Posts

Showing posts from September, 2023

Class10 History questions and answers

 ১) অহিংস অসহযোগ আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণের গুরুত্ব লেখো। উঃ মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯২০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে গান্ধীজী নারীদের বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহারের আবেদন জানান। গান্ধীজীর ডাকে সাড়া দিয়ে বহু সাধারন নারী বিভিন্ন সভা ও শোভাযাত্রায় অংশ নেয় এবং বিলাতি পণ্যের দোকানের সামনে পিকেটিং চালায়। চিত্ত রঞ্জন দাসের স্ত্রী, বোন ও ভাইঝি কলকাতার রাস্তায় প্রকাশ্য বিক্ষোভ দেখিয়ে কারাবরণ করেন। বহু নারী চরকায় সুতো কেটে এবং কাপড় বুনে স্বদেশী প্রচার চালায়। এছাড়া উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের নারীদের পাশাপাশি বহু প্রান্তিক নারীরা এই আন্দোলনে যোগ দেন। এই আন্দোলনের ফলেই নানা ছাত্রী সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল। ২) আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর সম্পর্কে যা জানো লেখো। 👉 নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের পাঁচটি ব্রিগেড ছিল। এদের মধ্যে অন্যতম ছিল ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী। ইহা এশিয়ার প্রথম নারী বাহিনী। এর নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মী স্বামীনাথন। প্রায় ১৫০০ মহিলা এই নারী বাহিনীতে যোগ দিয়েছিল। এই বাহিনী সকল সদস্যগণ রানী নামে পরিচ...

ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা কিরূপ ছিল আলোচনা কর।

 ১) ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা কিরূপ ছিল আলোচনা কর। উঃ ভূমিকাঃ বিশ শতকে ভারতে আধুনিক শিক্ষার যথেষ্ট প্রসার ঘটে। আধুনিক শিক্ষায় শিক্ষিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পায়। তারা দেশমাতার মুক্তির জন্য আকুল হয়ে ওঠে।            ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্রদের অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্য। তারা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই আন্দোলনে শামিল করে। আন্দোলনের প্রসারঃ বিহার, উত্তর প্রদেশ, বাংলা প্রভৃতি রাজ্যে ছাত্র আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ও বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গ্রামে গ্রামে আন্দোলনের প্রচার চালায় এবং বিভিন্ন নাশকতামূলক কাজে অংশ গ্রহণ করে। ছাত্রদের কার্যকলাপঃ বিহারে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ বাধে। এতে সাতজন ছাত্রের মৃত্যু হয়। এর ফলেও ছাত্র আন্দোলন দমন করা যায়নি। তারা স্লোগান দিতে দিতে বিভিন্ন ট্রেনে জাতীয় পতাকা লাগিয়ে দেয়।  বিশ্ববিদ্যালয় আন্দোলনঃ নানা বিশ্ববিদ্যালয়ে ছাত্র...

স্বাস্থ্য ও শারীরশিক্ষা সপ্তম শ্রেণী

  স্বাস্থ্য ও শারীরশিক্ষা সপ্তম শ্রেণী  শারীরশিক্ষা ও দেহভঙ্গীর বিকৃতি দূরীকরণঃ                  (তৃতীয় অধ্যায়)   ক) শূন্যস্থান পূরণ কর ১) শারীর শব্দটির সঙ্গে যখন__________ শব্দটি যোগ করা হয় তখন শারীরশিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয়। উঃ শিক্ষা ২) শারীরশিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির __________ গড়ে ওঠে। উঃ আচরণ বিধি ৩) খেলা____________ জন্মগত, স্বতঃস্ফূর্ত, স্বাধীন, আনন্দদায়ক সাধারণ প্রবণতা। উঃ প্রবনতা ৪) খেলা একটি সহজাত _____________। উঃ প্রবৃত্তি ৫) লুকোচুরি একটি ___________। উঃ খেলা ৬) স্কোলিওসিস একটি__________ ও________ বিকৃতি জনিত রোগ। উঃ মেরুদন্ড, কাঁধের ৭) দেহ ভঙ্গের বিকৃতি সহজে সরানো সম্ভব __________ বছরের বয়সের মধ্যে। উঃ ১২-১৪ ৯) খেলার মাধ্যমে শিশুরা_________ ভুলে যায়। উঃ দলাদলি ১০) শারীর শব্দটি_________ এর সঙ্গে সম্পর্কযুক্ত। উঃ শরীর খ) একটি বাক্যে উত্তর দাও। ১) বো-লেগ কী ? উঃ দুটি পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানোর সময় দু- হাঁটু ধনুক...

নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ

Image
  নমস্কার বন্ধুরা, বাংলা ইউনিক আইডিয়া একটি ওয়েবসাইটে আপনাকে স্বাগত। দ্বাদশ শ্রেণির বাংলা প্রকল্প বিষয়ে একটি রচনা লিপিবদ্ধ করা হল। বাংলা প্রকল্প রূপায়ণ, সাহিত্যশ্রেষ্ঠ চরিত্রের জীবনী নির্মাণ ,West Bengal Board Bengali project বাংলা প্রজেক্ট জীবনী নির্মাণ বাংলা প্রকল্প, How to make a project of a biography WBBSE Bengali project class12,class-12 Bengali project  পাগলা দাশু চরিত্রর রূপায়ণ প্রকল্প নিচে দেওয়া হল👇 বাংলা প্রকল্প রূপায়ণ, সাহিত্যশ্রেষ্ঠ চরিত্রের জীবনী নির্মাণ ,West Bengal Board Bengali project বাংলা প্রজেক্ট জীবনী নির্মাণ বাংলা প্রকল্প, How to make a project of a biography WBBSE Bengali project class12,class-12 Bengali project  নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ  কীভাবে বাংলা প্রজেক্ট করে? বাংলা জীবনী নির্মাণ প্রজেক্ট দ্বাদশ শ্রেণী। Sukumar Ray সৃষ্ট চরিত্র দাশু,পাগলা দাশু চরিত্র নির্মাণ প্রকল্প। WBBSE Bengali pagla dashu by sukumar Ray. নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ  Front page:  School name: - Student name: - Su...

Class6 History final exam questions answer

              ইতিহাস                   ষষ্ঠ শ্রেণী    প্রতিটি প্রশ্নের মান -১ ১) বিদ শব্দের অর্থ কি ? উঃ জ্ঞান  ২) সব থেকে পুরনো বৈদিক সাহিত্যের নাম কি ? উঃ ঋকবেদ ৩) আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কোনটি ? উঃ ঋকবেদ ৪) সংহিতা শব্দের অর্থ কি ? উঃ সংকলন করা  ৫) ঋকবেদে কোন পর্বতের উল্লেখ নেই ? উঃ বিন্ধ্য পর্বত  ৬) ভরত গোষ্ঠীর রাজার নাম কি ? উঃ সুদাস  ৭) বৈদিক যুগের দুটি করের নাম লেখ উঃ ভাগ ,বলি  ৮) বৈদিক যুগের দুটি মুদ্রার নাম লেখ। উঃ নিষ্ক, শতমান ৯) একটি রাজতান্ত্রিক মহাজনপদ এর নাম লেখ। উঃ মগধ ১০) দুটি গণরাজ্যের নাম লেখ। উঃ বৃজি, মল্ল  ১১) মগদের বর্তমান রাজধানী কোথায় ? উঃ পাটলিপুত্র  ১২) বজ্জিদের রাজধানী কোথায় ? উঃ বৈশালী  ১৩) মল্লদের দুটি রাজ্য কি কি ? উঃ পাবা ও কুশিনগর  ১৪) মোট কতজন তীর্থঙ্ক করছিলেন ? উঃ ২৪ জন  ১৫) জৈন সন্ন্যাসীদের নেতা কে ছিলেন ? উঃ ভদ্রবাহু  ১৬) গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ? উঃ কপিলাবস্তু রাজ্যের শাক্য বংশে...

