ভারতের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১) হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?
উঃ পুষ্যভূতি
২) হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
উঃ কনৌজ
৩) হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন?
উঃ 606 খ্রীষ্টাব্দ
৪) হর্ষবর্ধন কতদিন রাজত্ব করেন?
উঃ 40 বছর
৫) হর্ষবর্ধনের মৃত্যু হয় কবে?
উঃ 646 খ্রিস্টাব্দে
৬) হর্ষবর্ধন এর পিতার নাম কি?
উঃ প্রভাকর বর্ধন
৭) হর্ষবর্ধনের ভগিনীর নাম কি?
উঃ রাজ্যশ্রী
৮) হর্ষবর্ধনের ভগ্নিপতির নাম কি?
উঃ গ্রহবর্মা
৯) হর্ষবর্ধন কাকে পরাজিত করে সিংহাসনে বসেন?
উঃ শশাঙ্ক
১০) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কর্ণসুবর্ণ
১১) শশাঙ্কের মৃত্যু হয় কবে?
উঃ 673 খ্রিস্টাব্দে
১২) হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়?
উঃ দ্বিতীয় পুলকেশী
১৩) বাংলার প্রথম নির্বাচিত রাজার নাম কি?
উঃ গোপাল
১৪) মুঙ্গের লিপিকার?
উঃ দেবপাল
১৫) খলিলপুর তাম্রলিপি থেকে কার সম্পর্কে জানা যায়?
উঃ ধর্মপাল
১৬) পাল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ দেবপাল
১৭) গোপালের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে?
উঃ গোপালের পুত্র ধর্মপাল
১৮) পার্লারের মধ্যে শেষ রাজা কে ছিলেন?
উঃ নারায়ন পাল
১৯) কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল?
উঃ দ্বিতীয় মহিপাল
২০) পাল বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ গোবিন্দ পাল
২১) সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়েছিল?
উঃ 1763 খ্রিস্টাব্দে
২২) সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
উঃ ভবানী পাঠক ও মজনু শাহ
২৩) চুয়াড় বিদ্রোহ কবে হয়েছিল?
উঃ 1766 খ্রিস্টাব্দে
২৪) রংপুর বিদ্রোহ কবে হয়েছিল?
উঃ 1783 খ্রিষ্টাব্দের
২৫) চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম লেখ।
উঃ জগন্নাথ ধল
২৬) রংপুর বিদ্রোহের একজন নেতার নাম লেখ।
উঃ নুরুল উদ্দিন
২৭) সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল?
উঃ 1855 খ্রিস্টাব্দে
২৮) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
উঃ সিধু ও কানু
২৯) মহাবিদ্রোহ কবে হয়েছিল?
উঃ 1857 খ্রিস্টাব্দে
৩০) মাদ্রাজের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1769 খ্রিস্টাব্দে হায়দার আলী ও ইংরেজদের মধ্যে হয়েছিল
৩১) ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও হেস্টিংস এর মধ্যে হয়েছিল
৩২) শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল
৩৩) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)