Class 7 Sanskrit question answer

    সপ্তম শ্রেণীর প্রশ্ন ও উত্তর 

             সংস্কৃত 

১) চাণক্য কবে জন্মগ্রহণ করেছিলেন ?

উঃ খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দ, তক্ষশিলায়। 

২) চাণক্যের মৃত্যু হয় কোথায় ?

উঃ পাটলিপুত্র 

৩) চাণক্য কে ছিলেন ?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ।

৪) চাণক্য অপর কি নামে পরিচিত ?

উঃ কৌটিল্য, বিষ্ণুগুপ্ত 

৫) অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা ?

উঃ কৌটিল্য 

৬) কার্যসমূহ কখন সফল হয় ? 

উঃ উদ্যমের দ্বারা কাজ করলে সকল কার্যসমূহ সফল হয়। 

৭) সকল প্রাণীর সন্তুষ্ট হয় কখন ?

উঃ প্রিয় বাক্য বা মধুর কথা বললে সকল প্রাণী সন্তুষ্ট হয় ।

৮) কোন মানুষ সকল মানুষের মধ্যে জীবিত থাকেন ?

উঃ এই চলাচল পৃথিবীতে যার কীর্তি আছে, তিনিই সকল মানুষের মধ্যে জীবিত থাকেন। 

৯) ফলাফল কোথায় থাকে ?

উঃ হৃদয়ে 

১০) দুর্জন ব্যক্তির কথা বিশ্বাস করা উচিত নয় কেন ?

উঃ দুর্জন ব্যক্তিরা মিষ্টি মধুর কথা বললেও তাদের কথা বিশ্বাস করা উচিত নয়। কারণ তাদের জিহ্বাগ্রে মধু থাকে কিন্তু মনে বিষ থাকে। 

১১) ফলাফল শব্দের অর্থ কি ?

উঃ বিষ 

১২) কার সমান সুখ নাই ?

উঃ ত্যাগ 

১৩) কার মতো তীর্থ নাই ?

উঃ গঙ্গা 

১৪) কার মতো গুরু নাই ?

উঃ মাতার মতো 

১৫) "চাণক্যশ্লোকাঃ " কবিতার যেকোনো একটি শ্লোক মুখস্ত করে নিজের ভাষায় লেখ।

উঃ 


                         বানর- মকর -কথা 

১) সংস্কৃত সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন গল্প গ্রন্থের নাম কি ?

উঃ পঞ্চতন্ত্র 

২) পঞ্চতন্ত্র গল্পের লেখক কে ?

উঃ বিষ্ণুশর্মা 

৩) পঞ্চতন্ত্র গ্রন্থটি কয়টি খন্ডে বিভক্ত ?

উঃ ৫টি- মিত্রভেদ, মিত্রলাভ, কাকোলূকীয়, লব্ধপ্রণাশ ও অপরিক্ষিতকারক  

৪) বানর -মকর -কথা গল্পে বানরের নাম কি ?

উঃ রক্তমুখ 

৫) মকরের নাম কি ছিল ?

উঃ করালমুখো 

৬) বানর মকর কথা গল্পের উৎস লেখ। 

উঃ বিষ্ণুশর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প।

৭) 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)