School service commission 2020 সংস্কৃত বিষয়ে 40 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

                             দ্বিতীয় পর্ব
                             __________

১) স্বপ্নবাসবদত্তা কার রচনা?
উঃ ভাস

২) টি গণপতি শাস্ত্রী কতগুলি নাটক আবিষ্কার করেন?
উঃ 13 টি

৩) স্বপ্নবাসবদত্তা নাটকের শেষের উদয়ন এর সঙ্গে কার পুনর্মিলন হয়েছিল?
উঃ বাসবদত্তা

৪) সরস্বতীর বরপুত্র বলা হয় কাকে?
উঃ কালিদাস

৫) ভাষার লেখা রামায়ণের কাহিনী নিয়ে রচিত একটি নাটকের নাম লেখ।
উঃ প্রতিমা ও অভিষেক

৬) বাসক দত্তা নাটকে উদয়নের মন্ত্রীর নাম কি?
উঃ যৌগন্ধরায়ন

৭) মহাভারতের কাহিনী নিয়ে লেখা একটি নাটকের নাম লেখ।
উঃ কর্ণভার

৮) কালিদাস কোন দেবতার ভক্ত ছিলেন?
উঃ শিব

৯) অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষক এর নাম কি?
উঃ মাধব্য

১০) কালিদাসের নাটক গুলির নাম লেখ।
উঃ মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম, ও অভিজ্ঞান শকুন্তলম

১১) কালিদাসের শ্রেষ্ঠ নাটক কোনটি?
উঃ অভিজ্ঞান শকুন্তলম

১২) অভিজ্ঞানশকুন্তলম নাটকের কয়েকটি অংক?
উঃ সাতটি

১৩) শকুন্তলা' কে অভিশাপ দিয়েছিলো?
উঃ দুর্বাসা

১৪) শকুন্তলার দুই সখির নাম কি?
উঃ অনসূয়া ও প্রিয়ংবদা

১৫) শকুন্তলার পিতার নাম কি?
উঃ বিশ্বামিত্র

১৬) শকুন্তলার মাতার নাম কি?
উঃ মেনোকা

১৭) শকুন্তলার পালক পিতার নাম কি?
উঃ কন্বমুনি

১৮) শকুন্তলা শব্দের অর্থ কি?
উঃ পক্ষীর সৌন্দর্য

১৯) অনসূয়া শব্দের অর্থ কি?
উঃ যার মনে কোন হিংসা নেই

২০) প্রিয়ংবদা শব্দের অর্থ কি?
উঃ যে মিষ্টি কথা বলে

২১) অগ্নি প্রিয় নামে কে পরিচিত?
উঃ ভাস

২২) মৃচ্ছকটিক কি ধরনের রচনা?
উঃ প্রকরণ

২৩) মৃচ্ছকটিক শব্দের অর্থ কি?
উঃ মাটির তৈরি খেলনা গাড়ি

২৪) মৃচ্ছকটিক ক' অংকের প্রকরণ ?
উঃ 10

২৫) মুদ্রারাক্ষস কংকের নাটক?
উঃ 7

২৬) একটি রাজনৈতিক নাটকের নাম লেখ।
উঃ মুদ্রারাক্ষস

২৭) স্ত্রী চরিত্র বর্জিত একটি নাটকের নাম লেখ।
উঃ মুদ্রারাক্ষস

২৮) বিদূষক নেই এমন একটি নাটকের নাম লেখ।
উঃ মুদ্রারাক্ষস

২৯) মুদ্রারাক্ষস কার লেখা।
উঃ বিশাখদত্ত

৩০) একটি ঐতিহাসিক নাটকের নাম লেখ।
উঃ বিশাখ দত্ত রচিত মুদ্রারাক্ষস

৩১) দেবী চন্দ্রগুপ্ত নাটকটির রচয়িতা কে?
উঃ বিশাখদত্ত

৩২) মৃচ্ছকটিক নাটকের নায়ক কে?
উঃ চারু দত্ত

৩৩) চারুদত্তের প্রণয়িনী কে ছিলেন?
উঃ গনিকা বসন্তসেনা

৩৪) দুষ্মন্ত কোথাকার রাজা ছিলেন?
উঃ হস্তিনাপুর

৩৫) চার দত্তের বন্ধুর নাম কি ছিল?
উঃ আর্য্যক

৩৬) মুদ্রারাক্ষস নাটকের ঐতিহাসিক রাজা কে?
উঃ চন্দ্রগুপ্ত

৩৭) অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দী  শ্লোকটি কোন ছন্দে লেখা।
উঃ স্রগ্ধরা

৩৮) ক্রন্দনপরা শকুন্তলাকে কে নিয়ে গিয়েছিল?
উঃ মেনকা

৩৯) শূদ্রক কোথাকার অধিবাসী ছিলেন?
উঃ অস্মক দেশের

৪০) শূদ্রক বিক্রমাদিত্যের পুর্ববর্তী রাজা, কোন গ্রন্থে আছে?
উঃ রাজতরঙ্গিনী

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)