ভারতের ইতিহাস সম্পর্কে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১) কোন পর্বতমালা ভারতবর্ষকে উত্তর-দক্ষিণ দু'ভাগে বিভক্ত করেছে? উঃ বিন্ধ্য পর্বত ২) ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি গিরিপথ এর নাম কি? উঃ খাইবার গিরিপথ ৩) ভারতবর্ষের প্রাচীনতম নাম কি? উঃ জম্বুদ্বীপ ৪) কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে? উঃ সিন্ধু ৫) দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখ। উঃ গোদাবরী ৬) ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিল কারা? উঃ পারসিকরা ৭) আর্যরা কোন জাতিগোষ্ঠীর বংশধর ছিল? উঃ নর্ডিক জাতিগোষ্ঠী ৮) ভারতে আর্য জাতি গোষ্ঠীর বংশধর কারা? উঃ কাশ্মীর, পাঞ্জাবি জাতি ৯) রাজপুতরা কোন জাতি গোষ্ঠীর বংশধর? উঃ হুন ১০) সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর? উঃ প্রোটো অস্ট্রালয়েড ১১) দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতি গোষ্ঠীর বংশধর? উঃ দ্রাবিড় ১২) অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয় কবে? উঃ 1837 খ্রিস্টাব্দে ১৩) নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? উঃ প্রথম সাতকর্ণী ১৪) স্কন্দ গুপ্তের হুন আক্রমণ কারীদের পরাজিত হওয়ার কথা কোন শিলালিপি থেকে জানা যায়? উঃ ভিতারি শিলালিপি ১৫) গরুর স্তম্ভ কে নির্মাণ করেন? উঃ হেলিও ডরাস...