বাসন্তিকস্বপ্নম নাটকের প্রশ্নোত্তর দ্বাদশ শ্রেণী
বাসন্তিকস্বপ্নম
কৃষ্ণমাচার্য
A. ছোট প্রশ্ন ও উত্তর
১) বাসন্তিকস্বপ্নম নাট্যাংশের অনুবাদক কে ?
ক) কৃষ্ণপদাচার্য খ) কৃষ্ণম্ আচার্য্য
গ) কৃষ্ণাচার্য ঘ) কৃষ্ণচন্দ্র আচার্য
উঃ কৃষ্ণমাচার্য
২) মূল নাটকে কনকলেখা কি নামে পরিচিত ?
ক) হিপ্পোলিটার খ) টিটানিয়া
গ) হার্মিয়া ঘ) হেলেনা
উঃ হিপোলিটা
৩) বসন্ত ছিল -
ক) প্রিয়দর্শন খ) কুশ্রী
গ) শীর্নকায় ঘ) স্থূলকায়
উঃ প্রিয়দর্শন
৪) উদ্বাহ' শব্দের অর্থ কী?
ক) উড়ে যাওয়া খ) উপরে ওঠা
গ) বিবাহ ঘ) উপরে হাত
উঃ বিবাহ
৫) কনকলেখা রাজাকে কি বলে ডেকেছিলেন ?
ক) সম্মানীয় খ) বন্ধু
গ) বল্লভ ঘ) কোনটাই নয়
উঃ বল্লভ
৬) রাজার অনুচরের নাম কি ছিল ?
ক) মাধব্য খ) প্রমোদ
গ) আমোদ ঘ) মালব্য
উঃ প্রমোদ
৭) রাজার মনের কষ্টের জন্য কে দায়ী ছিল ?
ক) ইন্দ্রদেব খ) কামদেব
গ) বরুণদেব ঘ) সোমদেব
উঃ কামদেব
৮) দীয়তাং দয়ার্দ্রং চিত্তম"- বক্তা কে?
ক) কৌমুদি খ) ইন্দ্রবর্মা
গ) ইন্দুশর্মা ঘ) কনকলেখা
উঃ ইন্দুশর্মা
৯) নিষ্ঠুর কে ?
ক) সূর্য খ) চন্দ্র
গ) তারা ঘ) গ্রহ
উঃ চন্দ্র
১০) নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল?
ক) মৃদঙ্গধ্বনি খ) ঘন্টাধ্বনি
গ) বংশীধ্বনী ঘ) জয়ধ্বনি
উঃ মৃদঙ্গ ধ্বনি
১১) মঞ্চে অনুপস্থিত চরিত্রটি হল -
ক) ইন্দ্রবর্মা খ) প্রমোদ
গ) ইন্দুশর্মা ঘ) বসন্ত
উঃ বসন্ত
১২) বরারোহী শব্দের অর্থ হল
ক) বরকে পাওয়া খ) সুন্দরী
গ) শ্রেষ্ঠকে পাওয়া ঘ) বরকে আহবান
উঃ সুন্দরী
১৩) প্রণয়বতি পদটি হল -
ক) অব্যয় পদ। খ) সুবন্ত পদ
গ) তিঙন্ত পদ ঘ) কোনটিই নয়
উঃ সুবন্ত পথ
১৪) বাসন্তিকস্বপ্নম নাট্যাংশের উৎস কী ?
ক) দ্য টেমপেস্ট খ) ম্যাকবেথ
গ) অ্যাজ ইউ লাইক ইট ঘ) এ মিডসামার নাইটস ড্রিম
উঃ এ মিড সামার নাইটস ড্রিম
১৫) কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিল ?
ক) প্রমোদকে খ) মকরন্দকে
গ) বসন্তকে ঘ) ইন্দুশর্মাকে
উঃ বসন্তকে
১৬) কুহূ শব্দের অর্থ কী?
