Nitrogen cycle নাইট্রোজেন চক্র
১) নাইট্রোজেন চক্র কাকে বলে ?
উঃ যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মিশে ও সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয় তাকে নাইট্রোজেন চক্র বলে।
২) অর্বুদ কি ?
উঃ শিম্বোগোত্রীয় উদ্ভিদের মূলের গোলাকার যে অংশে রাইজোবিয়াম নামক মিথোজীবীয় ব্যাকটেরিয়া বসবাস করে তাকে অর্বুদ বলে।
৩) অম্লবৃষ্টি বলতে কী বোঝো ?
উঃ বায়ুতে ভাসমান সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রভৃতি রাসায়নিক পদার্থ শিশির ও বৃষ্টির সঙ্গে মিশে পৃথিবীর বুকে ঝড়ে পড়লে তাকে অম্লবৃষ্টি বলে।
৪) অ্যামোনিফিকেশন বলতে কী বোঝো?
উঃ মৃত্তিকায় অবস্থিত বিয়োজকদের ক্রিয়ায় মৃত জীবদেহের প্রোটিন অংশের অ্যামোনিয়ায় রূপান্তর হওয়াকে অ্যামোনিফিকেশন বলে।
৫) ইউট্রোফিকেশন বলতে কী বোঝো ?
উঃ জলাশয়ে রাসায়নিক পদার্থের মেশার ফলে জলজ উদ্ভিদের ব্যাপক ব্যাপক বৃদ্ধি ও জলের অক্সিজেনের ঘাটতিকে ইউট্রোফিকেশন বলে।
৬) ইন সিটু সংরক্ষণ কাকে বলে ?
উঃ জীবের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে তাদেরকে সংরক্ষণ করাকে ইন সিটু সংরক্ষণ বলে।
৭) এক্স সিটু সংরক্ষণ কাকে বলে ?
উঃ জীবের নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে তাদের সংরক্ষণ করাকে এক সিটু সংরক্ষণ বলে।
৮) একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম লেখ।
উঃ কারসিনোজেন
৯) গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝো ?
উঃ গ্রিনহাউস গ্যাসগুলি ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ঘটনাকে গ্রিনহাউস প্রভাব বলে।
১০) জল দূষণ কাকে বলে ?
উঃ জলের সঙ্গে নানা অবাঞ্চিত দ্রব্য মেশার ফলে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তনকে জলদূষণ বলে।
১১) জীব বৈচিত্র বলতে কী বোঝো ?
উঃ বিভিন্ন বাস্তু তন্ত্রে বা পরিবেশে বা বাসস্থানে জীবের মধ্যস্থ বিভিন্নতাকে জীব বৈচিত্র্য বলে।
১২) ডি-নাইট্রিফিকেশন বলতে কী বোঝো?
উঃ মৃত্তিকা মধ্যস্থ জীবাণুদের ক্রিয়ায় মাটিতে আবদ্ধ নাইট্রোজেনজাত যৌগ থেকে বায়ুমন্ডলে নাইট্রোজেনের মুক্ত হওয়াকে ডি-নাইট্রিফিকেশন বলে।
১৩) দূষণ কাকে বলে ?
উঃ জীবমন্ডলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের এক অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে দূষণ বলে।
১৪) ধোঁয়াসা কি ?
উঃ নানা, রাসায়নিক বাষ্প এবং ধোঁয়ার সাহায্যে উৎপন্ন কুয়াশাকে ধোঁয়াশা বলে।
১৫) নাইট্রিফিকেশন বলতে কী বোঝো?
উঃ জীবাণুদের কার্যকলাপের ফলে মৃত্তিকা স্থিত অ্যামোনিয়ার নাইট্রেট রূপান্তরিত হওয়াকে নাইট্রিফিকেশন বলে।
১৬) নাইট্রোজেন চক্র বলতে কী বোঝো?
উঃ বায়ু থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে নাইট্রোজেনের চক্রাকার আবর্তনকে নাইট্রোজেন চক্র বলে।
১৭) নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে ?
উঃ বায়ুর মুক্ত নাইট্রোজেনের নাইট্রোজেনঘটিত যৌগ রূপে মাটিতে আবদ্ধকরনকে নাইট্রোজেন সংবন্ধন বলে।
১৮) বায়ু দূষণ বলতে কী বোঝো ?
উঃ পরিবেশীয় দূষক পদার্থের প্রাচুর্যতার ফলে বায়ুর উপাদান গুলির অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বায়ুদূষণ বলে।
১৯) বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি ?
উঃ নির্দিষ্ট সময়ে একক পরিমাণ জলে জীবজ বস্তুর অণুজীবীয় বিয়োজনে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে।
২০) মৃত্তিকা দূষণ কাকে বলে ?
উঃ ভূপৃষ্ঠে বিভিন্ন অবাঞ্চিত দূষক পদার্থ জমার ফলে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে মৃত্তিকা দূষণ বলে।
২১) লেগ হিমোগ্লোবিন বলতে কী বোঝো ?
উঃ শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অবস্থিত হিমোগ্লোবিন সদৃশ লৌহঘটিত রঞ্জক, যার ফলে রাইজোবিয়াম ওই গোত্রের উদ্ভিদের মূলে বাসা বাঁধে তা লেগ হিমোগ্লোবিন নামে পরিচিত।
২২)
Comments
Post a Comment
Haven't doubt please let me know.