পঞ্চম শ্রেণীর পরিবেশ 2nd summative question answer
নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি) ১.১ কলকাতার ঢাল কোন্ দিকে? উঃ পূর্বদিকে ১২ ভারতীয় বাইসন কাকে বলে? উঃ গৌর ১.৩ প্রথম কোন্ পশু পোষ মেনেছিল? উঃ কুকুর ২ ।শূন্যস্থান পূরণ করো: ( যে-কোনো পাঁচটি) ২১ কোনো বন্যপশুই অকারণে __________করে না। উঃ ক্ষতি ২২ রুই-এর_________ টা পাখনা। উঃ ৭টি ২৩ বৃষ্টির সম্ভাবনার কথা __________- হয়তো বুঝতে পারে। উঃ পিঁপড়ে ১.৪ দুটো বন্যপশুর নাম লেখো। উঃ বাঘ, সিংহ ১.৫ জীববৈচিত্র্য কাকে বলে? উঃ কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব বসবাস করলে তাকে জীব-বৈচিত্র্য বলে। ১.৬ গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? উঃ গঙ্গা নদীর হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট এই নদীতে সারা বছর জল প্রবাহিত হয় তাই গঙ্গাকে নিত্যবহনদী বলে। ২.৪ রাঢ় অঞ্চলের সব জায়গায়____________ মাটি। উঃ লাল ২.৫ গঙ্গা___________ হিমবাহের গোমুখ থেকে শুরু। উঃ গঙ্গোত্রী ২.৬ গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন_________ উঃ সুন্দরবন সঠিক উত্তরটি বেছে লেখো: (যে-কোনো পাঁচটি) ৩.১ চিংড়ি একটি- (ক) মেরুদণ্ডী, (খ) অমেরুদন্ডী প্রাণী। উঃ অমেরুদন্ডী ৩২ টিকটিকির লেজ কেটে গেলে আবার- (ক) গজায়, (খ...