Madhyamik life science question and answer solve
প্রথম পর্ব
---------------
১) টেস্টোস্টেরন ক্ষরিত হয় কোথা থেকে?
উঃ শুক্রাশয়
২) ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে?
উঃ অগ্নাশয় থেকে
৩) একটি লোকাল হরমোনের নাম লেখ।
উঃ টেস্টোস্টেরন
৪) অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এমন একটি হরমোনের নাম লেখ ।
উঃ পেপসিন
৫) বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন?
উঃ IAA
৬) অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
উঃ ক্ষণপদ
৭) দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি কি?
উঃ সুষুম্নাশীর্ষক
৮) জীবের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে?
উঃ চলন বলে
৯) জনন কোষের গমন অঙ্গের নাম কি?
উঃ সিলিয়া
১০) স্পোর্টস এর প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়-এটি কি প্রকার চলন?
উঃ সিসমোন্যাস্টিক চলন
১১) কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তি চলন দেখা যায়?
উঃ অক্সিন
১২) ট্যাকটিক চলন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখ?
উঃ ভলভক্স
১২) অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়?
উঃ মূল
১৩) মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি?
উঃ 12 জোড়া
১৪) বিসদৃশ বেছে নিয়ে লেখ:
ACTH,GTH,CSF
উঃ CSF
১৫) হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে?
উঃ হরমাও, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা।
১৬) অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান গুলি কি কি?
উঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন
১৭) অক্সিন এর প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনে কে কি বলে?
উঃ পার্থেনোকার্পি
১৮) একটি নাইট্রোজেন বিহীন হরমোন এর উদাহরণ দাও।
উঃ জিব্বেরেলিন
১৯) নারকেলের তরল সর্ষে কোন হরমোন পাওয়া যায়?
উঃ সাইটোকাইনিন
২০) শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়?
উঃ IBA,NAA
২১) প্রাণী হরমোন এর উৎস স্থল কোথায়?
উঃ অন্তক্ষরা গ্রন্থি
২২) একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও।
উঃ অগ্নাশয়
২৩) বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত?
উঃ অ্যাড্রিনালিন গ্রন্থি
২৪) ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
উঃ অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে।
২৫) ACTH এর পুরো নাম কি?
উঃ অ্যাড্রিনোকর্টিকট্রপিক হরমোন
২৬) অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকৃত তরল টির নাম কি?
উঃ অ্যাকুয়াস হিউমোর
২৭) আপৎকালীন হরমোন কোন হরমোন কে বলা হয়?
উঃ অ্যাড্রিনালিন
২৮) ACTH হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
উঃ পিটুইটারি
২৯) অস্থিসন্ধি গুলো কি বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে?
উঃ লিগামেন্ট
৩০) হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে?
উঃ ADH ও অক্সিটোসিন
---------------
১) টেস্টোস্টেরন ক্ষরিত হয় কোথা থেকে?
উঃ শুক্রাশয়
২) ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে?
উঃ অগ্নাশয় থেকে
৩) একটি লোকাল হরমোনের নাম লেখ।
উঃ টেস্টোস্টেরন
৪) অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এমন একটি হরমোনের নাম লেখ ।
উঃ পেপসিন
৫) বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন?
উঃ IAA
৬) অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
উঃ ক্ষণপদ
৭) দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি কি?
উঃ সুষুম্নাশীর্ষক
৮) জীবের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে?
উঃ চলন বলে
৯) জনন কোষের গমন অঙ্গের নাম কি?
উঃ সিলিয়া
১০) স্পোর্টস এর প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়-এটি কি প্রকার চলন?
উঃ সিসমোন্যাস্টিক চলন
১১) কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তি চলন দেখা যায়?
উঃ অক্সিন
১২) ট্যাকটিক চলন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখ?
উঃ ভলভক্স
১২) অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়?
উঃ মূল
১৩) মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি?
উঃ 12 জোড়া
১৪) বিসদৃশ বেছে নিয়ে লেখ:
ACTH,GTH,CSF
উঃ CSF
১৫) হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে?
উঃ হরমাও, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা।
১৬) অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান গুলি কি কি?
উঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন
১৭) অক্সিন এর প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনে কে কি বলে?
উঃ পার্থেনোকার্পি
১৮) একটি নাইট্রোজেন বিহীন হরমোন এর উদাহরণ দাও।
উঃ জিব্বেরেলিন
১৯) নারকেলের তরল সর্ষে কোন হরমোন পাওয়া যায়?
উঃ সাইটোকাইনিন
২০) শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়?
উঃ IBA,NAA
২১) প্রাণী হরমোন এর উৎস স্থল কোথায়?
উঃ অন্তক্ষরা গ্রন্থি
২২) একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও।
উঃ অগ্নাশয়
২৩) বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত?
উঃ অ্যাড্রিনালিন গ্রন্থি
২৪) ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
উঃ অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে।
২৫) ACTH এর পুরো নাম কি?
উঃ অ্যাড্রিনোকর্টিকট্রপিক হরমোন
২৬) অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকৃত তরল টির নাম কি?
উঃ অ্যাকুয়াস হিউমোর
২৭) আপৎকালীন হরমোন কোন হরমোন কে বলা হয়?
উঃ অ্যাড্রিনালিন
২৮) ACTH হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
উঃ পিটুইটারি
২৯) অস্থিসন্ধি গুলো কি বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে?
উঃ লিগামেন্ট
৩০) হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে?
উঃ ADH ও অক্সিটোসিন
Comments
Post a Comment
Haven't doubt please let me know.