গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র
প্রশ্নঃ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র তৎকালীন সমাজে কি প্রভাব ফেলেছিল ? ভূমিকাঃ বিংশ শতাব্দীর প্রথমার্ধে ঔপনিবেশিক শাসনকালে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি সমকালীন সমাজে বিশেষভাবে প্রভাব ফেলেছিল। তাঁর আঁকা ব্যঙ্গচিত্রগুলিতে তৎকালীন সমাজের সমালোচনা ও বিদ্রুপ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বঙ্গীয় ঘরানার এক বিশিষ্ট চিত্রকর ও ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথের অবদান অনস্বীকার্য। এ কারণে তাঁকে আধুনিক চিত্রশিল্পের পথিকৃৎ বলা হয়। তৎকালীন সামাজিক প্রতিচ্ছবিঃ গগনেন্দ্রনাথ তাঁর কার্টুন চিত্রের মাধ্যমে তৎকালীন সামাজিক পরিস্থিতি তুলে ধরেছেন। ঔপনিবেশিক সমাজের শিক্ষাব্যবস্থার অসারতা, মন্দিরে পাণ্ডাদের দৌরাত্ম্য, ব্রাহ্মণশ্রেণির অত্যাচার, বাল্যবিধবাদের দুরবস্থা, বাঙালি মধ্যবিত্ত বাবুদের ইংরেজপ্রীতি প্রভৃতি ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি ‘জাতাসুর’ নামক ব্যঙ্গচিত্রে দেখিয়েছেন সমাজের বর্ণবৈষম্যের ভয়াবহতা। বিভিন্ন ব্যঙ্গচিত্রঃ ...