ব়্যাগিং বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা কর।

প্রশ্নঃ ব়্যাগিং বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা কর। উঃ  বিপিনঃ কিরে সৌম্য কেমন আছিস ? অনেকদিন পর তোর সাথে দেখা হল। বাড়ির সবাই ভালো আছেন তো ? সৌম্যঃ নারে, মনটা তেমন ভালো নেই। এই সমাজটাই যেন কেমন জটিলতার মধ্য দিয়ে চলছে। বিপিনঃ কেন রে? কি হয়েছে? সামাজিক বিষয়ে পাহাড় প্রমাণ মালপত্র নিজের মনে তুই প্রবেশ করাতে চাইছিস ?  সৌম্যঃ গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের একটা ছাত্র ব়্যাগিং-এর শিকার হয়ে মারা গেছে, জানিস তো ? বিপিনঃ হ্যাঁ,এই দুঃসংবাদটা শুনে আমিও খুব মর্মাহত হয়েছি। এটা কারো কাছেই কাম্য নয়। সৌমঃ আসলে মানুষের মধ্যে লুকিয়ে থাকা পাশবিক শক্তি অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায়। সেরকমই ব়্যাগিংও একটি পাশবিক আচরণের বহিঃপ্রকাশ। বিপিনঃ কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ অপরকে শারীরিক, মানসিকভাবে নির্যাতন করে আনন্দ উপভোগ করে, আর এটাই ব়্যাগিং। সৌমঃ যে সকল ছেলে-মেয়ে ধনী পরিবারে জন্মেছে, কোনরূপ অভাব অনটনের সম্মুখীন হয়নি, সেইরূপ অলস মস্তিষ্কেই এসব কুকর্মের চিন্তাভাবনা আসে। নিজ মাতৃস্নেহ থেকে বঞ্চিতরাই এমন কার্যে লিপ্ত হয়। বিপিনঃ র‍্যাগিং সমাজের বিশেষত...

প্রাচীন ভারতের গণিত চর্চার সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর।

 ১) প্রাচীন ভারতের গণিত চর্চার সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর। উঃ গণিত শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে পন্ডিতগণের মধ্যে নানা মত পার্থক্য দেখা যায়। ভারতবর্ষে গণিত চর্চার সূত্রপাত ঘটে বৈদিক সাহিত্যে। কিন্তু এ কথাকে অনেকেই অস্বীকার করে থাকেন। তাদের মতে কেউ ব্যাবিলনকে, আবার কেউ মিশরকে গণিত শাস্ত্রের সূতিকাগৃহরূপে বর্ণনা করেছেন। গণিতঃ গণিত শব্দের অর্থ সংখ্যা বা অংক গণনার দ্বারা যে পদ্ধতির প্রয়োগ করা হয়।গণ  শব্দ থেকে গণিত  উৎপন্ন। গন হল সমষ্টি। সুতরাং ব্যাষ্টি বা সমষ্টির দ্বারা নির্ণয় পদ্ধতিকে গণিত বলে। গণিতের প্রধান দুটি শাখা- ক) সংখ্যা গণিত - পাটিগণিত ও বীজগণিত খ) আকৃতি গণ - জ্যামিতি  পাটিগণিতঃ আর্যভট্টের সময় থেকে পাটিগণিত রচিত হয়। এর মধ্যে আছে যোগ বিয়োগ প্রভৃতি প্রকরণের ক্রমবিকাশ। এছাড়া আছে, গুন, ভাগ, বর্গমূল, ঘনমূল, ঘন ইত্যাদি। প্রাচীনকালে জ্যোতির্বিদগণ ফলকের উপরে ধুলো ছড়িয়ে তার উপরে আঁকালেখা করে বিভিন্ন সমাধান করতেন, এই পদ্ধতিকে ধূলিকর্ম বলে। বীজগণিতঃ বীজগণিত কথাটি প্রথম ব্যবহার করেন পৃথুদক স্বামী। এতে আলোচিত হয়েছে সমীকরণ, করণী, অমূলদ সংখ্যার মান নির...

