School service commission Sanskrit question and answer

                               তৃতীয় পর্ব
                              ----------------

১) নাটক কাকে বলে?
উঃ মঞ্চে পাত্র-পাত্রীরা যে কাব্যের অভিনয় দেখান এবং দর্শকেরা রস আস্বাদন করেন, তা-ই দৃশ্যকাব্য, সাধারণভাবে নাটক। সংস্কৃতে একে রূপক বলে। রূপক 10 প্রকার এবং উপরূপক 18 প্রকার।

২) রূপক কত রকমের এবং কি কি?
উঃ রূপক দশ প্রকার। যথা-১) নাটক ২) প্রকরণ ৩) ভাণ ৪) ব্যায়োগ ৫) সমবকার ৬) ডিম ৭) ইহামৃগ ৮) অংক ৯) বীথি ১০) প্রহসন

৩) প্রাচীন নাট্য শাস্ত্রের রচয়িতা কে?
উঃ প্রাচীন নাট্য শাস্ত্রের রচয়িতা হলেন ভরত মুনি।

৪) পতাকা স্থান কি?
উঃ কোন বিষয়ের উপস্থাপনায় সেইরকম অন্য বিষয় উদ্ভাসিত হলে, তাকে পতাকা স্থান বলে।

৫) পতাকা স্থানের সার্থক প্রয়োগ কর্তা কে?
উঃ মহাকবি ভাস

৬) স্বপ্নবাসবদত্তা নাটকের কয়েকটি পুরুষ চরিত্রের নাম লেখ।
উঃ সুত্রধার, উদয়ন, যৌগন্ধরায়ন, বসন্তক এবং ব্রহ্মচারী ছাত্র।

৭) স্বপ্নবাসবদত্তা নাটকের কয়েকটি নারী চরিত্রের নাম লেখ।
উঃ বাসক দত্তা, পদ্মাবতী, চেটি এবং মধুপরীকা ও পদ্মিনীকা

৮) রুমন্বান কে?
উঃ উদয়নের অমাত্য

৯) স্বপ্নবাসবদত্তা কথার অর্থ কি?
উঃ স্বপ্নে দেখা বাসবদত্তা

১০) উদয়নের জীবনে কি বিপর্যয় ঘটেছিল?
উঃ রাজা উদয়নের শত্রু আর উনি উদয়নের বৎস রাজ্য অধিকার করেছিলেন-উদয়নের জীবনে এই বিপর্যয় ঘটেছে ।

১১) মহাসেন আর অঙ্গারবতি কে ছিলেন?
উঃ মহাসেন ও অঙ্গারবতী হলেন বাসবদত্তা বাবা ও মা।

১২) রাজ্য হারিয়ে উদয়ন কোথায় বাস করেছিলেন?
উঃ মগধ সীমান্তের লাবানক গ্রামে

১৩) উদয়নের বীণার নাম কি?
উঃ ঘোষবতী

১৪) ঘোষবতীর বৈশিষ্ট্য কি?
উঃ ঝংকারে বুনো হাতি সহজে বস মানাত।


১৫) ব্রম্ভা রচিত দুটি নাটকের নাম কি কি?
উঃ অমৃতমন্থন ও ত্রিপুরদাহ

১৬) কালিদাস পূর্ব যুগের দুজন নাট্যকারের নাম লেখ।
উঃ ভাস, অশ্বঘোষ

১৭) নাটকের উৎপত্তি নিয়ে ভারতীয়রা কি বলেছেন?
উঃ নাট্য শাস্ত্র অনুসারে জানা যায় ব্রম্ভা ঋগ্বেদ থেকে বাণী, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস নিয়ে নাটক সৃষ্টি করেছেন।

১৮) নাটকের উৎপত্তি নিয়ে পাশ্চাত্য পণ্ডিতগণ কি বলেন?
উঃ নাটকের উৎপত্তি নিয়ে পাশ্চাত্য পণ্ডিতগণ বলেন-ঋকবেদের সংবাদ সূর্য, গ্রিক প্রভাব, পুতুল নাচ, শ্রাদ্ধ অনুষ্ঠান, কৃষ্ণ পূজা, ছায়া নৃত্য থেকে ভারতীয় নাটকের উৎপত্তি ‌ হয়েছে।

১৯) বিশাখদত্তের বাবার নাম কি?
উঃ ভাস্কর দত্ত
২০) বিশাখদত্ত অন্য কি নামে পরিচিত?
উঃ বিসাখ দেব


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)