উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ গুলি লেখ।

             উত্তর আমেরিকা 

প্রশ্নঃ উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ গুলি লেখ। 

                    অথবা 

 হ্রদ অঞ্চল আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কেন ?

উঃ উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকে সুপিরিয়র, মিশিগান অন্টারিও ও হুরন এই পাঁচটি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলে শিল্প উন্নতির প্রধান কারণ গুলি হল -

খনিজ সম্পদঃ 

           হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির মূলে আছে খনিজ সম্পদের সহজলভ্যতা। শিল্পের জন্য প্রয়োজনীয় আকরিক লোহা সহজেই উত্তোলন করা হয়।মেসাবি, ভারমিলিয়ন, মিনোমিনি প্রভৃতি অঞ্চলে সহজেই আকরিক লোহা উত্তোলন করা হয়। 

কয়লা খনিঃ 

             হ্রদ অঞ্চল কয়লা সম্পদে সমৃদ্ধ এখানকার ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য থেকে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। বিখ্যাত উত্তর অ্যাপালেশিয়ান কয়লা খনি হ্রদ অঞ্চলের কাছেই অবস্থিত। 

মূলধনঃ 

       হ্রদ অঞ্চলের শিল্পের জন্য পর্যাপ্ত মূলধনের যোগান থাকায় ইহা আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চলে পরিণত হতে সহায়তা লাভ করেছে। 

জলের সুবিধাঃ 

          পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল এখানকার শিল্প উন্নতিতে সাহায্য করেছে। 

সুলভ শ্রমিকঃ 

            হ্রদ অঞ্চল জনঘনবসতি পূর্ণ অঞ্চল। এই অঞ্চলে শিল্পের উৎপন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের যেমন চাহিদা আছে ঠিক তেমনি শিল্পের জন্য সুলভ মূল্যে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। 

যোগাযোগ ব্যবস্থাঃ 

              পঞ্চহ্রদ এবং এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত সেন্ট লরেন্স নদীর জলপথ ,উন্নত মানের সড়ক পথ এই অঞ্চলে জলের মতো বিস্তৃত হওয়ায় ইহা শিল্প উন্নতিতে যথেষ্ট সহায়ক হয়ে উঠেছে। 

সুলভ ও জলবিদ্যুৎঃ 

                হ্রদ অঞ্চলের নদীগুলি খরস্রোতা হওয়ায় এবং এখানকার নায়াগ্রা জলপ্রপাত থেকে উৎপাদিত সুলভ জলবিদ্যুৎ এখানকার শিল্পের ব্যবহৃত হয়। 

             উপরের উক্ত কারণগুলির সহযোগিতায় হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। 

প্রশ্নঃ হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি লেখ। 

উঃ হ্রদ অঞ্চল কৃষিকার্যে বেশ উন্নত। এই অঞ্চলে যান্ত্রিক পদ্ধতিতে কৃষি কাজ করা হয়। এখানে কৃষি উন্নতির প্রধান কারণ গুলি হল - 

ভূমিরূপঃ 

         হ্রদ অঞ্চল বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি। এর ফলে এই সমতল ভূমিতে খুব সহজেই নানা ফসল উৎপাদন করা হয়ে থাকে। এখানকার উৎপন্ন ফসল গুলির মধ্যে ভুট্টা, গম, যব, বিট প্রভৃতি উল্লেখযোগ্য। 

জলবায়ুঃ 

        হ্রদ অঞ্চলে কৃষির উপযোগী জলবায়ু এখানকার কৃষি উন্নতিতে সাহায্য করেছে। এই অঞ্চলে নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করেছে। এর ফলে পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা থাকার জন্য এই অঞ্চল কৃষি উন্নতিতে সহায়ক হয়ে উঠেছে। 

মৃত্তিকাঃ 

       এই অঞ্চলে উর্বর চার্নজেম মৃত্তিকা থাকায় কৃষিকাজের ক্ষেত্রে বিশেষ ভাবে উপযোগী। 

চাহিদাঃ 

         হ্রদ অঞ্চল ঘন জনবসতিপূর্ণ। এই অঞ্চল সমতল হওয়ার কারণে এখানে যেমন প্রচুর সংখ্যক লোক বসবাস করে তেমনি এই অঞ্চলে উৎপাদিত ফসলের চাহিদাও খুব বেশি। 

জলসেচঃ 

          সুপিরিয়র, মিশিগান, হুরন ও অন্টারিও এই পাঁচটি হ্রদের জল, এছাড়া এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত সেন্ট লরেন্স, মিসিসিপি মিসৌরি প্রভৃতি নদীগুলি থেকে কৃষির উপযোগী জলসেচ করা হয়। 

শস্যাবর্তনঃ 

          এই অঞ্চলে একই জমিতে বার বার একই ফসলের চাষ না করে শস্য আবর্তন পদ্ধতিতে চাষ পাস করা হয়।

প্রশ্নঃ হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন ? 

উঃ উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব অংশে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও এই বৃহৎ পাঁচটি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। হ্রদ অঞ্চল কৃষি কাজে বেশ উন্নত। এর পাশাপাশি পশুপালনেও এই অঞ্চল উন্নত হওয়ার কারণ গুলি হল -

পশু খাদ্যঃ 

        হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত হওয়ার প্রধান কারণ হলো পশু খাদ্যের সহজলভ্যতা। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদিত হয়। তাছাড়া এখানে হে,  ক্লোভার জাতীয় ঘাস  জন্মায় যা পশু খাদ্যের পর্যাপ্ত যোগান দেয়।

পর্যাপ্ত জলঃ 

        হ্রদ অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটাতে সাহায্য করে। 

পশুচারণ ক্ষেত্রঃ 

             এই অঞ্চলের সমতল ভূমিতে যেমন প্রচুর পরিমাণে ঘাস জন্মায় ঠিক তেমনি সমতল ভূমিতে পশুদের অবাধ বিচরণের সুবিধা থাকার জন্য এই অঞ্চলে পশুপালন গড়ে উঠতে সাহায্য করেছে। 

পশুজাত দ্রব্যের সংরক্ষণঃ 

                 এই অঞ্চলে শীতল জলবায়ু পরিলক্ষিত হয়। ফলে এখানে দুধ ও দুগ্ধ জাতীয় দ্রব্য এবং মাংস প্রভৃতি পচনশীল উপাদান গুলিকে সহজেই সংরক্ষণ করার সুবিধা আছে। 

             এইসব কারণেই হ্রদ অঞ্চলে পশুপালন যথার্থভাবে উন্নতি লাভ করেছে। 

প্রশ্নঃ শিকাগোকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয় ? 

উঃ শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। এই অঞ্চলে বিভিন্ন গবাদি পশু এবং জার্সি গরু, মেষ, হাঁস-মুরগি প্রভৃতি এখানকার প্রেইরী অঞ্চল ও ভুট্টা ক্ষেতে চড়ে বেড়ায়। তারপর এই গবাদি পশুগুলি বড় ও হৃষ্টপুষ্ট হলে সেগুলিকে শিকাগোর কসাইখানা গুলিতে নিয়ে যাওয়া হয়। শিকাগোর কসাইখানা গুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করে মাংস সংরক্ষণ ও কৌটোজাতকরণ করা হয়। এই মাংস দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। প্রতিদিন এত বেশি সংখ্যায় পশু হত্যা পৃথিবীর আর অন্য কোথাও না হওয়ায় শিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হয়।  




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)