2019 question paper answer solve Environment studies higher secondary education question paper solve 2019
Higher secondary education 2019
উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র ২০১৯
বিভাগ - খ
Marks - 40 1×24=24
B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃঃ
1. ভারতবর্ষে জৈববৈচিত্র আইন কোন খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল ?
A) 2002 B) 2005
C) 2004 D) কোনোটিই নয়
উঃ A) 2002
2. কোন খ্রিস্টাব্দে আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্টটি প্রকাশিত হয়েছিল ?
A) 1992. B) 1984
C) 1972. D) 1987
উঃ D) 1987
3. মালি সভ্যতার ধ্বংসের মূল কারণ ছিল -
A) পরিবেশগত বিপর্যয় B) অর্থনৈতিক সংকট
C) সামাজিক সংকট D) এদের কোনোটিই নয়
উঃ পরিবেশগত বিপর্যয়
4. অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কোন রোগ সৃষ্টি হয় ?
A) নীল শিশু সিনড্রোম B) টাইফয়েড
C) জিয়ার্ডিয়াসিস D) পোলিও
উঃ নীল শিশু সিনড্রোম
5. মাটির ভেতর যে মৃত বা পচা গলা জৈব অবশেষে থাকে তাকে বলে -
A) লোম B) হিউমাস
C) ল্যাটেরাইট D) এদের কোনোটিই নয়
উঃ হিউমাস
6. ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে কত ?
A) 93 B) 3
C) 81 D) 17
উঃ B) 3
7. দিহাং দেবাং জৈব মন্ডল ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত ?
A) অসম B) সিকিম
C) মেঘালয় D) অরুণাচল প্রদেশ
উঃ অরুনাচল প্রদেশ
8. এ্যাজাডিরাকোটা ইন্ডিকা কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ?
A) আম B) জাম
C) কাঁঠাল D) নিম
উঃ নিম
9. ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল ?
A) 14 B) 15
C) 16 D) 18
উঃ A) 14
10. একটি শান্ত এলাকায় রাতের বেলায় শব্দ মাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?
A) 50 ডেসিবেল B) 65 ডেসিবেল
C) 45 ডেসিবেল D) 40ডেসিবেল
উঃ D) 40 ডেসিবেল
11. ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা বর্তমানে কত ?
A) ৭২ B) ১৭
C) ২ D) ৩
উঃ 72
12. কোন প্রকার মাটি প্রচুর পরিমাণ খনিজ পদার্থের সমৃদ্ধ ?
A) বালিমাচি B) অ্যালুভিয়াল মাটি
C) কালো মাটি D) এদের কোনোটিই নয়
উঃ কালো মাটি
13. বসুন্ধরা বৈঠক কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল ?
A) ১৯৭২ B) ১৯৯২
C) 2০০২ D) ১৯৮২
উঃ B) 1992
14. স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্রের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ?
A) 8th B) 5th
C) 15th D) 10th
উঃ A) 8th
15. ভারতবর্ষে বর্তমানে মোট কয়টি প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ দেখা যায় ?
A) 204 B) 14,500
C) 372 D) 428
উঃ B) 14,500
16. কনডেনশন অন বায়োডাইভারসিটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল ?
A) 1992 B) 1972
C) 1984 D) 2002
উঃ 1992
17. একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম হল-
A) ডিডিটি B) রাইজোবিয়াম
C) ইউরিয়া D) ফসফেট
উঃ ডিডিটি
18. ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রণয়ন হয়েছিল ?
A) 1972 B) 1970
C) 1982 D) 2002
উঃ A) 1972
19. সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত ?
A) 360 মাইক্রোগ্রাম/ ঘন মিটার
B) 50 মাইক্রগ্রাম /ঘনমিটার
C) 70 মাইক্রগ্রাম /ঘন মিটার
D) 1 মাইক্রগ্রাম/ ঘনমিটার
C) 70 মাইক্রোগ্রাম/ঘনমিটার
উঃ 70 মাইক্রগ্রাম/ ঘনোমিটার
20. প্রতিবছর সমগ্র বিশ্বের আনুমানিক কতজন মানুষ কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়েন ?
