Class 7 Sanskrit question answer
সপ্তম শ্রেণীর প্রশ্ন ও উত্তর
সংস্কৃত
১) চাণক্য কবে জন্মগ্রহণ করেছিলেন ?
উঃ খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দ, তক্ষশিলায়।
২) চাণক্যের মৃত্যু হয় কোথায় ?
উঃ পাটলিপুত্র
৩) চাণক্য কে ছিলেন ?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ।
৪) চাণক্য অপর কি নামে পরিচিত ?
উঃ কৌটিল্য, বিষ্ণুগুপ্ত
৫) অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা ?
উঃ কৌটিল্য
৬) কার্যসমূহ কখন সফল হয় ?
উঃ উদ্যমের দ্বারা কাজ করলে সকল কার্যসমূহ সফল হয়।
৭) সকল প্রাণীর সন্তুষ্ট হয় কখন ?
উঃ প্রিয় বাক্য বা মধুর কথা বললে সকল প্রাণী সন্তুষ্ট হয় ।
৮) কোন মানুষ সকল মানুষের মধ্যে জীবিত থাকেন ?
উঃ এই চলাচল পৃথিবীতে যার কীর্তি আছে, তিনিই সকল মানুষের মধ্যে জীবিত থাকেন।
৯) ফলাফল কোথায় থাকে ?
উঃ হৃদয়ে
১০) দুর্জন ব্যক্তির কথা বিশ্বাস করা উচিত নয় কেন ?
উঃ দুর্জন ব্যক্তিরা মিষ্টি মধুর কথা বললেও তাদের কথা বিশ্বাস করা উচিত নয়। কারণ তাদের জিহ্বাগ্রে মধু থাকে কিন্তু মনে বিষ থাকে।
১১) ফলাফল শব্দের অর্থ কি ?
উঃ বিষ
১২) কার সমান সুখ নাই ?
উঃ ত্যাগ
১৩) কার মতো তীর্থ নাই ?
উঃ গঙ্গা
১৪) কার মতো গুরু নাই ?
উঃ মাতার মতো
১৫) "চাণক্যশ্লোকাঃ " কবিতার যেকোনো একটি শ্লোক মুখস্ত করে নিজের ভাষায় লেখ।
উঃ
বানর- মকর -কথা
১) সংস্কৃত সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন গল্প গ্রন্থের নাম কি ?
উঃ পঞ্চতন্ত্র
২) পঞ্চতন্ত্র গল্পের লেখক কে ?
উঃ বিষ্ণুশর্মা
৩) পঞ্চতন্ত্র গ্রন্থটি কয়টি খন্ডে বিভক্ত ?
উঃ ৫টি- মিত্রভেদ, মিত্রলাভ, কাকোলূকীয়, লব্ধপ্রণাশ ও অপরিক্ষিতকারক
৪) বানর -মকর -কথা গল্পে বানরের নাম কি ?
উঃ রক্তমুখ
৫) মকরের নাম কি ছিল ?
উঃ করালমুখো
৬) বানর মকর কথা গল্পের উৎস লেখ।
উঃ বিষ্ণুশর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প।
৭)
Comments
Post a Comment
Haven't doubt please let me know.