Icds exam questions answer

 প্রশ্নঃ ICDS এর পুরো কথাটি কি ? 👉 Integrated Child Development Services প্রশ্নঃ ICDS - এর বাংলা অর্থ কী ? 👉 সুসংহত শিশু বিকাশ প্রকল্প  প্রশ্নঃ ICDS প্রকল্পটি ভারতবর্ষে কবে চালু হয় ? 👉 ১৯৭৫ সালের ২ অক্টোবর প্রশ্নঃ ICDS প্রকল্পের উদ্দেশ্য কি ? 👉 ৬ বছরের কম বয়সী শিশু এবং তার মাকে পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সহযোগী পরিষেবা দেওয়া। প্রশ্নঃ ICDS প্রকল্পটি স্পনসর করেন কে ? 👉 কেন্দ্র সরকার দ্বারা স্পন্সর করা হয়। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলি দ্বারা কার্যকর করা হয়। প্রশ্নঃ ICDS প্রকল্প দ্বারা কি কি পরিষেবা প্রদান করা হয় ? 👉 পরিপূরক পুষ্টি, টিকা, স্বাস্থ্য পরীক্ষা, অপ্রথাগত শিক্ষা ইত্যাদি। প্রশ্নঃ ICDS পরিষেবা কারা পায় ? 👉 ০-৬ বছরের শিশুরা, গর্ভবতী মহিলা, সদ্য মা হওয়া মহিলারা। প্রশ্নঃ প্রাক বিদ্যালয় শিক্ষা দেওয়া হয় কত বছরের শিশুদের ? 👉 ৩ - ৬ বছর  প্রশ্নঃ জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয় ? 👉 প্রতি বছর ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রশ্নঃ বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ? 👉 ১৬ অক্টোবর প্রশ্নঃ বিশ্ব স্বাস্...

বোম্বাগড়ের রাজা question answer

             বোম্বাগড়ের রাজা প্রিয় ছাত্র ছাত্রী,          পঞ্চম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত বাংলা বিভাগের বোম্বাগড়ের রাজা" কবিতা থেকে যে সকল প্রশ্নগুলি হয় সেই বিষয়ে উত্তরসহ আলোচনা করা হয়েছে। তোমরা এগুলো খাতায় লিখে মুখস্ত করে নাও। দেখবে অনেক উপকার হবে। এই প্রশ্নের উত্তর ছাড়াও একাধিক বিষয়ে পড়তে অথবা জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে জেনে নাও। আমাদের ইউটিউব চ্যানেল হল- Bright Bangla point  Bright Bangla point লিখে search করে সাবস্ক্রাইব করে সমস্ত তথ্য জেনে নাও। বোম্বাগড়ের রাজা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর  পেতে হলে অবশ্যই নীচে দেখে নাও।  আমাদের এখানে আপনি স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে প্রশ্ন উত্তর পাবেন। তাই আমাদের পেজটি ফলো করে নাও। আমাদের সাইট হল - uniqueidea54.             বোম্বাগড়ের রাজা  ১) বোম্বাগড়ের রাজা কার লেখা ? 👉 সুকুমার রায়  ২) বোম্বাগড়ের রাজা ছবিতে কি বাঁধিয়ে রাখে ? 👉 আমসত্ত্ব ভাজা  ৩) রানীর মাথায় কি বাঁধা থাকে ? 👉...

ভূগোল প্রশ্ন ও উত্তর

 ১) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলার কারণ কি ? 👉 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে ফলের চাষ হয়ে থাকে এই অঞ্চলে একচেটিয়া ভাবে ফলের চাষকে পোমামাকালচার বলে। এখানে টক মিষ্টি জাতীয় ফল প্রচুর পরিমাণে চাষ হয় ।যেমন -আঙ্গুর, জলপাই, কমলালেবু ,আপেল ,চেরি ,বাতাবি লেবু, কুল প্রভৃতি। এই কারণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। উদ্যান কৃষির মাধ্যমে এই অঞ্চলে ফলের চাষ করা হয়। ২) 4 o'clock rain কাকে বলে ? 👉 নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। ফলে এই অঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মিশতে থাকে। এর সঙ্গে নিরক্ষীয় ঘন অরণ্যের উদ্ভিদ বাষ্পমোচনের ফলে উৎপন্ন জলীয় বাষ্প বায়ুতে মেশে। এজন্য প্রতিদিন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি হয়। তাই একে 4 o'clock rain বলে। ৩) জলবায়ু কাকে বলে ? উঃ কোন একটি বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়ার উপাদানের (বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুপ্রবাহ, আপেক্ষিক আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা) ৩৫ থেকে ৪০ বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে। যেমন- মরু জলবায়ু শুষ্ক প্রকৃতির। প্রশ্নঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকাল...

আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ

  প্রশ্নঃ আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ গুলি আলোচনা করো। 👉 ভূমিকাঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় সুরক্ষা বলয়ে আমেরিকা মহাদেশ অবস্থিত। ১৪৯৩ খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। তারপর ওয়াল্টার ব়্যালে প্রথম উপনিবেশ গড়ে তোলে। ব্রিটিশরা রেড ইন্ডিয়ানদের উচ্ছেদ করে সেখানে ইংরেজ উপনিবেশ স্থাপন করে। অষ্টাদশ শতকের মধ্যেই উত্তর আমেরিকায় 13 টি ইংরেজ উপনিবেশ গঠিত হয়। ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকলেও ঔপনিবেশিকরা কার্যতো স্বায়ত্তশাসন ভোগ করতো। আমেরিকার উপনিবেশ গুলির ওপর ব্রিটিশ সরকারের এই শিথিল প্রশাসন নীতিকে হিতকর উদাসীনতা বলে অভিহিত করা হয়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণঃ ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পিছনে ছিল একাধিক কারণ   জাতীয়তাবাদের উন্মেষঃ রাইকার ও রোজিটারের মতে জাতীয়তাবাদের উন্মেষের ফলেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়। দীর্ঘকাল পাশাপাশি বাস করে ও একই গির্জার উপাসনা করে এবং প্রতিকূল অবস্থা সঙ্গে যুদ্ধ করে ঔপনিবেশিকদের মধ্যে মানসিক ঐক্য গড়ে ওঠে। আমেরিকা থেকে ইংল্যান্ডের ভৌগোলিক দূরত্ব ও যোগাযোগের অসুবিধা ঔপনিবেশিক দের বিচ্ছিন্নতা ও স্বতন্ত্রবোধের জন্ম...

ত্রিভুজ সম্পর্কে ধারনা

Image
 প্রশ্নঃ ত্রিভুজ কাকে বলে ? 👉 তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে। প্রশ্নঃ একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সংখ্যা কয়টি ? 👉 তিনটি প্রশ্নঃ একটি ত্রিভুজের বাহু ও কোণ কটি ?  👉 একটি ত্রিভুজের বাহু তিনটি এবং কোণ তিনটি। প্রশ্নঃ একটি ত্রিভুজ অঙ্কন করে তার শীর্ষবিন্দু, বাহু এবং কোণগুলি চিহ্নিত কর। 👉  ABC একটি ত্রিভুজ।যার তিনটি বাহু যথাক্রমে AB,BC AC,এর তিনটি শীর্ষবিন্দু হল- A,B,C এর তিনটি কোণ হল - < ABC,<BCA ও <BAC প্রশ্নঃ বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি ? 👉 বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যথা - সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। প্রশ্নঃ সমবাহু ত্রিভুজ কাকে বলে ? এর প্রতিটি কোণের মান কত ? উঃ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এর প্রতিটি কোণের মান - ৬০⁰ । প্রশ্নঃ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ? 👉 যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। প্রশ্নঃ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে ? 👉 যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। প্রশ্নঃ ত্রিভুজ তৈরি একটি শর্ত লেখ।...

লোকটা জানলোই না- সুভাষ মুখোপাধ্যায়

          লোকটা জানলোই না                      সুভাষ মুখোপাধ্যায় ১) লোকটা জানলোই না কবিতার কবির নাম কি ? উঃ সুভাষ মুখোপাধ্যায়  ২) বাংলা কাব্য ধারায় সুভাষ মুখোপাধ্যায় কি নামে পরিচিত ? উঃ পদাতিক কবি  ৩) সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি ? উঃ পদাতিক ৪) বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে "- এখানে বাঁদিকের বুক পকেট বলতে কী বোঝানো হয়েছে ? উঃ অর্থের ভান্ডারকে বোঝানো হয়েছে। ৫) ইহকাল পরকাল - এই শব্দ দুটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ? উঃ ইহকাল বলতে মৃত্যুর পূর্ববর্তী সময়কে বোঝানো হয়েছে আর পরকাল বলতে মৃত্যুর পরবর্তী সময়কে বোঝানো হয়েছে।  ৬) কবিতার লোকটির দু- আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল ? উঃ লোকটির প্রান  ৭) আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি ? তাকে এরকম বলার কারণ কি ? উঃ আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে কবিতায় বর্ণিত লোকটির হৃদয়কে বোঝানো হয়েছে।               তাকে এরকম বলার কারণ হলো হৃদয় ছাড়া মানুষ বাঁচতে পারে না। ৮) রণপা কী ? উঃ বাস ও কা...

