History class-7

 ইতিহাস সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা

History class-7 short questions answer, second summative exam history history question second summative evaluation history class-7 chapter wise question answer history

          History class-7 


১) মহম্মদ ঘুরি মৃত্যু কত খ্রিস্টাব্দে ?

👉 ১২০৬ খ্রিস্টাব্দে

২) দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ?

👉 কুতুবউদ্দিন আইবক

৩) সুলতান শব্দের অর্থ কি ?

👉 কর্তিত্ব বা ক্ষমতা

৪) হযরত মহম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন _________।

👉 খলিফা

৫) খলিফা শব্দের অর্থ কি ?

👉 উত্তরাধিকারী বা প্রতিনিধি

৬) সুলতানরা ছিলেন জাতিতে __________।

👉 তুর্কি 

৭) খুতবা কি ?

👉 খুতবা শব্দের অর্থ হল ভাষণ। সুলতানের শাসনকালে মসজিদের ইমাম ভাষণ পাঠ করতেন, তাহাই খুতবা নামে পরিচিত। সাধারণত শুক্রবার নামাজের পর সকলের সামনে খুতবা পাঠ করা হতো।

৮) আমির কাদের বলা হত ?

👉 দিল্লির সুলতানি ইতিহাসে শাসন কার্যে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হত।

৯) কোন সুলতান প্রথম মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন ?

👉 মহম্মদ বিন তুঘলক

১০) তামার মুদ্রা প্রচলন করেন কে ?

👉 মহম্মদ বিন তুঘলক

১১) কোন সুলতান পাগলা রাজা নামে পরিচিত ?

👉 বিন তুঘলক

১২) কার আমলে দিল্লিতে তুর্কি শাসন শুরু হয় ?

👉 কুতুবউদ্দিন আইবক 

১৩) লাক্স বক্স নামে কে পরিচিত ?

👉 কুতুব উদ্দিন আইবক

১৪) ইলতুৎমিসের উত্তরাধিকারী কে ছিলেন ?

👉 রাজিয়া

১৫) ও মুসলমানদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন ?

👉 রাজিয়া

১৬) বন্ধেগান- ই -চিহলগনি কথার অর্থ কি ?

👉 ৪০ জন বান্দা

১৭) রাজিয়া কত দিন রাজত্ব করেছিলেন ?

👉 সাড়ে তিন বছর

১৮) সিজদা ও পাইবস প্রথা চালু করেন কে ?

👉 গিয়াসউদ্দিন বলবন

১৯) সিজদা ও পাইবস কি ?

👉 সিজদা ও পাইবস হল দুটি প্রথা। সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করাকে সিজদা বলে। আর সুলতানের পদযুগল চুম্বন করাকে পাইবস বলা হয়।

২০) খলজি বিপ্লব কি ?

👉 ১২৯০ খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজী, বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলে।

২১) দিল্লির প্রথম সুলতান কে ?

👉 আলাউদ্দিন খলজী

২২) দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান কে ?

👉 আলাউদ্দিন খলজী

২৩) আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি ?

👉 মালিক কাপুর

২৪) অল রিহলা বা রেহলা গ্রন্থের রচয়িতা কে ? 👉 ইবন বতুতা 

২৫) ইবন বতুতা কোন দেশের অধিবাসী ?

👉 মরক্কো

২৬) জীবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন ?

👉 মহম্মদ বিন তুঘলক

২৭) উলাক কি ?

👉 ভারতীয় ডাক ব্যবস্থায় ঘোড়ার মাধ্যমে ডাকের ব্যবস্থাকে উলাক বলা হয়। এই ব্যবস্থায় প্রতি চার মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হতো।২৮) দাওয়া কি ?

👉 ভারতীয় ডাক ব্যবস্থায় পায়ে হেঁটে যে ডাক ব্যবস্থা আছে তাকে দাওয়া বলা হয়।

২৯) দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী স্থাপন করেন কে ?

👉 বিন তুঘলক 

৩০) ফিরোজ শাহের সামরিক অভিযানের বড় উদ্দেশ্য কি ছিল ?

👉 দাস জোগাড় করা

৩১) দিল্লি সুলতানি যুগে স্বাধীন রাজ্য কোনটি ?

👉 কাশ্মীর

৩২) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

👉 খিজির খাঁ

৩৩) সৈয়দ ও লোদী শাসকরা জাতিতে ছিলেন ____________।

👉 আফগান

৩৪) পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?

👉 ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে

৩৫) চেঙ্গিস খাঁ কে ছিলেন ?

👉 একজন মঙ্গল নেতা

৩৬) ভারতের মঙ্গলরা কবে আক্রমণ করে ?

👉 ১২২১ খ্রিস্টাব্দে

৩৭) সিরি কে কেন তৈরি করেন ?

👉 আলাউদ্দিন খলজি কর্তৃক সৃষ্ট বিরাট সেনাবাহিনীদের থাকার জন্য যে নতুন শহর তৈরি করেন তা সিরি নামে পরিচিত।

৩৮) দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন কে ?

👉 আলাউদ্দিন খলজী 

৩৮) দাগ ও হুলিয়া কি ?

