Posts

বাঘ কবিতার প্রশ্ন উত্তর

    🐯 বাঘ কবিতা 🐯  ১) পারিখালয়ের বাসায় কী পাওয়া যেত না? 👉 গরু, ছাগল ও ভেড়া  ২) ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল ? 👉 পাখিরালয়ে থাকা পাখির ছানা ধরতে গিয়েছিল । ৩) ছোট্ট বাঘের বাবা- মা বাসা বদলে কোথায় গিয়েছিল ? 👉 সজনেখোলায় ৪) সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত ? উঃ রয়েল বেঙ্গল টাইগার  ৫) "তার মনে মনে জমছে কেবল রাগ"-কার মনে কেন রাগ জমেছিল ? 👉 ছোট্ট বাঘের থানার মনে রাগ জমেছিল কারণ বাঘেরা পাখিরালয়ে থাকতো সেখানে পাখি ছাড়া অন্য কোন প্রাণী না থাকায় ছোট্ট বাঘের মনে রাগ জমেছিল ‌। ৬) ভদ্র বাঘের হেতায় বাঁধে ডেরা - এরকম মনে হওয়ার কারণ কি ? 👉 আলোচ্য অংশে হেতায় বলতে পাখিরালয়ের কথা বলা হয়েছে। সেখানে পাখি ছাড়া ছাগল, হরিণ, ভেড়া এসব কোনো প্রাণীর ছিল না। তাই ছোট বাঘের ছানা মনে করেছিল, সে কি ধরবে? আর কি বা খাবে?। তাই তার মনে রাগ হয় একথা বলেছে। ৭) বাঘের ছানা পাখি ধরতে ব্যর্থ হয় কেন ? 👉 খিদের জ্বালায় বাঘের ছানা পাখি ধরতে গিয়ে তার থাবা বাড়ানোর সঙ্গে সঙ্গেই পাখিরা উড়ে আকাশ পথে চলে যায়। তাই বাঘের ছানা পাখি ধরতে ব্যর্থ হয়। ৮) নদীর পাড়ে ...

History class-7

 ইতিহাস সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা History class-7 short questions answer, second summative exam history history question second summative evaluation history class-7 chapter wise question answer history           History class-7  ১) মহম্মদ ঘুরি মৃত্যু কত খ্রিস্টাব্দে ? 👉 ১২০৬ খ্রিস্টাব্দে ২) দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ? 👉 কুতুবউদ্দিন আইবক ৩) সুলতান শব্দের অর্থ কি ? 👉 কর্তিত্ব বা ক্ষমতা ৪) হযরত মহম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন _________। 👉 খলিফা ৫) খলিফা শব্দের অর্থ কি ? 👉 উত্তরাধিকারী বা প্রতিনিধি ৬) সুলতানরা ছিলেন জাতিতে __________। 👉 তুর্কি  ৭) খুতবা কি ? 👉 খুতবা শব্দের অর্থ হল ভাষণ। সুলতানের শাসনকালে মসজিদের ইমাম ভাষণ পাঠ করতেন, তাহাই খুতবা নামে পরিচিত। সাধারণত শুক্রবার নামাজের পর সকলের সামনে খুতবা পাঠ করা হতো। ৮) আমির কাদের বলা হত ? 👉 দিল্লির সুলতানি ইতিহাসে শাসন কার্যে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হত। ৯) কোন সুলতান প্রথম মুদ...

গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র

 প্রশ্নঃ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র তৎকালীন সমাজে কি প্রভাব ফেলেছিল ? ভূমিকাঃ             বিংশ শতাব্দীর প্রথমার্ধে ঔপনিবেশিক শাসনকালে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি সমকালীন সমাজে বিশেষভাবে প্রভাব ফেলেছিল। তাঁর আঁকা ব্যঙ্গচিত্রগুলিতে তৎকালীন সমাজের সমালোচনা ও বিদ্রুপ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বঙ্গীয় ঘরানার এক বিশিষ্ট চিত্রকর ও ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথের অবদান অনস্বীকার্য। এ কারণে তাঁকে আধুনিক চিত্রশিল্পের পথিকৃৎ বলা হয়। তৎকালীন সামাজিক প্রতিচ্ছবিঃ                    গগনেন্দ্রনাথ তাঁর কার্টুন চিত্রের মাধ্যমে তৎকালীন সামাজিক পরিস্থিতি তুলে ধরেছেন। ঔপনিবেশিক সমাজের শিক্ষাব্যবস্থার অসারতা, মন্দিরে পাণ্ডাদের দৌরাত্ম্য, ব্রাহ্মণশ্রেণির অত্যাচার, বাল্যবিধবাদের দুরবস্থা, বাঙালি মধ্যবিত্ত বাবুদের ইংরেজপ্রীতি প্রভৃতি ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি ‘জাতাসুর’ নামক ব্যঙ্গচিত্রে দেখিয়েছেন সমাজের বর্ণবৈষম্যের ভয়াবহতা। বিভিন্ন ব্যঙ্গচিত্রঃ             ...

