হাত বাড়াও সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা

          আমার বাংলা

       সুভাষ মুখোপাধ্যায়

           হাত বাড়াও 

          দ্বাদশ শ্রেণী 

১) "সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে "- কে শনাক্ত করছে ? কাদের কেন খুনি বলা হয়েছে ?

উঃ পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত "আমার বাংলা" গ্রন্থের 'হাত বাড়াও' রচনায় এই উক্তি অনুসারে পঞ্চাশের মন্বন্তরের সময় 12-13 বছরের এক কোমর ভেঙে যাওয়া অদ্ভুত জন্তুর মত ছেলেটি খুনিদের শনাক্ত করছে।

             লেখক মনে করেন পঞ্চাশের মন্বন্তর কোন আকস্মিক দৈব-দুর্বিপাক নয়। এর পিছনে কিছু স্বার্থপর মানুষের স্বার্থ লুকিয়ে আছে। এরা চিরকাল সর্বহারাদের বঞ্চিত করে রাখে। একদিকে ইংরেজ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের জন্য প্রচুর পরিমাণে ধান চাল মজুদ করেছিল। অন্যদিকে কালোবাজারি ও মজুদারেরা মুনাফার লোভে সমস্ত খাদ্যশস্য মজুত করে কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল। তাদের সীমাহীন লোভ লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তাই এই অর্থলোভী, কালোবাজারি মানুষগুলির সঙ্গে ইংরেজ শাসকদেরও খুনি বলে চিহ্নিত করেছিল সেই মৃত্যুমুখী কিশোরটি।

২) 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)