মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
1) অস্থি সঞ্চালনে পেশীর ভূমিকা আলোচনা করো।
উত্তরঃ অস্থি সঞ্চালনের পেশীর ভূমিকা গুলি হল- (১) ফ্লেক্সন👉
যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে, তাকে ফ্লেক্সন বলে। আর যেসব পেশি ফ্লেক্সন ক্রিয়ায় অংশ নেয়, তাদের ফ্লেক্সর পেশী বলে।
যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে, তাকে ফ্লেক্সন বলে। আর যেসব পেশি ফ্লেক্সন ক্রিয়ায় অংশ নেয়, তাদের ফ্লেক্সর পেশী বলে।
উদাহরণ: বাইসেপস পেশি যা কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে।
(২) এক্সটেনসন 👉
যেক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গ কে দূরে সরে যেতে সহায়তা করে, তাকে এক্সটেনসন বলে। আর যে সকল পেশী এক্সটেনসন ক্রিয়ায় অংশ নেয়, তাদের এক্সটেনসর পেশি বলে।
যেক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গ কে দূরে সরে যেতে সহায়তা করে, তাকে এক্সটেনসন বলে। আর যে সকল পেশী এক্সটেনসন ক্রিয়ায় অংশ নেয়, তাদের এক্সটেনসর পেশি বলে।
উদাহরণ: ট্রাইসেপস পেশি যা সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা করতে সাহায্য করে অর্থাৎ পুরো বাহু বাহুর কাছ থেকে দূরে সরে যায়।
(৩) অ্যাবডাকশন👉
যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূূরে সরে যায়, তাকে অ্যাবডাকশন বলে। আর যে পেশি অ্যাবডাকশন ক্রিয়ায় অংশ গ্রহন করে, তাকে অ্যাবডাকটর পেশি বলে।
উদাহরণ: ডেলটয়েড পেশী যা হাতকে দেহাঅক্ষ থেকে দূরে সরে সাহায্য করে।
(৪) অ্যাডাকশন👉
যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে, তাকে অ্যাডাকশন পেশি বলে। আর যে পেশী অ্যাডাকেশন ক্রিয়ায় অংশ গ্রহণ করে, তাকে অ্যাডাকটর পেশী বলে।
যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে, তাকে অ্যাডাকশন পেশি বলে। আর যে পেশী অ্যাডাকেশন ক্রিয়ায় অংশ গ্রহণ করে, তাকে অ্যাডাকটর পেশী বলে।
উদাহরণ: ল্যাটিসিমাস ডরসি যা হাতকে দেহঅক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে।
(৪) রোটেশন 👉
যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয়, তাকে রোটেশন বলে। আর যে সকল পেশী রোটেশন ক্রিয়ায় অংশ গ্রহন করে তাকে রোটেটর পেশি বলে।
উদাহরণ: পাইরিফরমিস পেশি যা ফিমার কে আবর্তিত করতে সহায়তা করে।
(৪) রোটেশন 👉
যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয়, তাকে রোটেশন বলে। আর যে সকল পেশী রোটেশন ক্রিয়ায় অংশ গ্রহন করে তাকে রোটেটর পেশি বলে।
উদাহরণ: পাইরিফরমিস পেশি যা ফিমার কে আবর্তিত করতে সহায়তা করে।

Comments
Post a Comment
Haven't doubt please let me know.