বঙ্গভাষা প্রকাশিকা সভা’ সম্পর্কে যা জানো লেখো ?

প্রশ্নঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা’ সম্পর্কে যা জানো লেখো ? ভূমিকাঃ         ঊনবিংশ শতকের প্রথম দিকে ইংরেজ সরকার বাংলার জমিদারদের নিষ্কর জমিগুলি পুনরায় গ্রহণের প্রস্তাব তোলে। এই প্রস্তাবের বিরুদ্ধেই গড়ে ওঠে ‘বাভাষা প্রকাশিকা সভা’। প্রকৃতপক্ষে ঊনিশ শতকের প্রথমার্ধে গঠিত বাংলার রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল “বঙ্গভাষা প্রকাশিকা সভা’। প্রতিষ্ঠাকালঃ         1836 খ্রিস্টাব্দে কালীনাথ চৌধুরি, প্রসন্নকুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, প্যারীমোহন বসু, রামলোচন ঘোষ প্রমুখের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় "বঙ্গভাষা প্রকাশিকা সভা”। এর প্রথম সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন এবং প্রথম সভাপতি নিযুক্ত হন পণ্ডিত গৌরীশঙ্কর তর্কবাগীশ। প্রথম অধিবেশনঃ                পণ্ডিত যোগেশচন্দ্র বাগলের মতে—“এই সভা প্রতিষ্ঠার সঠিক সন-তারিখ সম্পর্কে আমরা জানিতে পারি নাই।” তবে এই সভার প্রথম অধিবেশন বসে 1836 খ্রিস্টাব্দের 6/8 ডিসেম্বর। উদ্দেশ্যঃ           নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এই ‘বঙ্গভাষা প্রকাশিক...

কাজী নজরুলের গান class 7 Bengali

        কাজী নজরুলের গান                      রামকুমার চট্টোপাধ্যায়  ১) নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় বক্তৃতা দিতে এসেছিলেন ? উঃবিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে ২)" স্কুলের দিকে আর গেলাম না"- কার কথা বলা হয়েছে ? উঃ আলোচ্য অংশে"কাজী নজরুলের গান" গল্পের লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। ৩) দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কখনো ভাবিনি"- দুই প্রিয় মানুষ কে কে ? উঃ নেতাজি সুভাষচন্দ্র ও কাজী নজরুল ইসলাম। ৪) উত্তেজনায় আমি তখন টগবগ করছি "- কারণ কি ? উঃ "কাজী নজরুলের গান" গল্পের অন্তর্গত আলোচ্য অংশে লেখক স্কুল যাওয়ার পথে শুনেছিলেন যে বিডন স্ট্রিটের এর কাছে সরকার বাগানে নেতাজি সুভাষচন্দ্র বক্তৃতা দেবেন এবং কাজী নজরুল ইসলাম গান গাইবেন। দুই প্রিয় মানুষকে কাছ থেকে দেখার উত্তেজনায় তিনি টগবগ করে উঠেছিলেন। ৫) মঞ্চে কে কাকে হাত তুলে প্রণাম করেছেন ? উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলামকে হাত তুলে প্রণাম করেছেন। ৬) "এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিং এর রীতি" - কোন রীতির কথা বলা হয়েছে ? উঃ নেতাজির বক্...

বাড়ির চারপাশের পরিবেশ বিষয়ক একটি প্রজেক্ট

  তোমার বাড়ির চারপাশের পরিবেশ বিষয়ক একটি প্রজেক্ট তৈরী কর।                                                             Page- 1 বিদ্যালয়ের নাম:  বিষয়: বাড়ীর চারপাশের পরিবেশ  ছাত্র/ছাত্রীর নাম: শ্রেণী: বিভাগ: ক্রমিক নং:                                                            page - 2 পরিবেশের সংজ্ঞাঃ                   আমাদের চারপাশে অবস্থিত মাঠ-ঘাট, গাছপালা, নদী, জলাশয়, ঘর-বাড়ি মানুষসহ নানা জীবজন্তুদের একসঙ্গে পরিবেশ বলে।                  এককথায় আমাদের চারপাশে যা কিছু অবস্থিত তা নিয়েই আমাদের পরিবেশ গঠিত হয়। এই পরিবেশ আঞ্চলিক ভেদে নানা রকম হয়ে থাকে। একটি মরুভূমির পরিবেশ যেম...

প্রশ্নঃ ‘বর্তমান ভারত’ গ্রন্থটির অবদান আলোচনা করো ?