ক) রাত্রি খ) অমাবস্যা
গ) পূর্ণিমা ঘ) জ্যোৎস্না
উঃ অমাবস্যা
১৭) বাসন্তিকস্বপ্নম নাটকে কোন ঋতুর আভাস পাই
ক) গ্রীষ্ম খ) হেমন্ত
গ) বসন্ত ঘ) বর্ষা
উঃ বসন্ত
১৮) কথয় বাসু - এখানে বাসু পদের অর্থ কী?
ক) ওহে বালিকা খ) ওহে বল্লভ
গ) ওহে ভদ্রে ঘ) ওহে প্রনয়বতী
উঃ ওহে ভদ্রে
১৯) স এব মন্মানসম - মন্মানসটি কে ?
ক) বসন্ত খ) মকরন্দ
গ) রাজা ঘ) প্রমোদ
উঃ বসন্ত
২০) বিজয়তাং অস্মাকমবনিপঃ - কে বলেছেন?
ক) ইন্দ্রবর্মা খ) প্রমোদ
গ) ইন্দুশর্মা ঘ) কনকলেখা
উঃ ইন্দুশর্মা
২১) কৌমুদীর পিতা কে ?
ক) ইন্দ্রবর্মা, খ) হিন্দুবর্মা
গ) ইন্দ্রশর্মা ঘ) ইন্দুশর্মা
উঃ ইন্দুশর্মা
২২) যথাজ্ঞাপয়তি দেবঃ - কে বলেছে?
ক) ইন্দুশর্মা খ) ইন্দ্রবর্মা
গ) প্রমোদ ঘ) মকরন্দ
উঃ প্রমোদ
২৩) প্রনয়বতী কাকে বলা হয়েছে?
ক) কনকলেখা খ) সৌদামিনী
গ) কৌমুদী ঘ) পত্রলেখা
উঃ কনকলেখা
২৪) ইন্দ্রবর্মার পরিচারকের নাম কি?
ক) বসন্ত খ) ইন্দুশর্মা
গ) প্রমোদ ঘ) মকরন্দ
উঃ ইন্দুশর্মা
২৫) কিং বা যুক্তং সময়বিরুদ্ধাচরণম "- বক্তা কে ?
ক) পিতা খ) রাজা
গ) বসন্ত ঘ) মকরন্দ
উঃ রাজা
B. পূর্ণ বাক্যে উত্তর দাও
১) কনকলেখা কে ছিলেন ?
উঃ রাজা ইন্দ্রবর্মার বাগদত্তা।
২) ইন্দুশর্মা কেন অত্যন্ত দুঃখিত হয়েছিলেন ?
উঃ কৌমুদী তার পিতা ইন্দুশর্মার পছন্দ করা পাত্রকে বিবাহ না করায় তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন।
৩) অবনিপঃ পদের অর্থ কি ?
উঃ রাজা
৪) নমো ভবত'- কাকে কেন প্রণাম করলেন ?
উঃ রাজা ইন্দ্রবর্মা ইন্দুশর্মাকে প্রণাম করলেন।
ইন্দুশর্মা এক অভিযোগ নিয়ে রাজার সাথে দেখা করতে আসলে প্রথমেই দুজন দুজনকে প্রণাম জানিয়েছেন।
৫) রাজার মনের কষ্টের জন্য কে দায়ী ছিল ?
উঃ চন্দ্র
৬) ইন্দ্রবর্মার কোন ঋতুতে বিবাহ হওয়ার কথা ছিল ?
উঃ বসন্ত ঋতু
৭) বরাকী শব্দের অর্থ কী ?
উঃ নীচ
৮) কুহূ পদের বিপরীত পদ কি ?
উঃ পূর্ণিমা
৯) রাজার সঙ্গে কে কে দেখা করতে আসেন ?
উঃ ইন্দুশর্মা ও তার কন্যা কৌমুদি
১০) "এষ এব নিশ্চয়" - নিশ্চয়টা কী ?
