Bengali suggestion for class ten first summative evaluation
First summative Evaluation 2025
Bengali
Class -10 F.M-40
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: 1×7 =7
১.১ 'তপন তার গল্পটা লিখেছিল-
(ক) দুপুরবেলা
(খ) সকালবেলা
(গ) বিকেলবেলা
(ঘ) রাত্রিবেলা
১.২ 'প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস'- প্রদোষ শব্দের অর্থ কি ?
(ক) সন্ধ্যা
(খ) ভোর
(গ) রাত্রি
(ঘ) দুপুর
১.৩ আমাদের চারপাশে ছড়ানো রয়েছে -
(ক) মানুষের অস্ত্র
(খ) ইতিহাস
(গ) শিশুদের শব
(ঘ) পৃথিবীর মানুষ
১.৪ 'বৃষ্টিতে ধুয়েছিল'-বৃষ্টিতে কী ধুয়েছিল?
(ক) কবির স্বপ্ন
(খ) কবির পায়ের দাগ
(গ) কবির আশা
(ঘ) কবির জীবনছন্দ
১.৫ চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন ?
(ক) সাত টাকা
(খ) আট টাকা
(গ) ন-টাকা
(ঘ) দশ টাকা
১.৬ 'মন্দিরে বাজ ছিল পূজার ঘণ্টা'-নিম্নরেখ পদটি-
(ক) কর্তৃকারক
(খ) করণকারক
(গ) অধিকরণ কারক
(ঘ) অপাদান কারক
১.৭ 'র' বা 'এর' বিভক্তি ব্যবহৃত হয় সাধারণত-
(ক) অধিকরণ কারকে
(খ) সম্বন্ধ পদে
(গ) কর্তৃকারকে
(ঘ) সম্বোধন পদে
২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: 1×11=11
২.১ 'ছিনিয়ে নিয়ে গেল তোমাকে'- কে, কাকে ছিনিয়ে নিয়ে গেল ?
২.২ 'তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল'-বক্তার একথা বলার কারণ কী
২.৩ 'কৃপণ আলোর অন্তঃপুরে'-এখানে আলো কৃপণ কেন?
২.৪ 'সেই তিনি নাকি বই লেখেন'-কার কথা বলা হয়েছে?
২.৫ 'শিশু আর বাড়িরা খুন হল'- শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন?
২.৬ হারিয়ে যাওয়া কালি কলম- এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ?
২.৭ 'সোনার দোয়াত কলম যে সত্যিই হতো' তা লেখক কিভাবে জেনেছিলেন ?
২.৮ নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও।
২.৯ করণের বীপ্সার একটি উদাহরণ দাও।
২.১০ নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
২.১১ লোকটি কুঠার দিয়ে গাছ কাটছে নিম্নরেখ পদটি কী জাতীয় করণ?
৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3×1=3
৩.১ "তপন আর পড়তে পারে না বোবার মত বসে থাকে'- তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা কর ?
৩.২ "পৃথিবী হয়তো বেঁচে আছে'-কে এবং কেন এরূপ সংশয় প্রকাশ করেছেন?
৪। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3×1=3
৪.১. "আয় আরো বেঁধে বেঁধে থাকি" কবিতায় কবি আমাদের কেমন জায়গায় অবস্থানের কথা বলেছেন?
৪.২ "তপন যেন হারিয়ে যায় এইসব কথার মধ্যে"'এইসব কথা' বলতে কোন সব কথার কথা বলা হয়েছে? তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কী?
৫। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও ৫×১=৫
৫.১ "হারিয়ে যাওয়া কালি কলম" প্রবন্ধে যে বিভিন্ন ধরনের কলমের বর্ণনা আছে তা সংক্ষেপে লেখ।
৫.২ ভালো কালি তৈরীর ব্যবস্থাপত্রটি কি ছিল? কালি তৈরীর সহজ পাতিটি আলোচনা করো।
৬। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1=5
৬.১ "আমার বিরুদ্ধে আর কী অভিযোগ আছে"-কে, কাকে বলেছে? অভিযোগগুলি কী ছিল তা নিজের ভাষায় লেখো।
৬.২ মেসেজ হচ্ছে না সংগীত চর্চা'-কোনি গল্প অবলম্বনে মেসেজ ও সঙ্গীত চর্চার যে পরিচয় পাওয়া যায় তা লেখ।
৭। চলিত গদ্যে বাংলা অনুবাদ করো। 8
Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make a real friendship. Because to get love, you must give love in return.
Comments
Post a Comment
Haven't doubt please let me know.