2015 environment studies higher secondary question paper
H.S. Previous years question paper 2015
২০১৫ সালের উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র
পরিবেশের প্রশ্নপত্র ২০১৫ সালের
1.ভারতবর্ষের একটি প্রদেশের নাম করো যেখানে রেইন ফরেস্ট দেখতে পাওয়া যায় ?
উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
2. ভারতবর্ষের একটি বনাঞ্চলের নাম করো যেখানে গোল্ডেন ল্যাঙ্গুর দেখতে পাওয়া যায়?
উঃ পূর্ব হিমালয়
3. ভারতবর্ষের কোন প্রদেশে নাচুনে হরিণের দেখা মেলে ?
উঃ মনিপুর
4. লোটিক জল কাকে বলে?
উঃ উপনদী, নদী বা খাঁড়ির দ্রুত একমুখী জলপ্রবাহকে লোটিক জল বলে।
5. একটি পাখির নাম বল যা শুধু ভারতবর্ষের নারকন্ডোম দ্বীপে দেখা যায়?
উঃ হর্নবিল
6.ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখ।
উঃ পশ্চিমঘাট পর্বত
7. EIA এর পুরো কথাটি কি ?
উঃ Environment Impact Assessment
8. UNCED এর পুরো কথাটি কি ?
উঃ United Nations Conference on Environment and Development
9. IUCN এর মুখ্য কার্যালয় কোন দেশে অবস্থিত ?
উঃ সুইজারল্যান্ড
10. ICAR এর পুরো কথাটি কি ?
উঃ Indian Council of Agricultural Research
11. EMP এর পুরো কথাটি কি ?
উঃ Environment Management Plan
12. EIS এর পুরো কথাটি কি ?
উঃ Environment Information System
13. একটি C4 উদ্ভিদের নাম লেখ ?
উঃ আখ
14. একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও
উঃ মটর
15. ভার্মিকম্পোস্ট কাকে বলে?
উঃ কেঁচোর বিভিন্ন প্রজাতির সাহায্যে বিভিন্ন জৈববস্তু, সব্জির খোসা প্রভৃতিকে পচিয়ে যে মিশ্রসার তৈরি হয় তাকে ভার্মি কম্পোস্ট বলে।
16. জৈব সারের একটি উদাহরণ দাও
উঃ গোবর
17. EPA পুরো কথাটি কি?
উঃ Environmental Protection Agency
18. গ্রীন ট্রাইবুনাল কি ?
উঃ এটি হলো ভারতীয় পার্লামেন্টে ২০১০ খ্রিস্টাব্দে গৃহীত আইনে গঠিত একটি ট্রাইবুনাল, যা নিষ্পত্তি না হওয়া পরিবেশ সংক্রান্ত বিচার্য বিষয়গুলিকে সমর্থনযোগ্য সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করে।
19. জৈব কীটনাশক এর একটি উদাহরণ দাও ।
উঃ নিম তেল স্প্রে
20. ভৌম জলস্তর নেমে যাওয়ার ফলে কি ধরনের জল দূষণ হতে পারে ?
উঃ
21. WWF এর পুরো কথাটি কি ?
উঃ World Wildlife Fund
22. CDM এর পুরো কথাটি কি?
উঃ Clean Development Machanism
23. সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ দাও ।
উঃ স্থায়ী পপুলেশন, বায়োডাইভারসিটি
24. সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে ?
উঃ পরিবেশগত সামাজিক এবং গ্রামীন উন্নয়নের উদ্দেশ্যে বন্ধ্যা জমিতে বনসৃজন এবং তার পরিকল্পনা ও নিরাপত্তা প্রদানকে সমাজভিত্তিক বনসৃজন বলে।
।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.