👉 সুলতানি সেনাবাহিনী মূলত পদাতিক ও ঘোড়সওয়ারি নিয়ে তৈরি হতো। সেনাবাহিনীতে জালিয়াতি বন্ধ করার উদ্দেশ্যে আলাউদ্দিন খলজী এই দুটি ব্যবস্থা চালু করেছিলেন।

ক) দাগ - সেনাবাহিনীর সমস্ত ঘোড়া খুঁটিয়ে পরীক্ষা করা হতো। তারপরে ঘোড়াগুলিকে চিহ্নিত করতে দাগ দেওয়া হতো। কারণ যাতে ঘোড়া পর্যবেক্ষণের সময় কোন ঘোড়াকে দুবার পর্যবেক্ষণ করতে না হয়। তাছাড়া সতেজ ঘোড়া বদলে দুর্বল ঘোড়া বন্ধ করা হয়।

হুলিয়া- চেহারা নির্ণয়ের একটি বিশেষ ব্যবস্থা হল হুলিয়া। এই ব্যবস্থা চালু করার ফলে কোনো অদক্ষ ব্যক্তি নাম ভাঙিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে পারত না। আবার অন্যের নামে বেতন নিতেও পারত না।

৩৯) আরবি ভাষায় ইমাম শব্দের অর্থ কি ?

👉 জ্ঞান

৪০) উলেমা কাদের বলা হয় ?

👉 ইসলাম শাস্ত্রে যারা পণ্ডিত তাদের আলিম বলে। একের বেশি আলিমকে উলেমা বলে। এরা সুলতানকে পরামর্শ দিত।

৪১) গজনের শাসনকর্তা কে ছিলেন ?

👉 মহম্মদ ঘুরি 

৪২) তুর্কি আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

👉 মহম্মদ ঘুরি

৪৩) কুতুবউদ্দিনের সেনাপতির নাম কি ?

👉 ইখতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজী।

৪৪) ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

👉 মহম্মদ ঘুরি

৪৫) আইবক কথার অর্থ কি ?

👉 দাস

৪৬) লক্ষদাতা বা লাক্সবক্স নামে কে পরিচিত ?👉 কুতুবউদ্দিন আইবক

৪৭) কে নিজেকে মুদ্রায় খলিফার সেনাপতি বলে অভিহিত করেন ?

👉 ইলতুৎমিস

৪৮) গিয়াস উদ্দিন বলবনের প্রকৃত নাম কি ?

👉 উলুঘ খাঁ

৪৯) চল্লিশ চক্র কে প্রতিষ্ঠা করেন ?

👉 ইলতুৎমিস

৫০) ভারতের তোতাপাখি নামে কে পরিচিত ?

👉 আমির খসরু

৫১) আলাই দরওয়াজা কে কোথায় নির্মাণ করেন ?

👉 আলাউদ্দিন খলজি দিল্লিতে

৫২) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ?

👉 বহুলুল লোদী

৫৩) জাকাত কি ?

👉 জাকাত হল এক প্রকার কর। ইহা মুসলমানদের সম্পত্তির উপর আরোপ করা হতো।

৫৪) বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ?

👉 শামসুদ্দিন ইলিয়াস শাহ

৫৫) শের খান কে ছিলেন ?

👉 একজন আফগান নেতা ।১৫৩৮ খ্রিস্টাব্দে তার আক্রমণের মধ্য দিয়েই বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয়।

৫৬) চৈতন্য ভাগবত গ্রন্থের লেখক কে ?

👉 বৃন্দাবন দাস

৫৭) বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

👉 হরিহর ও বুক্ক

৫৮) বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত ?

👉 তুঙ্গভদ্রা

৫৯) বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় ?

👉 ১৩৩৬ খ্রিস্টাব্দে

৬০) বিজয়নগর রাজ্যে কয়টি বংশ শাসন করেছিল ?

👉 চারটি- সঙ্গম, সালুভ,তুলুভ ও আরাবিভু

৬১) সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা কে ?

👉 হরিহর ও বুক্ক

৬২) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

👉 দ্বিতীয় দেবরায়

৬৩) সালুভ বংশের প্রতিষ্ঠাতা কে ?

👉 নরসিংহ সালুভ

৬৪) তুলুভ বংশের প্রতিষ্ঠাতা কে ?

👉 বীর সিংহ

৬৫) কৃষ্ণদেব রায় কে ছিলেন ?

👉 তুলুক বংশের তথা বিজয়নগর রাজ্যের একজন বিখ্যাত শাসক। তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বৃদ্ধি পেয়েছিল।৬৬) আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় রচিত ?

👉 তেলেগু 

৬৭) আমুক্ত মাল্যদা গ্রন্থটির লেখক কে ?

👉 কৃষ্ণদেব রায়

৬৮) বিজয় নগরের রাজধানী কোথায় ?

👉 হাম্পি 

৬৯) বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

👉 আলাউদ্দিন হাসান বাহমন শাহা

৭০) বাহমনী রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

👉 গুলবর্গা 

৭১) তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ?

👉 ১৫৬৫ খ্রিস্টাব্দে 

৭২) বাহমনী রাজ্যে দেশীয় অভিজাতকদের ____________ বলা হত।

👉 দক্ষিনী

৭৩) বিজয়নগর শহরটি _________ প্রাচীর দিয়ে ঘেরাছিল।

👉 সাতটি

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)