প্রশ্নঃ ‘বর্তমান ভারত’ গ্রন্থটির অবদান আলোচনা করো ? ভূমিকাঃ স্বামী বিবেকানন্দ কেবল ভারতবর্ষে নয় সারা বিশ্বদরবারে এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতো আমাদের জীবনকে আলোকিত করেছেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের প্রবক্তা। তাঁর লেখা ‘বর্তমান ভারত” গ্রন্থটি নবভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভারতীয়দের মধ্যে স্বদেশপ্রেম জাগ্রত করতে ‘বর্তমান ভারত’ এক অনন্য গ্রন্থ। জাতীয়তাবাদ বিকাশে বর্তমান ভারতঃ                             জাতীয়তাবাদ বিকাশে বর্তমান ভারত গ্রন্থটি অসাধারণ ভূমিকা পালন করেছে। স্বদেশপ্রেম জাগরণঃ              সমগ্র দেশবাসীকে দেশের প্রতি শ্রদ্ধাশীল করতে বা নিজের দেশকে ভালোবাসার মনোভাব গড়ে তুলতে‘বর্তমান ভারত’ গ্রন্থটির অবদান অপরিসীম। এই গ্রন্থে স্বামী বিবেকানন্দ স্বদেশমন্ত্রে দিক্ষিত হয়ে লিখেছেন—“বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ, আমার কল্যাণ।” এই বাণীর মাধ্যমে বিবেকানন্দ ভারতীয়দের মধ্যে স্বদেশপ্রেমের জাগরণ ঘটান। আত্মনির্ভরশীল হওয়াঃ      ...

আমাদের পরিবেশ Class6

  দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন             ষষ্ঠ শ্রেণি     আমাদের পরিবেশ   ১) চাপ কাকে বলে ? 👉 একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কে চাপ বলা হয়। ২) SI পদ্ধতিতে চাপের একক কি ? 👉 পাস্কাল  ৩) বার্নৌলির নীতিটি লেখ। 👉 কোন গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। ৪) হৃদপিণ্ড কি ? 👉 সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প বা যন্ত্র। ৫) বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তা হল ____________। 👉 বক্ষাস্থি  ৬) পিঠের মাছ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে বলে ____________। 👉 শিরদাঁড়া ৭) ধমনী কাকে বলে ? 👉 হৃদপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। ৮) শিরা কাকে বলে ? 👉 সারা শরীরের দূষিত রক্ত যে নালীর মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ৯) মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ যুক্ত ও কি কি ? 👉 চার প্রকোষ্ঠ যুক্ত- ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ ও বাম নিলয়। ১০) ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে অবস্থিত _____________ কপাটিকা। 👉 ত্রিপত্রক ...

প্রশ্নঃ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো ?

  প্রশ্নঃ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো ? ভূমিকাঃ             1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহ বাংলার ব্যারাকপুরের সিপাহিদের নেতৃত্বে শুরু হয়েছিল। অল্প সময়েই এই বিদ্রোহ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। সকল সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। একারণেই সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যায়। এই আন্দোলনে প্রায় সকল শ্রেণির মানুষের যোগদানের ফলে ব্রিটিশ শাসনের ভিত কেঁপে উঠেছিল। সিপাহি বিদ্রোহের প্রকৃতিঃ                    ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে নানা মত পার্থক্য আছে। অনেকে মনে করেন এই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাঁদের মতামতগুলি হল - সামন্ত বিদ্রোহঃ          ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ মনে করেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল সামরিক বা সামন্ত বিদ্রোহ। কারণ ইংরেজদের বিভিন্ন ন...

প্রশ্নঃ নারীদিবস সম্পর্কে সংবাদপত্রে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।

 প্রশ্নঃ  নারীদিবস সম্পর্কে সংবাদপত্রে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর। বিশ্বজুড়ে পালিত হলো নারী দিবস  নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৯ মার্চ ২০২৪: গত ৮ মার্চ সারা বিশ্ব জুড়ে নারীর সম্মানার্থে পালিত হলো নারী দিবস। সমাজে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় এটি তাৎপর্যপূর্ণ। প্রাচীনকালের সমাজে নারীদের সম্মান ছিল না। বর্তমানে নারীরাও পুরুষদের মত সীমান্ত সেনাবাহিনীতে নাম লিখিয়েছে। এক দেশ থেকে অন্য দেশে বিমান উড়িয়ে নিয়ে যাচ্ছে। এক কথায় যে নারীদের ছাড়া দেশের উন্নতি অসম্ভব, তাদের প্রতি বিশ্বব্যাপী মানুষ সম্মান জ্ঞাপন করে এই দিন।দেশের একাধিক স্থানে নারী দিবস পালিত হয়েছে। বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ, অফিস, কার্যালয়ে নারী অধিকার নিয়ে বক্তৃতা দেওয়া হয় । দেশভক্তিতে যে সকল নারী নিজেরা আত্ম বলিদান দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখে নিয়েছেন তাদের কথাই বক্তৃতার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে একত্রে নারী অধিকার ও সম্মান রক্ষার অঙ্গীকারবদ্ধ হয়েছে। এ ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশেও নিজেদের সামিল করেছে ,যেমন- রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি ইত্যাদি ।সমাজের সামগ্রিক উন্...