উঃ কৌমুদির স্থির সিদ্ধান্ত হল, সে বসন্তকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করবে না। তার জন্য মৃত্যু অথবা চিরকুমারী ব্রত পালনও শ্রেয়।
১১) উপযম্য পদের সংস্কৃত প্রতিশব্দ কি ?
উঃ কুহুঃ
১২) কৌমুদির বাবা ইন্দুশর্মা কোন জাতির মানুষ ?
উঃ
১৩) কুহুঃ পদের অর্থ কি ?
উঃ অমাবস্যা
১৪) ইন্দ্রবর্মা কে ?
উঃ বৈবস্বত নগরের রাজা
১৫) রাজার বিবাহের আর কতদিন দেরি ?
উঃ চারদিন
১৬) কৌমুদির বাবার মনোনীত পাত্র কে ?
উঃ বসন্ত
১৭) বাসন্তিকস্বপ্নম- এর অনুবাদককর্তা কে ?
উঃ কৃষ্ণমাচার্য
১৮) সাধয়ামঃ - এর একটি প্রতিশব্দ লেখ।
উঃ গচ্ছামঃ
১৯) কৌমুদির পিতার নাম কি ?
উঃ ইন্দুশর্মা
২০) ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি ?
উঃ বিবাহের বিলম্বের জন্য ইন্দ্রবর্মার উদ্বেগ।
২১) বাসন্তিকস্বপ্নম নাটকের লেখক কে ?
উঃ কৃষ্ণমাচার্য
২২) নাড়িকা কাকে বলে ?
উঃ একদন্ড সময়কে নাড়িকা বলা হয়।
২৩) বরাকী কথার অর্থ কি ?
উঃ নীচ বা পাজি
২৪) যাবজ্জীবন - সন্ধিবিচ্ছেদ কর।
উঃ যাবৎ+ জীবন
২৫) বৈবস্বতনগর কথার অর্থ কি ?
উঃ যমলোক
২৬) তৎ কিমিতি দূয়তে মহারাজেনঃ - বক্তা কে ?
উঃ কনকলেখা
২৭) কন্যার প্রতি ইন্দুশর্মার কি নির্দেশ ছিল ?
উঃ তার পছন্দের পাত্র মকারন্দকেই বিবাহ করতে হবে এটাই ছিল কন্যার প্রতি পিতা ইন্দুশর্মার নির্দেশ।
২৮) বাসন্তিকস্বপ্নম -এ মোট কয়টি অংক আছে ?
উঃ পাঁচটি
২৯) বাসন্তিকস্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর।
👉 কোন নাটকের নামকরণের পিছনে লেখকের মানসিক অভিপ্রায় লুকিয়ে থাকে। কখনো তিনি গল্পের প্রধান চরিত্রের নামে নামকরণ করে থাকেন, কখনো কোন বিশেষ বস্তু বা ঘটনাকে নামকরণের জন্য বেছে নেন ।আবার কখনো রূপক সাংকেতিক নামকরণ করে থাকেন। আলোচ্য বাসন্তিকস্বপ্নম নাটকটি একটি ঘটনা কেন্দ্রিক নাট্যাংশ। তাই এই ঘটনার অন্তরালে থেকে নাটকটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করা হলো।
বাসন্তিকস্বপ্নম পদটির বুৎপত্তি হল বসন্ত + ঠক্ = বাসন্তিক। অর্থাৎ বসন্তকালে দেখা স্বপ্ন। বসন্ত সম্বন্ধীয় স্বপ্নই নাটকের প্রধান বিষয় হওয়ায় এর নামকরণ যথাযথ হয়েছে বলে মনে করা হয়।
আবার নাটকের বিষয়বস্তু বিচারে দেখা যায়, বাসন্তিকস্বপ্ন শব্দটির অর্থ বসন্ত সম্বন্ধীয় স্বপ্ন। নাটকে ইন্দুশর্মার কন্যা কৌমুদী বসন্ত নামক এক পুরুষকে নিয়ে সংসার গড়ার স্বপ্ন দেখেছে। কিন্তু তাতে পিতা ও রাজার পক্ষ থেকে বাধা এসেছে। তাই বসন্ত নামক যুবক সম্বন্ধীয় স্বপ্ন এই অর্থে নাটকের নামকরণ "বাসন্তিকস্বপ্নম" যথার্থ স্বার্থক।
নাট্যকার কৃষ্ণ আচার্য বাসন্তিকস্বপ্নম নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের "এ মিড সামার নাইটস ড্রিম" থেকে সংস্কৃত অনুবাদ করেছেন। মিড সামার অর্থাৎ মধ্য গ্রীষ্ম। নাটকের ঘটনাগুলো ঘটেছে মধ্য গ্রীষ্মের রাতে। সেটি ভারতীয় সময় বসন্ত ঋতু। তাই এদিক থেকেও নাটকের নামকরণ যথার্থ সার্থক হয়ে উঠেছে।
বাসন্তিকস্বপ্নম্
১) বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়?