বাংলা ভাষায় বিজ্ঞান

 ১) বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কার রচনা ? উঃ রাজশেখর বসু  ২) রাজশেখর বসুর ছদ্মনাম কি ? উঃ পরশুরাম ৩) যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় লেখক তাদের কয়টি শ্রেণীতে ভাগ করেছেন ? উঃ দুটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম শ্রেণীতে আছে যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, এরকম অল্প বয়স্ক ছেলে-মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক। আর দ্বিতীয় শ্রেণীতে আছেন, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। ৪) অনেক স্থুল তথ্য তাদের জানা থাকতে পারে - কি কি স্থূল তথ্যের কথা বলা হয়েছে ? উঃ জল আর কর্পূর উড়ে যায়,লাউ,কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়। ৫) ছেলেবেলায় লেখক কার লেখা বাংলা জ্যামিতি পড়েছিলেন ? উঃ ব্রম্ভমোহন মল্লিক  ৬) "তাদের নতুন করে শিখতে হচ্ছে "- কাদের কি শিখতে হচ্ছে ? উঃ যারা ইংরেজি জানে তাদের নতুন করে বাংলা পরিভাষা শিখতে হচ্ছে। কারণ আমাদের সরকার রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। ৭) বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক পরিভাষা রচনা সফল হয়নি কেন ? উঃ তারা একযোগে কাজ না করে, স্বতন্ত্রভাবে করেছিলেন। ফলে একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছিল। ৮) কলি...

How to ancaring Teachers day selebration

  শিক্ষক দিবসের অনুষ্ঠান পরিচালনা কিভাবে করবেন   ১) প্রথমে যে মঞ্চে অনুষ্ঠানটি করবেন সেই মঞ্চ যাওয়ার জন্য একটু রাস্তা রাখতে হবে। শিক্ষকরা একসাথে যখন সে মঞ্চে যাবেন তখন ছাত্র-ছাত্রীরা দু-পাশে দাঁড়িয়ে ফুলের কুচি নিয়ে শিক্ষকদের মাথার ওপর ফেলবে। শিক্ষকদের আসন গ্রহণ করা হলে-  ২) শিক্ষক দিবস সম্পর্কে পরিচালককে একটু বক্তব্য রাখতে হবে। এইভাবে -     আজকের এই মহতী সভায় আমরা কেন একসাথে উপস্থিত হয়েছি তা আর বলার অপেক্ষা রাখে না।কারণ আমরা জানি আজ ৫ সেপ্টেম্বর।আজ শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসে আমাদের যৎসামান্য আয়োজনে আমরা অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব, একটি উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে। ৩) উদ্বোধনী সংগীত - আজকের অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত গাইবেন__________। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি মঞ্চে চলে আসুন। উদ্বোধনী সংগীত গাওয়া হলে-  ৪) পরিচালকের দুলাইন বক্তব্য রাখবেন এইভাবে -         ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে বললে খুবই কম বলা হবে। তিনি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি এবং স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন শিক্ষক এ...

হিমালয় দর্শন প্রবন্ধে ভুটিয়ানিদের জীবনযাত্রার পরিচয় দাও।

 প্রশ্নঃ "হিমালয় দর্শন প্রবন্ধে ভুটিয়ানিদের জীবনযাত্রার পরিচয় দাও। উঃ লেখিকা বেগম রোকেয়া তার "হিমালয় দর্শন" প্রবন্ধে প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ বর্ণনা দিয়েছেন। সেই সঙ্গে সেখানকার অধিবাসীদের জীবনযাত্রার যে বর্ণনা দিয়েছেন, তা গদ্যাংশ অনুসরণে আলোচনা করা হলো -              হিমালয়ের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ভুটিয়ানিরা নিজেদেরকে পাহাড়নি বলে পরিচয় দেয়। ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাঘরার মতো করে পরে। কোমরে একখন্ড কাপড় জড়ানো থাকে, আর গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দিয়ে মাথা ঢাকা থাকে। স্বভাবত এরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী প্রকৃতির হয়ে থাকে। এরা পিঠে দু -এক মন বোঝা নিয়ে খুব সহজেই প্রস্তর-সঙ্কুল এবড়ো- খেবড়ো পথ বেয়ে উপরে উঠতে পারে আবার একই রকম ভাবে নিচেও নামতে পারে।             রমণীজাতি যে দুর্বল তা এদেরকে দেখে বোঝা যায় না। এরা খাবারের জন্য পুরুষদের প্রত্যাশী নয়। পুরুষদের মতই এরা সমভাবে উপার্জন করে। এরা মাথায় করে পাথর বয়ে নিয়ে যায়। আর পুরুষেরা সেই পাথর বিছিয়ে রাস্তা তৈরি করে। এরা নীচ...

