বাঘ কবিতার প্রশ্ন উত্তর

   🐯 বাঘ কবিতা 🐯 


১) পারিখালয়ের বাসায় কী পাওয়া যেত না?

👉 গরু, ছাগল ও ভেড়া 

২) ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল ?

👉 পাখিরালয়ে থাকা পাখির ছানা ধরতে গিয়েছিল ।

৩) ছোট্ট বাঘের বাবা- মা বাসা বদলে কোথায় গিয়েছিল ?

👉 সজনেখোলায়

৪) সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত ?

উঃ রয়েল বেঙ্গল টাইগার 

৫) "তার মনে মনে জমছে কেবল রাগ"-কার মনে কেন রাগ জমেছিল ?

👉 ছোট্ট বাঘের থানার মনে রাগ জমেছিল কারণ বাঘেরা পাখিরালয়ে থাকতো সেখানে পাখি ছাড়া অন্য কোন প্রাণী না থাকায় ছোট্ট বাঘের মনে রাগ জমেছিল ‌।

৬) ভদ্র বাঘের হেতায় বাঁধে ডেরা - এরকম মনে হওয়ার কারণ কি ?

👉 আলোচ্য অংশে হেতায় বলতে পাখিরালয়ের কথা বলা হয়েছে। সেখানে পাখি ছাড়া ছাগল, হরিণ, ভেড়া এসব কোনো প্রাণীর ছিল না। তাই ছোট বাঘের ছানা মনে করেছিল, সে কি ধরবে? আর কি বা খাবে?। তাই তার মনে রাগ হয় একথা বলেছে।

৭) বাঘের ছানা পাখি ধরতে ব্যর্থ হয় কেন ?

👉 খিদের জ্বালায় বাঘের ছানা পাখি ধরতে গিয়ে তার থাবা বাড়ানোর সঙ্গে সঙ্গেই পাখিরা উড়ে আকাশ পথে চলে যায়। তাই বাঘের ছানা পাখি ধরতে ব্যর্থ হয়।

৮) নদীর পাড়ে _________সব কাংরা বেড়ায় হেঁটে।

👉 লালঠেঙো

৯) বাঘের ছানা কি জানত না ?

👉 কাকড়া দাঁড়া দিয়ে থাবা চিমটে ধরবে।

১০) বাঘ জননী লজ্জা পেলেন কেন ?

👉 বাঘ হল স্থলচর প্রাণী। ডাঙায় ঘুরে ঘুরে তারা গরু, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণী শিকার করে। কিন্তু খিদের জ্বালায় ছোট্ট বাঘের ছানা মাছ ধরার জন্য কাদায় নামলে বাঘ জননী লজ্জা পেয়েছিলেন। 


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)