Posts

হযবরল সুকুমার রায় বাংলা গল্প

    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন              হ য ব র ল            সুকুমার রায়  ১৫ পৃঃ থেকে ২৭ পৃঃ পর্যন্ত  পূর্ণবাক্যে উত্তর দাও                                            প্রতিটি প্রশ্নের মান - ১ ১) বিজ্ঞাপন পেয়েছ ? হ্যান্ডবিল ?- কার উক্তি?  উঃ সুকুমার রায়ের "হ য ব র ল " গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হল কাক। ২) শ্রীকাকেশ্বর কুচকুচের বাসস্থান কোথায় ? উঃ ৪১ নং গেছোবাজার, কাগেয়াপটি। ৩) হিজ বিজ বিজ- এর শ্বশুরের নাম কি ? উঃ বিস্কুট ৪) কাকের বয়স গোনার পদ্ধতিটা কেমন ? উঃ চল্লিশ বছর হলেই বয়স ঘুরিয়ে দেয় তখন আর ৪১,৪২ হয় না 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তারপর আবার বাড়তে শুরু করে। ৫) "আমার বয়স তো কত উঠল নামল আবার উঠলো"- উক্তিটি কার ? তার বর্তমান বয়স কত ? উঃ উক্তিটির বক্তা হলো কাক। তার বর্তমান বয়স ১৩। ৬) কাকের হ্যান্ডবিলে কি লেখা ছিল ? উঃ    ...

বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা কর। History broad question WBBSE history

১) বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা কর। উঃ ঊনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে শিক্ষার্থীরা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে শুরু করে। এই সময় বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার যথেষ্ট অগ্রগতি শুরু হয়। বিজ্ঞান ও কারিগরি বিষয়ে শিক্ষাদানের জন্য নানা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। আই এ সি এসঃ বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের অবদান অসামান্য। তিনি কলকাতায় বৌ বাজার স্ট্রিটে আই এ সি এস প্রতিষ্ঠা করেন। তিনি সাধারণ মানুষের দান করা অর্থে এই প্রতিষ্ঠানটি চালু রাখেন। এর নিজস্ব ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স দেশ-বিদেশে বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় এখানকার বিজ্ঞানীদের গবেষণার কাজ প্রকাশিত হয়। কলকাতা বিজ্ঞান কলেজঃ লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে বিভক্ত করলে সারা দেশ জুড়ে স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশে বিজ্ঞান চর্চা প্রসারের জন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতায় বিজ্ঞান কলেজ স্থাপিত হয়। তারকনাথ পালিত ও রাসবিহারী ঘোষের যৌথ উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করে । নানা বিজ্ঞানীদের প্রচেষ্টায় এখানে বিশ্বমানের শিক্ষ...

শরীর অসুস্থ থাকার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনা সেইনিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্ররচনা কর।

 @ শরীর অসুস্থ থাকার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনা সেইনিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্ররচনা কর। উঃ       মাননীয়,      প্রধান শিক্ষক মহাশয়      বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়       বালিপুর হুগলি      বিষয়- বিদ্যালয় অনুপস্থিত থাকার কারণে ছুটির মঞ্জুর পত্র     মহাশয়,            আমি আপনার বিদ্যালয়ের একজন অধিষ্ঠিত ছাত্র/ছাত্রী। নাম -  __________   শ্রেণী -  __________ বিভাগ- ________ ক্রমিক নম্বর - __________ বিগত পাঁচ দিন যাবৎ শরীর অসুস্থ থাকার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারি না।  সুতরাং মহাশয়, আমি যাতে কোন শাস্তি না পাই আপনি এর উপযুক্ত ব্যবস্থা করে বাধিত করবেন।      তারিখ_____                                বিনীত                            ...