A) 4 লক্ষ B) 1 লক্ষ
C) 3 লক্ষ D) 7 লক্ষ
উঃ A) 4 লক্ষ
21. পৃথিবীর কত আয়তন চাষ জমি প্রতিবছর চাষের অযোগ্য হয়ে যাচ্ছে ?
A) 40 লক্ষ হেক্টর B) 30 লক্ষ হেক্টর
C) 80 লক্ষ হেক্টর D) 20 লক্ষ হেক্টর
উঃ 80 লক্ষ হেক্টর
22. ফসফোব্যাকটেরিয়াম হল একপ্রকার
A) জৈব সার B) অর্গান ক্লোরিন
C) বিষাক্ত ধাতু D) এদের কোনোটিই নয়
উঃ জৈব সার
23. শিল্পাঞ্চলের বাতাসে সালফার অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত ?
A) 80 মাইক্রগ্রাম/ ঘন মিটার
B) 50 মাইক্রগ্রাম /ঘনমিটার
C) 60 মাইক্রগ্রাম/ ঘনমিটার
D) 15 মাইক্রোগ্রাম /ঘনমিটার
উঃ 80 মাইক্রোগ্রাম/ ঘন মিটার
24) খাদ্য শৃংখলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে
A) বায়োনিউট্রিশন B) বায়োকেমিক্যাল ডিমান্ড
C) বায়োম্যাগনিফিকেশন D) এদের কোনোটিই নয়
উঃ বায়োম্যাগনিফিকেশন
C. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)ঃঃ 1 × 16=16
1. অ্যাজেলা কাকে বলে ?
উঃ অ্যাজেলা একটি ফার্ণ জাতীয় উদ্ভিদ, যার মধ্যে অ্যানাবিনা অ্যাজোলি নামক নীলাভ সবুজ শৈবাল মিথোজীবী হিসেবে বসবাস করে।
2. অথবা অ্যালুভিয়াল মাটির উৎস কি ?
উঃ নদী তীরবর্তী পলি সমৃদ্ধ মাটিকে অ্যালুভিয়াল মাটি বলে। ভারতের সিন্ধু, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই মাটি দেখা যায়।
3. সজীব আগাছা নাশক বলতে কী বোঝো ?
উঃ যেসব উদ্ভিদ এক ধরনের রাসায়নিকের সাহায্যে তাদের কাছাকাছি কোনরকম আগাছা জন্মাতে দেয় না তাদের সজীব আগাছা নাশক বলে।
যেমন - মিলেট, সয়াবিন, বার্লি ইত্যাদি।
4. অথবা সায়ানো ব্যাকটেরিয়া কাকে বলে?
উঃ যে ব্যাকটেরিয়ার হেটারোসিস্ট নামক অণুতে নাইট্রোজেন সংবন্ধনকারী জিন থাকে, তাকে সায়ানো ব্যাকটেরিয়া বলে।
5. ঝুম চাষ কাকে বলে ?
উঃ
6. অথবা টাঙ্গিয়া কাকে বলে?
উঃ
7. জৈব কীটনাশক এর একটি উদাহরণ দাও।
উঃ নিমতেল স্প্রে
8. অথবা উদ্ভিদের একটি প্রধান রোগের নাম বল ?
উঃ ক্লোরোসিস
9. অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো?
উঃ প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতি সুস্থায়ী করাকে সুস্থায়ী অর্থনীতি বলে ।
10. অথবা পার্থিব মূলধন কাকে বলে?
উঃ যেসকল সম্পদ মানুষ তথা সকল প্রাণী ব্যবহার করে এবং সংরক্ষণ করে তাকে পার্থিব মূলধন বলে। জল, বায়ু, উর্বর জমি, বনাঞ্চল, তৃণভূমি, বন্যপ্রাণী, জলাশয়, নদী, সমুদ্র, খনিজ পদার্থ ইত্যাদি সকল উপাদান পার্থিব মূলধনের অন্তর্গত।
11. ভারতীয় বন আইন কোন খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল ?
