মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

                                       

1) অস্থি সঞ্চালনে পেশীর ভূমিকা আলোচনা করো।


উত্তরঃ  অস্থি সঞ্চালনের পেশীর ভূমিকা গুলি হল-               (১) ফ্লেক্সন👉
                     যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে, তাকে ফ্লেক্সন বলে। আর যেসব পেশি ফ্লেক্সন ক্রিয়ায় অংশ নেয়, তাদের ফ্লেক্সর পেশী বলে।
                   উদাহরণ: বাইসেপস পেশি  যা কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে।

 (২) এক্সটেনসন 👉            
                               যেক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গ কে দূরে সরে যেতে সহায়তা করে, তাকে এক্সটেনসন বলে। আর যে সকল পেশী এক্সটেনসন ক্রিয়ায় অংশ নেয়, তাদের এক্সটেনসর পেশি বলে।
                          উদাহরণ: ট্রাইসেপস পেশি  যা সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা করতে সাহায্য করে অর্থাৎ পুরো বাহু বাহুর কাছ থেকে দূরে সরে যায়।

(৩) অ‍্যাবডাকশন👉
                              যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূূরে সরে যায়, তাকে অ‍্যাবডাকশন বলে। আর যে পেশি অ‍্যাবডাকশন ক্রিয়ায় অংশ গ্রহন করে, তাকে অ‍্যাবডাকটর পেশি বলে।                           
                          উদাহরণ: ডেলটয়েড পেশী যা হাতকে দেহাঅক্ষ থেকে দূরে সরে সাহায্য করে।

(৪) অ‍্যাডাকশন👉
                            যে প্রক্রিয়া কোনো অঙ্গকে  দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে, তাকে অ‍্যাডাকশন পেশি বলে। আর যে পেশী অ‍্যাডাকেশন ক্রিয়ায় অংশ গ্রহণ করে, তাকে অ্যাডাকটর পেশী বলে।
      ‌                      উদাহরণ: ল্যাটিসিমাস ডরসি যা হাতকে দেহ‍অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে।

(৪) রোটেশন 👉
                          যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয়, তাকে রোটেশন বলে। আর যে সকল পেশী রোটেশন ক্রিয়ায় অংশ গ্রহন করে তাকে রোটেটর পেশি বলে।
                        উদাহরণ: পাইরিফরমিস পেশি যা ফিমার কে আবর্তিত করতে সহায়তা করে।

                         

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)