় না।

খ) গঙ্গার জল পান করলে সর্বশ্রেষ্ঠ পদ লাভ করা যায়।

২৫) দেববধূগণ গঙ্গাকে কিভাবে দেখেন ?

উঃ 

২৬) গঙ্গা কার জননী ?

উঃ ভীষ্ম

২৭) তব জলমহিমা নিগম খ্যাত- এখানে নিগম শব্দের অর্থ কি ?

উঃ বেদাদি শাস্ত্র 

২৮) গঙ্গার শুভ্রতা কার মত ?

উঃ হিমচন্দ্র ও মুক্তার মত 

২৯) শংকরমৌলীবিহারিনী- কোন বিভক্তি হয়েছে ?

উঃ প্রথমা 

৩০) বিধু কথার অর্থ কি ?

উঃ চন্দ্র 

৩১) বৈকুণ্ঠে কারা বাস করেন ?

উঃ গঙ্গার তটের কাছাকাছি যাদের বাস তারাই বৈকন্ঠে বাস করেন।



।।।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)