প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদ
১) কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি চুক্তি গঠিত হয়েছিল?
উঃ জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি
২) কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি মৈত্রী গঠিত হয়েছিল?
উঃ ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া
৩) কবে প্রথম বিশ্ব যুদ্ধ হয়েছিল?
উঃ 1914 খ্রিস্টাব্দে
৪) প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল কবে?
উঃ 1918 খ্রিস্টাব্দে
৫) চৌদ্দ দফা শর্ত কে রচনা করেছিলেন?
উঃ উড্রো উইলসন
৬) প্যারিসের শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ 1919 খ্রিস্টাব্দে
৭) ভার্সাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানি
৮) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ এরিক ড্রুমন্ড
৯) কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দে
১০) লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগ
১১) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম লেখ।
উঃ বালগঙ্গাধর তিলক
১২) নিউ ইন্ডিয়া ও দি কমন উইল পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ অ্যানি বেসান্ত
১৩) মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে?
উঃ বালগঙ্গাধর তিলক
১৪) স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বক্তা কে?
উঃ বালগঙ্গাধর তিলক
১৫) লোকমান্য নামে কে পরিচিত?
উঃ বালগঙ্গাধর তিলক
১৬) মন্টেগু-চেমসফোর্ড আইন কবে পাস হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দে
১৭) জাতির জনক কাকে বলা হয়?
উঃ মহাত্মা গান্ধী
১৮) মহাত্মা গান্ধীকে মহাত্মা বলে কে আখ্যা দেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৯) গান্ধীজি রাজনৈতিক জীবনের সূচনা করেন কোথায়?
উঃ দক্ষিণ আফ্রিকা
২০) গান্ধীজি পরিচালিত ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি?
উঃ চম্পারন সত্যাগ্রহ
২১) গান্ধীজীর রাজনৈতিক আদর্শ কি ছিল?
উঃ অহিংস সত্যাগ্রহ
২২) বিহারের চম্পারন এ গান্ধীজী কবে সত্যাগ্রহ পরিচালনা করেন?
উঃ 1917 খ্রিস্টাব্দে
২৩) রাওলাট আইন কবে পাস হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দে
২৪) রাওলাট কমিটি কবে গঠিত হয়?
উঃ 1917 খ্রিস্টাব্দে
২৫) খিলাফত আন্দোলনের একজন নেতার নাম কি?
উঃ সৌকত আলী
২৬) গান্ধীজী অসহযোগ আন্দোলনের সূচনা করেন কবে?
উঃ 19২০ খ্রিস্টাব্দে
২৭) গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কবে?
উঃ 1922 খ্রিস্টাব্দে
২৮) কোন ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উঃ চৌরিচৌরা
২৯) স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1923 খ্রিস্টাব্দে
৩০) স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন?
উঃ মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস
৩১) স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন?
উঃ চিত্তরঞ্জন দাস
৩২) কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি করেন?
উঃ লাহোর অধিবেশন
৩৩) পরাধীন ভারতে কবে স্বাধীনতা দিবস উদযাপন হয়?
উঃ 1930 খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি
৩৪) প্রাচীন ভারতের কোন দিনটি ভারতীয়রা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত করে?
উঃ 26 শে জানুয়ারি
৩৫) কবে আইন অমান্য আন্দোলন সূচনা হয়?
উঃ 1930 খ্রিস্টাব্দে
৩৬) কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?
উঃ 1930 খ্রিস্টাব্দে
৩৭) গান্ধীজী কোথায় আইন অমান্য আন্দোলনের সূচনা করেন?
উঃ ডান্ডিতে
৩৮) কবে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ 1931 খ্রিস্টাব্দে
৩৯) কবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উঃ 1932 খ্রিস্টাব্দে
উঃ জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি
২) কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি মৈত্রী গঠিত হয়েছিল?
উঃ ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া
৩) কবে প্রথম বিশ্ব যুদ্ধ হয়েছিল?
উঃ 1914 খ্রিস্টাব্দে
৪) প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল কবে?
উঃ 1918 খ্রিস্টাব্দে
৫) চৌদ্দ দফা শর্ত কে রচনা করেছিলেন?
উঃ উড্রো উইলসন
৬) প্যারিসের শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ 1919 খ্রিস্টাব্দে
৭) ভার্সাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানি
৮) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ এরিক ড্রুমন্ড
৯) কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দে
১০) লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগ
১১) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম লেখ।
উঃ বালগঙ্গাধর তিলক
১২) নিউ ইন্ডিয়া ও দি কমন উইল পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ অ্যানি বেসান্ত
১৩) মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে?
উঃ বালগঙ্গাধর তিলক
১৪) স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বক্তা কে?
উঃ বালগঙ্গাধর তিলক
১৫) লোকমান্য নামে কে পরিচিত?
উঃ বালগঙ্গাধর তিলক
১৬) মন্টেগু-চেমসফোর্ড আইন কবে পাস হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দে
১৭) জাতির জনক কাকে বলা হয়?
উঃ মহাত্মা গান্ধী
১৮) মহাত্মা গান্ধীকে মহাত্মা বলে কে আখ্যা দেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৯) গান্ধীজি রাজনৈতিক জীবনের সূচনা করেন কোথায়?
উঃ দক্ষিণ আফ্রিকা
২০) গান্ধীজি পরিচালিত ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি?
উঃ চম্পারন সত্যাগ্রহ
২১) গান্ধীজীর রাজনৈতিক আদর্শ কি ছিল?
উঃ অহিংস সত্যাগ্রহ
২২) বিহারের চম্পারন এ গান্ধীজী কবে সত্যাগ্রহ পরিচালনা করেন?
উঃ 1917 খ্রিস্টাব্দে
২৩) রাওলাট আইন কবে পাস হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দে
২৪) রাওলাট কমিটি কবে গঠিত হয়?
উঃ 1917 খ্রিস্টাব্দে
২৫) খিলাফত আন্দোলনের একজন নেতার নাম কি?
উঃ সৌকত আলী
২৬) গান্ধীজী অসহযোগ আন্দোলনের সূচনা করেন কবে?
উঃ 19২০ খ্রিস্টাব্দে
২৭) গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কবে?
উঃ 1922 খ্রিস্টাব্দে
২৮) কোন ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উঃ চৌরিচৌরা
২৯) স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1923 খ্রিস্টাব্দে
৩০) স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন?
উঃ মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস
৩১) স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন?
উঃ চিত্তরঞ্জন দাস
৩২) কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি করেন?
উঃ লাহোর অধিবেশন
৩৩) পরাধীন ভারতে কবে স্বাধীনতা দিবস উদযাপন হয়?
উঃ 1930 খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি
৩৪) প্রাচীন ভারতের কোন দিনটি ভারতীয়রা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত করে?
উঃ 26 শে জানুয়ারি
৩৫) কবে আইন অমান্য আন্দোলন সূচনা হয়?
উঃ 1930 খ্রিস্টাব্দে
৩৬) কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?
উঃ 1930 খ্রিস্টাব্দে
৩৭) গান্ধীজী কোথায় আইন অমান্য আন্দোলনের সূচনা করেন?
উঃ ডান্ডিতে
৩৮) কবে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ 1931 খ্রিস্টাব্দে
৩৯) কবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উঃ 1932 খ্রিস্টাব্দে
Comments
Post a Comment
Haven't doubt please let me know.