মাকু সপ্তম শ্রেণী, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর বাংলা সহায়ক গল্প হিসাবে লীলা মজুমদারের "মাকু" গল্পটি অংশগ্রহণ করা হয়েছে। সেই মাকু গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
মাকু(Maku )উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়(লীলা মজুমদার)বাংলা গল্প (Bengali golpo ), সপ্তম শ্রেণী শ্রেণী (Class -7) , মাকু,maku Class -7,Bengali suggestion class seven, লীলা মজুমদার (Lila Majumdar) সপ্তম শ্রেণী, মাকু গল্প,Bengali maku class-7, সপ্তম শ্রেণী লীলা মজুমদার মাকু গল্প প্রশ্ন ও উত্তর,maku story question answer class-7, Bengali maku question answer for class seven,maku উপন্যাসের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(Third unit test class-7 Bengali suggestion,maku golpo)অষ্টম শ্রেণী(class-7) প্রশ্ন উত্তর মাকু উপন্যাসের প্রশ্ন ও উত্তর maku golpo class-7, Bengali suggestion maku, সপ্তম শ্রেণী maku golper question answer, Maku (মাকু), সপ্তম শ্রেণী (class-7)প্রশ্ন ও উত্তর(question answer) মাকু গল্প সপ্তম শ্রেণী প্রশ্ন ও উত্তর বাংলা গল্প(Bengali golpo question answer class-7, সপ্তম শ্রেণী প্রশ্ন উত্তর বাংলা গল্প মাকু লীলা মজুমদার , Question and answer maku golpo third unit test class -7, সপ্তম শ্রেণী মাকু(Maku )উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়(লীলা মজুমদার)বাংলা গল্প (Bengali golpo ), সপ্তম শ্রেণী শ্রেণী (Class -7) , মাকু,maku Class -7,Bengali suggestion class seven, লীলা মজুমদার (Lila Majumdar) সপ্তম শ্রেণী, মাকু গল্প,Bengali maku class-7, সপ্তম শ্রেণী লীলা মজুমদার মাকু গল্প প্রশ্ন ও উত্তর,maku story question answer class-7, Bengali maku question answer for class seven,maku উপন্যাসের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(Third unit test class-7 Bengali suggestion,maku golpo)অষ্টম শ্রেণী(class-7) প্রশ্ন উত্তর মাকু উপন্যাসের প্রশ্ন ও উত্তর maku golpo class-7, Bengali suggestion maku, সপ্তম শ্রেণী maku golper question answer, Maku (মাকু), সপ্তম শ্রেণী (class-7)প্রশ্ন ও উত্তর(question answer) মাকু গল্প সপ্তম শ্রেণী প্রশ্ন ও উত্তর বাংলা গল্প(Bengali golpo question answer class-7, সপ্তম শ্রেণী প্রশ্ন উত্তর বাংলা গল্প মাকু লীলা মজুমদার , Question and answer maku golpo third unit test class -7, সপ্তম শ্রেণী
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মাকু গল্পের প্রশ্ন ও উত্তর সপ্তম শ্রেণীর মাকু গল্পের প্রশ্ন উত্তর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণী মাকু লীলা মজুমদার
মাকু - লীলা মজুমদার
১) মাকু গল্পের রচয়িতা কে ?
উঃ লীলা মজুমদার
২) ধ্যাৎ! বাপি বলেছে, ও আমবাত।"- বাপি আমবাত বলতে কী বোঝাতে চেয়েছেন ?
উঃ আইমার মামাতো পিসেমশাই কালিয়ার বনে গরু খুঁজতে গিয়ে গরু তো পেলই না বরং সারা গা দাগড়া দাগড়া চাকায় ভরে গিয়েছিল। একে এই বাপি আমবাত বলেছে।
৩)" সোনা টিয়া হাসতে লাগলো"- তাদের হাসির কারণ কি ?
উঃ সোনা টিয়া যখন কালিয়ার বনে যাচ্ছিল তখন আইমা তাদের নানা ভাবে ভয় দেখাতে লাগলো। কিন্তু তারা স্কুলে ভর্তি হওয়ায় ভয় না পেয়ে হাসছিল।
৪) টিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল "- কোন হ্যান্ডবিলের কথা বলা হয়েছে ?
উঃ এখানে ঘড়িওয়ালার ঝোলায় থাকা হ্যান্ডবিলের কথা বলা হয়েছে ।
৫)" নিজের পিসির খোকা আসছে বলে হিংসে জ্বলে পুড়ে খাক হল"- কে কাদের সম্পর্কে এমন কথা বলেছেন ?
উঃ আইমা সোনার টিয়ার সম্পর্কে এমন কথা বলেছেন।
৬) সোনা টিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল ?
উঃ সোনা টিয়া মাকুকে প্রথম দেখেছিল যে তার সটান চেহারা, গায়ের মাংসগুলো আঁটোসাঁটো, লালচে চুল, ধূসর চোখ ও নাকের ডগায় মস্ত একটা তিল।
৭) পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে ?
উঃ ১৫ বছর আগে।
৮) ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কি ছিল ?
উঃ গোলাপি
৯) ঘড়িওয়ালার হ্যান্ড বিলে কি লেখা ছিল ?
উঃ। মাত্র ২৫ পয়সায় !
অদ্ভুত! অত্যাশ্চর্য !!
