আমাদের দেশ ভারত

         আমাদের দেশ ভারত 

          ষষ্ঠ শ্রেণী, ভূগোল 

   প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

            আমাদের দেশ ভারত  

ষষ্ঠ শ্রেণির ভূগোল, আমাদের দেশ ভারত, আঞ্চলিক বিভাগের প্রথম অধ্যায়, ষষ্ঠ শ্রেণি ,ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ভূগোল প্রশ্ন উত্তর, ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর 



১) পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি ? 

উঃ ভারত 

২) এশিয়া মহাদেশের কোন দিকে ভারতবর্ষ অবস্থান করেছে ?

উঃ দক্ষিণ দিকে 

৩) মূল মধ্যরেখার কোন দিকে ভারতবর্ষ অবস্থিত ?

উঃ পূর্ব দিকে 

৪) কোন অক্ষরেখা ভারতবর্ষকে উত্তর দক্ষিনে প্রায় মাঝখান দিয়ে ভাগ করেছে ?

উঃ কর্কটক্রান্তি রেখা 

৫) উপদ্দীপ কাকে বলে? 

উঃ তিনদিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে।

৬) উপসাগর বলতে কী বোঝো? 

উঃ তিনদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে  

৭) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ?

উঃ কন্যাকুমারিকা, 

৮) ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? 

উঃ ইন্দিরা পয়েন্ট 

৯) কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ?

উঃ গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি।

১০) বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি? 

উঃ ২৯ টি 

১১) ভারতবর্ষের জাতীয় রাজধানীর নাম কি? 

উঃ নিউ দিল্লি 

১২) 1956 সালের ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কি ছিল ?

উঃ ভাষা, 

১৩) ভারতে সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? 

উঃ ২২ টি 

১৪) সংযোগকারী ভাষা কোনটি? 

উঃ ইংরেজি 

১৫) ভারতবর্ষের আয়তন কত ? 

উঃ ৩২ লক্ষ্য ৮৭ হাজার ৭৮২ বর্গ কিমি।

১৬) আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উঃ সপ্তম 

১৭) ভারতবর্ষের বৃহত্তম রাজ্যের নাম কি ?

উঃ রাজস্থান 

১৮) ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? 

উঃ গোয়া 

১৯) ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি ?

উঃ সিকিম 

২০) সবথেকে জনবহুল রাজ্য কোনটি ? 

উঃ উত্তর প্রদেশ। 

২১) ভূ প্রকৃতির বৈচিত্র অনুসারে ভারতকে সাধারণত কয়টি ভূ প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয় ও কি কি ?

উঃ ভূ প্রাকৃতিক বৈচিত্র অনুসারে ভারতকে স্বাধীনতা পাঁচটি ভূ প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। সেগুলি হল- ক) উত্তরের পার্বত্য অঞ্চল 

খ) উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল 

গ) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল 

ঘ) পশ্চিমের মরু অঞ্চল 

ঙ) উপকূলের সমভূমি অঞ্চল।

২২) ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো।

উঃ ভারতের একেবারে উত্তরে অবস্থান করেছে উত্তরের পার্বত্য অঞ্চল। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বত শ্রেণী। কারাকরাম পর্বতের গডউইন অস্টিন (8,611m) ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। উত্তরে পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়। যেমন- সিয়াচেন (ভারতের দীর্ঘতম হিমবাহ)। এই হিমবাহগুলি থেকেই গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর সৃষ্টি হয়েছে ।

হিমালয়ঃ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হলো হিমালয়। হিমালয়ের উত্তর থেকে দক্ষিনে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল এবং একেবারে দক্ষিণে শিবালিক পর্বত অবস্থান করেছে। 

হিমাদ্রিঃ এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি।এই পর্বতশৃঙ্গ গুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ।

হিমাচলঃ হিমাদ্রি দক্ষিনে অবস্থিত। জম্মু-কাশ্মীর রাজ্যের পিরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধাওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। এই অংশের মধ্যেই আছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মানালি সিমলা প্রভৃতি এখানকার মনোরম স্থান।

শিবালিকঃ হিমাচলের দক্ষিণে এটি অবস্থিত। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন উপত্যকা বলে। এই অংশেই আছে মেঘালয় রাজ্যের গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়।

২৩) পার্বত্য অঞ্চলে কম মানুষ বসবাস করে কেন ?

উঃ হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল প্রকৃতির। ফলে যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচন্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। আবার পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না। তাই এখানে অপেক্ষাকৃত কম মানুষ বসবাস করে।

২৪) গঙ্গা নদীর গতিপথ আলোচনা কর।

উঃ ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা। এর দৈর্ঘ্য ২৫২৫ কিমি।ইহা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। প্রথম অবস্থায় এর নাম ছিল ভাগীরথী। এরপর উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে ।মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী- হুগলি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। তারপর প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী- হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এর প্রধান উপনদীগুলি হল যমুনা, শোন, গোমতী, গণ্ডক কোশী প্রভৃতি। 

২৫) সিন্ধু নদের গতিপথ আলোচনা কর।

উঃ সিন্ধু নদীর দৈর্ঘ্য ২৯০০ কিমি। ইহা তিব্বতের মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপত্তিলাভ করেছে। তারপর ভারতে প্রবেশ করে জন্ম ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানের এই নদী প্রধান উপনদী গুলির সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে। 

              এর প্রধান উপনদী গুলি হল শতদ্রু, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী ও বিপাশা। এই নদীর তীরে গড়ে ওঠা প্রধান প্রধান শহর গুলি হল লে, শ্রীনগর। 

২৬) ভারতকে নদীমাতৃক দেশ বলার কারণ কি? 

উঃ

২৭) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চলের নাম কি ? 

উঃ

২৮) গঙ্গার তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য তীর্থস্থান দুটির নাম লেখ। 

উঃ হরিদ্বার, বারানসি 

২৯) পঞ্চ হ্রদের দেশ বলা হয় কাকে ? 

উঃ পাঞ্জাব 

৩০) পাঞ্জাব শব্দের উৎপত্তি কোথা থেকে ? 

উঃ

৩১) সিন্ধুর পাঁচটি উপনদীর নাম লেখ। 

উঃ 

৩২) ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?

উঃ সাংপো 

৩৩) মাজুলী দ্বীপ কোন নদের মধ্যবর্তী দ্বীপ ?

উঃ 

৩৪) পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? 

উঃ মাউন্ট এভারেস্ট 

৩৫) ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ? 

উঃ কাঞ্চনজঙ্ঘা বা k2 

৩৬) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?

উঃ কে টু 

৩৭) টীকা লেখ- পর্বত গ্রন্থি 

উঃ যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বত গ্রন্থি বলে । যেমন - পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মত কয়েকটি পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। 

৩৮) ব্রহ্মপুত্র নদের গতিপথ আলোচনা কর।

উঃ

৩৯) কয়াল কী ?

উঃ

৪০) পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি ?

উঃ সহ্যাদ্রি পর্বত।

       








Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)