ভৌত বিজ্ঞানের নবম শ্রেণীর class-9 physics first summetiv examination

 



সঠিক উত্তরটি নির্বাচন করো 

১) এক ব্যক্তি বাজার থেকে একটি সুন্দর মাছ কিনে খুব আনন্দ পেল এক্ষেত্রে কোনটি ভৌত রাশি নয় -

ক) মাছের দৈর্ঘ্য                    খ) মাছের ভর 

গ) আনন্দ                            ঘ) মাছের আয়তন

উঃ আনন্দ

২) সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারা গুলির ওজন কোন অনুপাতে থাকে ?

উঃ ১:২:২:৫

২) মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশির নাম লেখ।

উঃ ঘনকোণ

৩) বলের মাত্রা লেখ।

উঃ MLT -²

৪) একটি নৌকা নদীতে প্রথমে দক্ষিণ দিকে ৪ মিটার এবং তারপর সোজা পূর্ব দিকে ৩ মিটার গেল। নৌকার সরণ কত ?

উঃ  ৫ মিটার 

৫) স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখ।

উঃ ক) স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই।আর ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই'ই আছে।

খ) দুটি স্কেলার রাশির গুণফল সর্বদাই প্রকৃতিগতভাবে স্কেলার রাশি হয়। আর ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার অথবা একটি ভেক্টর রাশি হয়ে থাকে।

৬) উদাহরণসহ প্রাথমিক ও লব্ধ এককের সংজ্ঞা দাও।

উঃ প্রাথমিক এককঃ যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক থেকে অন্য রাশির একক তৈরি করা যায় তাদের প্রাথমিক একক বা মূল একক বলে।যেমন - দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদ।

লব্ধ এককঃ প্রাথমিক একক গুলির সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক তৈরি করা হয় সেই রাশিগুলি গিয়ে বলা হয় লব্ধ একক। যেমন দ্রুতি, ত্বরণ, মন্দন ,বল, ভরবেগ, কার্য, ঘনত্ব, চাপ ইত্যাদি।

৭) মেট্রিক পদ্ধতির দুটি সুবিধা লেখ।

উঃ মেট্রিক পদ্ধতির দুটি সুবিধা হলো -১)এই পদ্ধতিতে কোন রাশির একটি একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে ।

২) এই পদ্ধতিতে দৈর্ঘ্য ও ভরের এককের সঙ্গে বিভিন্ন উপসর্গ যোগ করলে বড় বা ছোট এককগুলি লেখা যায়।

৮) ১ ফার্মিং = কত মিটার ?

উঃ 10-¹⁵ m

৯) আয়তন মাপক চোঙের সাহায্যে জল অপেক্ষা হালকা একটি বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করবে ?

উঃ 

১০) একটি রৈখিক স্কেলের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে ৫০ সেমি পাওয়া গেল। দৈর্ঘ্য পরিমাপের সম্ভাব্য শতকরা ত্রুটি কত ? 

উঃ 

১১) কার্য এবং ক্ষমতার মাত্রা লেখ।

উঃ কার্যের মাত্রা হল- ML²T -², 

ক্ষমতার মাত্রা হল - ML²T-³

১২) একখন্ড লোহার আয়তন ২৫০ ঘনসেমি এবং ভর ২ কিগ্রা হলে এটির ঘনত্ব কত ? 

উঃ ঘনত্ব = ভর  /আয়তন

    =২০০০÷২৫০ g/cc 

    = ৮ গ্রাম/সিসি 

    = ৮ গ্রাম/সেমি³

১৩) একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। পথের ব্যাসার্ধ R হলে, একবার আবর্তনে কনার সরণ কত হবে ?

উঃ 0

১৪) ক্ষেত্রজনিত বল নয়, এমন একটি বলের উদাহরণ দাও।

উঃ ধাক্কা

১৫) একটি মাত্রাযুক্ত ধ্রুবক রাশির উদাহরণ দাও।

উঃ বল,কার্য

১৬) একটি মাত্রাবিহীন রাশির উদাহরণ দাও।

উঃ পারমাণবিক গুরুত্ব

১৭) একটি কঠিন বস্তুর বায়ুতে, জলে এবং কেরোসিনে ওজন যথাক্রমে ৫ গ্রাম,৩ গ্রাম এবং ৩.৪ গ্রাম। বস্তুটির উপাদানের এবং কেরোসিনের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় কর।

উঃ 

১৮) দুটি ভৌত রাশির নাম লেখ যাদের মাত্রীয় সংকেত একই ? 

উঃ দ্রুতি ও বেগ উভয়ের মাত্রীয় সংকেত - MLT-¹

কার্য ও শক্তি উভয়ের মাত্রীয় সংকেত - ML²T-²

চাপ ও শক্তি উভয়ের মাত্রীয় সংকেত - ML-¹T-²

১৯) নক্ষত্রদের পারস্পারিক দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয় ?

উঃ 

২০) CGS ও  SI পদ্ধতিতে বলের পরম এককের মধ্যে সম্পর্ক কি ?

উঃ 

২১) লিটারের সংজ্ঞায় ৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে কেন?

উঃ ৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ও আয়তন সবচেয়ে কম। জলের উষ্ণতা ৪ডিগ্রী সেলসিয়াসের বেশী বা কম হলে জলের ঘনত্ব কমে ও আয়তন বেড়ে যায়। ফলে ১কিলোগ্রাম জলের আয়তন ১লিটার অপেক্ষা বেশি হয়। তাই জলের নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংজ্ঞায় ৪ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার জলের কথা উল্লেখ থাকে।

২২) তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কী বোঝো? সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখ।

উঃ সামান্যতম ভরের পার্থক্য নিরূপণকারী তুলাযন্ত্রের বিশেষ সাম্যর্থকে তুলাযন্ত্রের সুবেদিতা বলে।

          সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি হল - ক) তুলাদন্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে।খ) তুলাদন্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া প্রয়োজন। গ) তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা হওয়া প্রয়োজন ও সূচক কাটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন।

২৩) ওজন বাক্সে বাটখারা গুলোর ভরের অনুপাত ৫:২:২:১ রাখা হয় কেন ?

উঃ 5:2:2:1 অনুপাতে রাখলে 1 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত এবং 10 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম পর্যন্ত যেকোনো মানের ভর বাক্সের বাটখারাগুলি থেকে পাওয়া যায়। আলাদাভাবে ওই ভরের বাটখারার প্রয়োজন হয় না ।

২৪) দোলক ঘড়ির একবার পূর্ণ দলন হতে কত সময় লাগে ?

উঃ ১২ ঘন্টা

২৫) সাইফন কি ?

উঃ 

২৭) CGS পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের একক লেখ।

উঃ  

২৮) তিনটি মৌলিক একক দিয়ে গঠিত স্কেলার রাশি ও ভেক্টর রাশির উদাহরণ দাও।

উঃ স্কেলার রাশি হল - কার্য, চাপ, আপেক্ষিক তাপ 

     ভেক্টর রাশি হল - বল, ভরবেগ।




।।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)