মাকুদ দি গ্রেট/ অভাবনীয় দৃশ্য দেখে যান।
১০) নদীতে জল খেতে আসা জানোয়ারদের বর্ণনা দাও।
উঃ জল খেতে আসা জানোয়ারদের প্রথমে ছিল দুটি ঘোড়া, তাদের তাড়িয়ে আনছিল টুপিপরা দুটি বাঁদর, তাদের পিছনে ছিল গলায় ঘন্টা বাঁধা একটি ছাগল, তার পিছনে পরপর দুটো মোটা মোটা ভাল্লুক, তার পিছনে গোটা ছয়েক কোঁকড়ানো লোম ওয়ালা কুকুর, এবং সবার শেষে ছিল একজন সং।
১১) সার্কাস দলের দলপতির নাম কি ?
উঃ নোটো অধিকারী
১২) সোনা টিয়া মাকুকে প্রথম কোথায় দেখেছিল ?
উঃ কালিয়ার জঙ্গলে একটি নদীর ধারে।
১৩) সোনা টিয়ার পুঁটলিতে কি ছিল ?
উঃ মুড়ি, লজেন্স, বিস্কুট, জ্যামের খালি টিন, পাউডার বোতলের ফোঁদল, রবারের নল, পান ও একটা পয়সা।
১৪) সং কেন বনে বনে ঘুরছিল ?
উঃ সং ও তার দল ছিল সার্কাস পার্টির আধখানা। অধিকারী মশাই মাঠের ভাড়া, গ্যাসবাতি ও তাঁবুর ভাড়া না দিয়ে পালিয়ে গেছে। তাই তাকে খুঁজতে সং বনে বনে ঘুরছিল।
১৫) মাকু ঘড়িওয়ালাকে কেন খুঁজছিল ?
উঃ মাকু চেয়েছিল যে পরীদের রানীকে সে বিয়ে করবে। কিন্তু সে কলের মানুষ, দুঃখ হলে কাঁদে না, কাতুকুতু দিলে হাসে না। সে নাকি পরীদের রানীকে বিয়ে করবে। সেই জন্যই সার্কাসের যাদুকর তাকে তাড়িয়ে দিয়েছিল। তাই মাকু হাসার ও কাঁদার কল পাওয়ার জন্য ঘড়িওয়ালাকে খুঁজছিল।
১৬) সং এর পোশাক কেমন ছিল ?
উঃ অর্ধেক নীল ও অর্ধেক লাল।
১৭) পানুয়া কে ?
উঃ তোতাদের আয়ার ছোট ভাই।
১৮) মাকু কি পারেনা ?
উঃ হাসতে ও কাঁদতে পারে না।
১৯) মাকু কি জাতীয় রচনা?
উঃ কল্পকাহিনী জাতীয়
মাকু(Maku )উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়(লীলা মজুমদার)বাংলা গল্প (Bengali golpo ), সপ্তম শ্রেণী শ্রেণী (Class -7) , মাকু,maku Class -7,Bengali suggestion class seven, লীলা মজুমদার (Lila Majumdar) সপ্তম শ্রেণী, মাকু গল্প,Bengali maku class-7, সপ্তম শ্রেণী লীলা মজুমদার মাকু গল্প প্রশ্ন ও উত্তর,maku story question answer class-7, Bengali maku question answer for class seven,maku উপন্যাসের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(Third unit test class-7 Bengali suggestion,maku golpo)অষ্টম শ্রেণী(class-7) প্রশ্ন উত্তর মাকু উপন্যাসের প্রশ্ন ও উত্তর maku golpo class-7, Bengali suggestion maku, সপ্তম শ্রেণী maku golper question answer, Maku (মাকু), সপ্তম শ্রেণী (class-7)প্রশ্ন ও উত্তর(question answer) মাকু গল্প সপ্তম শ্রেণী প্রশ্ন ও উত্তর বাংলা গল্প(Bengali golpo question answer class-7, সপ্তম শ্রেণী প্রশ্ন উত্তর বাংলা গল্প মাকু লীলা মজুমদার , Question and answer maku golpo third unit test class -7, সপ্তম শ্রেণী মাকু(Maku )উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়(লীলা মজুমদার)বাংলা গল্প (Bengali golpo ), সপ্তম শ্রেণী শ্রেণী (Class -7) , মাকু,maku Class -7,Bengali suggestion class seven, লীলা মজুমদার (Lila Majumdar) সপ্তম শ্রেণী, মাকু গল্প,Bengali maku class-7, সপ্তম শ্রেণী লীলা মজুমদার মাকু গল্প প্রশ্ন ও উত্তর,maku story question answer class-7, Bengali maku question answer for class seven,maku উপন্যাসের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(Third unit test class-7 Bengali suggestion,maku golpo)অষ্টম শ্রেণী(class-7) প্রশ্ন উত্তর মাকু উপন্যাসের প্রশ্ন ও উত্তর maku golpo class-7, Bengali suggestion maku, সপ্তম শ্রেণী maku golper question answer, Maku (মাকু), সপ্তম শ্রেণী (class-7)প্রশ্ন ও উত্তর(question answer) মাকু গল্প সপ্তম শ্রেণী প্রশ্ন ও উত্তর বাংলা গল্প(Bengali golpo question answer class-7, সপ্তম শ্রেণী প্রশ্ন উত্তর বাংলা গল্প মাকু লীলা মজুমদার , Question and answer maku golpo third unit test class -7, সপ্তম শ্রেণী
Comments
Post a Comment
Haven't doubt please let me know.