Higher secondary education Environment studies suggestions 2023class -12

      Environmental studies

          suggestion - 2023 

     West Bengal Higher secondary education 

          পরিবেশ বিদ্যা 

             দ্বাদশ শ্রেণী

                                                        প্রতিটি প্রশ্নের মান - 8 

জীববৈচিত্র্যঃ 

১) জীববৈচিত্রের প্রকারভেদ গুলি আলোচনা করো। বীজ ভান্ডার কাকে বলে ? 

২) ভারতের বিপন্ন প্রজাতির ওপর টীকা লেখ। টিস্যু ভান্ডার কাকে বলে ?

৩) পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? উদাহরণসহ এর গুরুত্ব লেখো।

৪) জীব বৈচিত্রের মূল্য বলতে কী বোঝো? উদাহরণসহ আলোচনা কর।

৫) বন্যপ্রাণী ব্যবসার অপর টীকা লেখ । জিন সম্পদ ভান্ডার কাকে বলে ? 

৬) সস্থানিক ও অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখ । জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা বলতে কী বোঝো ? 

৭) পরিবেশ দূষণের সঙ্গে জীব বৈচিত্রের সম্পর্ক লেখ। গার্হস্থ্য জীববৈচিত্র কাকে বলে ? 

পরিবেশ ব্যবস্থাপনাঃ 

৮) বসুন্ধরা সম্মেলনের গৃহীত চারটি নীতি লেখ। বীজ ভান্ডার কাকে বলে ?

৯) কার্বন ব্যবসা বলতে কী বোঝো ? পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃত কর।

১০) পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা লেখ।

১১) উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পারিক সম্পর্ক ব্যাখ্যা কর।

১২) পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা ও পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা কর। 

সুস্থায়ী উন্নয়নঃ

১৩) সুস্থায়ী উন্নয়নের বাধাগুলি আলোচনা কর।

১৪) সুস্থায়ী উন্নয়নের নীতি গুলি লেখ।

১৫) জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী উন্নয়ন কি সম্ভব ? উদাহরণ সহ আলোচনা কর।

১৬) সুস্থায়ী উন্নয়নের সরকারি ও বেসরকারি ভূমিকা গুলি লেখ।

১৭) সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপগুলি আলোচনা কর।






।।।।।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)