Higher secondary education Environment studies suggestions 2023class -12
Environmental studies
suggestion - 2023
পরিবেশ বিদ্যা
দ্বাদশ শ্রেণী
প্রতিটি প্রশ্নের মান - 8
জীববৈচিত্র্যঃ
১) জীববৈচিত্রের প্রকারভেদ গুলি আলোচনা করো। বীজ ভান্ডার কাকে বলে ?
২) ভারতের বিপন্ন প্রজাতির ওপর টীকা লেখ। টিস্যু ভান্ডার কাকে বলে ?
৩) পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? উদাহরণসহ এর গুরুত্ব লেখো।
৪) জীব বৈচিত্রের মূল্য বলতে কী বোঝো? উদাহরণসহ আলোচনা কর।
৫) বন্যপ্রাণী ব্যবসার অপর টীকা লেখ । জিন সম্পদ ভান্ডার কাকে বলে ?
৬) সস্থানিক ও অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখ । জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা বলতে কী বোঝো ?
৭) পরিবেশ দূষণের সঙ্গে জীব বৈচিত্রের সম্পর্ক লেখ। গার্হস্থ্য জীববৈচিত্র কাকে বলে ?
পরিবেশ ব্যবস্থাপনাঃ
৮) বসুন্ধরা সম্মেলনের গৃহীত চারটি নীতি লেখ। বীজ ভান্ডার কাকে বলে ?
৯) কার্বন ব্যবসা বলতে কী বোঝো ? পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃত কর।
১০) পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা লেখ।
১১) উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পারিক সম্পর্ক ব্যাখ্যা কর।
১২) পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা ও পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা কর।
সুস্থায়ী উন্নয়নঃ
১৩) সুস্থায়ী উন্নয়নের বাধাগুলি আলোচনা কর।
১৪) সুস্থায়ী উন্নয়নের নীতি গুলি লেখ।
১৫) জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী উন্নয়ন কি সম্ভব ? উদাহরণ সহ আলোচনা কর।
১৬) সুস্থায়ী উন্নয়নের সরকারি ও বেসরকারি ভূমিকা গুলি লেখ।
১৭) সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপগুলি আলোচনা কর।
।।।।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.