আমাদের পরিবেশ সাজেশন Class 5,amader poribesh class-5 suggestion

    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন    আমাদের পরিবেশ সাজেশন                  পঞ্চম শ্রেণী প্রতিটি প্রশ্নের মান ৪  ১) গঙ্গা নদীর গতিপথ আলোচনা কর। উঃ গঙ্গা নদীর দৈর্ঘ্য ২৫২৫ কিমি।ইহা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। উত্তর প্রদেশ, বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে। তারপর দুটি ভাগে ভাগ হয়ে একটি ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অপর ভাগটি ভাগীরথী, হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ২) নদীমাতৃক সভ্যতা কাকে বলে ? উঃ পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গুলি গড়ে উঠত। নদীর বন্যায় অনেক সময় সেখানকার বাসিন্দাদের ক্ষতিও হত। তবুও নদীর ওপর নির্ভর করেই সেখানকার মানুষ বেঁচে থাকত। নদী ছিল তাদের কাছে মায়ের মত। তাই এইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে।  যেমন -  সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, চীন সভ্যতা ইত্যাদি। ৩) সবুজ বিপ্লব কাকে বলে ? উঃ আধুনিক কৃষি যন্ত্রপাতির আবিষ্কার এবং অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, উন্নত বীজ ব...

Class-9 History question answer

 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নবম শ্রেণী ইতিহাস। প্রথম অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন(MCQ)                                                 প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর  ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। ১.১) ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন - ক) রুশো                             খ) মন্তেস্কু  গ) ভলতেয়ার                       ঘ) চতুর্দশ লুই  উঃ গ) ভলতেয়ার ১.২) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন -  ক) আলফ্রেড কোবান                  খ) গোল্ড স্মিথ  গ) ষোড়শ লুই                              ঘ) অ্যাডাম স্মিথ  উঃ ঘ) অ্যাডাম স্মিথ  ১.৩) ফ্রান্সে শ্রমকর বা বেগার খাটাকে বলা হত -...

রাধারানী -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর

                রাধারানী              বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  A. নীচের প্রশ্নগুলির উত্তর দাও।                                         প্রতিটি প্রশ্নের মান -৫ ১."তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে"- তাৎপর্য লেখ। উঃ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "রাধারাণী" নামক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে।            পূর্বে রাধারাণীদের অবস্থা ভালো ছিল। কিন্তু এক জ্ঞাতির সঙ্গে মোকদ্দমায় হেরে গিয়ে তাদের অবস্থা একেবারে দারিদ্র্যতার চরম শিখরে পৌঁছায়।সেই পরিস্থিতিতে মায়ের গুরুতর অসুস্থ হলে রাধারানী বনফুলের মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে যায়। কিন্তু ব্যর্থ হওয়ায় অন্ধকারে বাড়ি ফেরার পথে এক অচেনা লোকের সঙ্গে তার পরিচয় হয়।           রাধারাণীর মুখ থেকে তাদের দারিদ্র্যতার কথা জানতে পেরে, তিনি বেশি দাম দিয়ে তার কাছ থেকে মালা কেনেন। তারপর একের পর এ...

1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ কর

  প্রশ্ন ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ কর। উঃ ভূমিকাঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম গুরুত্বপূর্ণ আন্দোলন হল সিপাহী বিদ্রোহ। ১৮৫৭ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা অর্থনৈতিক শোষণের ফলে কৃষকদের দুর্দশা চরমে উঠেছিল। ফলে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতিঃ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে পন্ডিতদের মধ্যে নানা মত পার্থক্য রয়েছে। কেউ কেউ একে নিছক একটি সামরিক বা সামন্ত বিদ্রোহ বলে মনে করেছেন। আবার কেউ কেউ একে জাতীয় মুক্তির সংগ্রাম বলে অভিহিত করেছেন। ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলে অনেকে একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। গণবিদ্রোহঃ ঐতিহাসিক জন কে, ম্যালেসন প্রমূখ এই বিদ্রোহের গণ চরিত্রের উপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে এই বিদ্রোহ কেবলমাত্র সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দিল্লি, কানপুর, অযোধ্যাসহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এভাবে এই বিদ্রোহ একটি গণবিদ্রোহে পরিণত হয়েছিল। জাতীয় বিদ্রোহঃ ঐত...

সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা কর।

  1) সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা কর। উঃ সারা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত জলবায়ু, মাছআহরণ, জাহাজ চলাচল প্রভৃতির ওপর গভীর প্রভাব ফেলে। A) জলবায়ুর ওপর প্রভাবঃ ক) উষ্ণতার প্রভাবঃ শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত বয়ে গেলে সংশ্লিষ্ট অঞ্চলে উষ্ণতা বাড়ে। উত্তর আটলান্টিক ড্রিফটের কারণেই উত্তর-পশ্চিম ইউরোপের উষ্ণতা শীতকালে বেশি হয়। তাই নরওয়ের হ্যামারফেস্ট বন্দর দিয়ে সারা বছর জাহাজ চলাচল করে।  খ) বৃষ্টিপাতঃ সমুদ্র উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু বেশি জলীয় বাষ্প গ্রহণ করে বলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে। উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে উত্তর-পশ্চিম ইউরোপে এই কারণে বেশি বৃষ্টিপাত হয়। গ) তুষারপাতঃ শীতল স্রোত প্রবাহিত অঞ্চলে উষ্ণতা অনেকটা কমে গেলে তুষারপাত হয়। ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে। ঘ) মরুভূমি সৃষ্টিঃ ক্রান্তীয় মন্ডলে উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত বয়ে গেলে বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকে না। দীর্ঘকাল ধরে বৃষ্টি না হওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চল মরুভূমিতে পরিণত হয়। ঙ) কুয়াশা, ঝড়-ঝঞ্ঝাঃ যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় সেখানে বৈপরীত্য উষ্ণতা...

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি লেখ

প্রশ্নঃ সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখ। উঃ সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি হল -  ১) বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ হল সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ। সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত বায়ু জলকণার সঙ্গে সংঘর্ষ লেগে জলকে তাড়িয়ে নিয়ে সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। সমুদ্রের ওপর প্রবাহিত নিয়ত বায়ু সমুদ্র স্রোত উৎপত্তিতে সর্বাধিক সাহায্য করে। প্রধানত তিনটি মহাসাগরেই আয়ন বায়ু পশ্চিমা বায়ু ও মেরু বায়ু সমুদ্র স্রোত উৎপত্তি ঘটায়। ২) পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বলঃ             পৃথিবীর আবর্তনে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুর মতো সমুদ্রস্রোতও উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তনের কারণেই নিরক্ষরেখার উভয়দিকে পশ্চিমগামী উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি ঘটে। ৩) সমুদ্র জলের উষ্ণতাঃ নিরক্ষরেখা থেকে মেরু রেখার দিকে সমুদ্র জলের উষ্ণতা কমতে থাকে। অধিক উষ্ণতায় নিরক্ষীয় অঞ্চলের জলের ঘনত্ব কমে এবং আয়তনে বৃদ্ধি হয়ে তা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে বয়ে যায়। শীতল মেরু অঞ্চলের অধিক ঘনত্বের জল অন্তঃস্রোত রূপে নি...

Cbsc board Bengali kobita question answer

             প্রলয়োল্লাস                   কাজী নজরুল ইসলাম  A. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।                                                                       প্রশ্নের মান ৫  ১) "ওই নুতনের কেতন করে কালবৈশাখীর ঝড়"- প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা কর। উঃ আলোচ্য অংশটি সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের "অগ্নিবীণা" কাব্যগ্রন্থের অন্তর্গত "প্রলয়োল্লাস" কবিতা থেকে নেওয়া হয়েছে।             কবি প্রলয়ের মধ্য দিয়ে ধ্বংসের কথা উল্লেখ করেছেন। কবি পুরাতনের ধ্বংসের মধ্য দিয়ে নতুনের আবির্ভাব কামনা করেছেন। তারই বর্ণনা প্রসঙ্গে আলোচ্য প্রসঙ্গটি এসেছে।             কালবৈশাখীর ঝড় বলতে, গ্রীষ্মকালের বিকেলবেলায়  যে ভয়ংকর ঝড়ের আবির্ভাব ঘটে তাকে বোঝানো হয়েছে...