উঃ ১৯২৭ খ্রিঃ
12. অথবা ভারতবর্ষে ফ্যাক্টরিস আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল ?
উঃ ১৯৪৮ খ্রিঃ
13. আই. এস. ১০৫০০ অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?
উঃ ০.০৫ মিলিগ্রাম/ লিটার
14. পানীয় জলের কাঠিন্য বলতে কী বোঝো ?
উঃ পানীয় জলে উপস্থিত চুনাপদার্থকে পানীয় জলের কাঠিন্য বলে।
15. কোন খ্রিস্টাব্দে ভারতবর্ষে হস্তি প্রকল্প চালু হয়েছিল ?
উঃ ১৯৯২ খ্রিঃ
16. টিস্যু কালচার বলতে কী বোঝো?
উঃ জিনগত গুণমান অপরিবর্তিত রেখে রোগমুক্ত উদ্ভিদের বর্ধনশীল কলা, কোষ হিমায়িত করে রাখাকে টিস্যু কালচার বা কোষ- কলা পালন বলে।
17. অথবা আবাসস্থল বিভাজন বলতে কী বোঝো ?
উঃ প্রাকৃতিক কারণে কোন বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান গুলির ভারসাম্য বিঘ্নিত হলে, ওই আবাসস্থলের বিভিন্ন প্রজাতির জীবদের বাসস্থানের খন্ডীভবন ঘটে। একে আবাসস্থলের বিভাজন বলে।
18. জীববৈচিত্রের গুরুত্বপূর্ণ স্থান বলতে কী বোঝো ?
উঃ যে সকল অঞ্চলে অনেক মাত্রায় জীব-বৈচিত্র দেখা যায় এবং প্রচুর পরিমাণে স্থানিক প্রজাতি দেখা যায়। যাদের মধ্যে অনেকেই মানুষের বিভিন্ন কর্মকান্ডের ফলে বিপন্ন। সেই সকল অঞ্চলকে বলে জীব বৈচিত্রের গুরুত্বপূর্ণ স্থান।
19. অথবা জৈব ভূ- রাসায়নিক চক্র বলতে কী বোঝো ?
উঃ যে প্রক্রিয়ায় কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি উপাদানগুলি শিলামন্ডল, বারিমন্ডল ও বায়ুমণ্ডলের মধ্য দিয়ে জীবদেহ ও পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়,একে জৈব ভূ রাসায়নিক চক্র বলে।
20. জিন সমাহার কাকে বলে ?
উঃ কোন প্রজাতির জিনগত সজ্জাবিন্যাস ও সমগ্র জিন তথ্যকে জিন সমাহার বলে।
21. NAEB-এর পূর্ণরূপ কি ?
উঃ ন্যাশনাল অ্যাফরেস্টেশন এন্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড।
22. RSPM-কাকে বলে ?
উঃ বাতাসে উপস্থিত শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণাকে RSPM বলে। এর ব্যাস 2.5 মাইক্রোমিটারের থেকেও কম হয়।
23. সুস্থায়ী জীবনযাত্রা বলতে কী বোঝো ?
উঃ সমগ্র পৃথিবী গ্রহ অথবা এর কোন একটি অংশের পরিবেশ লাঞ্ছনা সহ্য করবার ক্ষমতা অতিক্রম না করে তার অর্থনীতি ও জনসংখ্যার স্থিতি বজায় রাখে, যাতে সুদীর্ঘ সময় ধরে মানুষ ও অন্যান্য জীবের ধারাবাহিক জীবনযাত্রা অব্যাহত থাকে ও প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ হয় তাকে সুস্থায়ী সমাজ বলে।
24. অথবা প্রাচীন জল সভ্যতার একটি উদাহরণ দাও।
উঃ মিশরীয় সভ্যতা
Comments
Post a Comment
Haven't doubt please let me know.