উঃ আমাদের পাঠ্য নাট্যাংশটি হল বাসন্তিকস্বপ্নম্। এই বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশটির রচয়িতা হলেন কৃষ্ণমাচার্য। এখানে ইন্দুশর্মা ও কৌমুদী সংক্রান্ত বিষয়টিই এই নাটকের মুখ্য বিষয় হিসাবে বিবেচিত। নাট্যাংশের বিষয়বস্তু থেকে নাট্যকার যে বার্তা দিতে চেয়েছেন বলে মনে হয়, তা আলোচনা করা হল।
নাট্যাংশে দেখা যায় রাজার কাছে ইন্দুশর্মা নিজ কন্যা কৌমুদির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। কৌমুদি দেশাচার না মেনে ইন্দুশর্মার পছন্দ করা পাত্রকে বিবাহ করতে অস্বীকার করেছে এবং নিজের পছন্দ করা পাত্র বসন্তকে বিবাহ করতে চাইছেন। সুতরাং গুরুজনের আদেশ লংঘন করার জন্য সে অপরাধী। এই অংশের মধ্য দিয়ে নাট্যকার গুরুজনদের আদেশ অমান্য না করার বার্তা দিতে চেয়েছেন।
রাজা কৌমুদীকে অনেক বোঝালেন এবং পিতার পছন্দ করা পাত্রকেই বিবাহ করতে বললেন।তা না হলে তার আমৃত্যু কুমারী জীবন অথবা মৃত্যুদণ্ডই প্রাপ্য হবে। এর মধ্য দিয়ে দেশাচারের নিয়ম পালনের বার্তাই বহন করে।
কৌমুদি নির্ভীকভাবে বলে যে, বসন্তকে ছাড়া অন্য কাউকে সে বিবাহ করবে না। তার জন্য সে তার জীবন ত্যাগ করতে প্রস্তুত। যতদিন বাঁচবে বিয়ে না করেই থাকবে। এর মধ্য দিয়ে নাট্যকার বার্তা দিতে চেয়েছেন যে, জেদের বশবর্তী হয়ে কোন কিছু কাজ না করাই ভালো।
তবে আপাতদৃষ্টিতে মনে হয়, দেশাচার, কুলাচার মেনে গুরুজনদের পছন্দ করা যোগ্যপাত্রকে কন্যার গ্রহণ করা উচিত। এই বার্তাই নাট্যকার দিতে চেয়েছেন। তবে কন্যার পছন্দ নির্ভুল ও যথাযোগ্য হলে সাবালিকা কন্যার পছন্দ করা পাত্রকে গুরুজনদের অস্বীকার বা অগ্রাহ্য করা উচিত নয়। গ্রাহ্য না করলে কন্যার চিরকুমারীত্বের আশঙ্কাই থাকে।
।।।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.