চরিত্র লেখার উপায় কীভাবে চরিত্র লেখা যায়
১) কীভাবে গল্প বা নাটকের চরিত্র লিখবে ?
এই সূত্র ধরে যেকোনো চরিত্র লিখে ফেলো।
যেকোনো গদ্যাংশের মধ্য দিয়ে লেখক জীবনের সামগ্রিক রূপের সন্ধান করে থাকেন। সেই সন্ধানী যাত্রায় লেখক যে সমস্ত ঘটনা বা চরিত্রের উল্লেখ করে থাকেন, সেগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল বিষয়ের সাথে যুক্ত করে থাকেন। আলোচ্য (গদ্যাংশের /নাট্যাংশের/ কবিতাংশের) (মূল চরিত্র/পার্শ্ব চরিত্র) হলো -----------। তাই (গল্পাংশে বা নাট্যাংশে বা কবিতাংশে) চরিত্রটি কতখানি সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করা হলো।
(গল্প বা নাটক অনুসরনের মে চরিত্র সম্পর্কে লিখতে বলা হয়েছে, সেরকম কিছু কথা লিখে দাও)
পরিশেষে বলা যায়,________ চরিত্রটি একটি (কেন্দ্রিয়/ পার্শ্বীয়) চরিত্র হওয়ায় (গল্পাংশটি / নাট্যাংশটি) পরিণতি দানে সাহায্য করেছে। _______ চরিত্রটি না থাকলে আমরা (নাটক/ গল্পাংশের) বিষয়বস্তুর অন্যতম গুনাগুন থেকে বঞ্চিত হতাম। তাই উপরিউক্ত চারিত্রিক বৈশিষ্ট্যৈর নিরিখে বলা যায় ________ চরিত্রটি (নাটক/ গল্পাংশের নাম) -এ স্বকীয় গৌরবে উদ্ভাসিত হয়ে উঠেছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.