জ্যামিতি পঞ্চম

               বিন্দু   ১) বিন্দু কাকে বলে ? 👉 যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, এইরকম ছোট ছোট দাগকে বিন্দু বলে। ২) সরলরেখাংশ একমাত্রিক না বহুমাত্রিক ? 👉 সরলরেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। তাই সরল রেখাংশ একমাত্রিক। ৩) একটি বিন্দু দিয়ে _______ সরলরেখা আঁকা যায়। 👉 অসংখ্য  ৪) একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা___________ সরলরেখা। 👉 সমবিন্দু  ৫) তিন বা তিন এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা _________ বিন্দু। উঃ সমরেখ  ৬) যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা ____________ বিন্দু। 👉 অসমরেখ  ৭) একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় সেই সরলরেখা গুলোকে__________ বলে। 👉 সমান্তরাল সরলরেখা। ৮) দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় ? 👉 একটি                    ঘনবস্তু ১) ঘনবস্তু কাকে বলে ? 👉 আমাদের চারপাশে যে সকল বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের প্রত্যেকটিকে ঘনবস্তু বলে। উদাহরণ - ইট, ...

অনুচ্ছেদ রচনা (paragraph writing in Sanskrit)

          ১)   বর্ষাকালঃ   বঙ্গেসু ষট ঋতবঃ ভবন্তি। ঋতুনাং বর্ষাকালঃ দ্বিতীয়ঃ। আষাঢ়শ্রাবণমাসঃ চ অস্য স্থিতিকালং ভবতি। অস্মিনকালে মেঘাঃ গর্জন্তি, বিদ্যুৎ চ স্ফূরয়তি।কর্ষকাঃ ক্ষেত্রং কর্ষন্তি,বীজানি বপন্তি চ। ভেকাঃ হর্ষেন কলরবং কুর্বন্তি।ময়ূরাঃ হর্ষেন নৃত্যন্তি।নদ্যঃ পুষ্করিনয়ঃ চ জলপূর্ণাঃ ভবন্তি। গ্রামস্য পন্থানঃ কর্দমাক্তং ভবন্তি। অস্মিনকালে কদম্বপুষ্পম্,কেতকী,কমলং চ প্রস্ফূটন্তি।অস্মিনকালে সুপক্বং পনসনং আবির্ভবতি।অস্মিন কারনেষু বয়ং বর্ষাকালং স্বাগতম্ কুর্য্যামঃ।   ২) অস্মাকম্ বিদ্যালয়ঃ    ৩) মহাকবি কালিদাসঃ  কালিদাসঃ মম প্রিয়কবিঃ। কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ। তস্য জন্মস্থানবিষয়ে, বংশপরিচয়বিষয়ে অদ্যাপি ন জ্ঞায়েতে। শৈশবে কালিদাসঃ মহামূর্খঃ ইতি কথ্যতে। বাগদেব্যা বরেণ স মহাকবিঃ আসীৎ। তস্য রচনা সরলা মধুরা মনোহারিনি চ আসীৎ। মালবিকাগ্নিমিত্রম্, বিক্রমোর্বশীয়ম্ অভিজ্ঞানশকুন্তলম্ নাটকত্রয়ম অরচয়ৎ।রঘুবংশম্,কুমারসম্ভবম্ মহাকাব্যদ্বয়ম্ তেন বিরচিতবান্। মেঘদূতম্,ঋতুসংহারম্ দ্বৌ গীতিকাব্যং অরচয়ৎ।স ভারতবর্ষ্যস্য শেক্সপীয়রঃ আসীৎ। ...