সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
বাইরের চলাটা আসল নয়"--- প্রকৃত চলা কোনটি?
উঃ লেখক এর মতে, মানুষের মনভূমির মধ্যে চলাকেই প্রকৃত চলা বলে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই মনকে চালিত করেই মানুষ বিভিন্ন দিকে তার পদচারণা করেছে। অজানাকে জানতে পেরেছে।
১.২" জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে"--- কোন প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে ?
উঃ সুকুমার রায় রচিত "নোট বই" কবিতার কথক বলেছেন, ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকায়? এই প্রশ্নের উত্তরটি তিনি মেজদার কাছ থেকে জেনে নেবেন।
১.৩" আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন "---কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে ?
উঃ পুরন্দর বলেছেন, শ্রেভার লেকের জলকে মেঘের মাধ্যমে কারোপভের দেশে পাঠিয়ে দেবে। এত বড় হ্রদের জলে কিভাবে শুকানো যেতে পারে সেই প্রসঙ্গেই অসীমা আলোচ্য কথাটির অবতারণা করেছেন।
১.৪ জেমস এইচ কাজিনস কে ছিলেন ?
উঃ জেমস এইচ কাজিনস ছিলেন রবীন্দ্রনাথের দক্ষিণ ভারতে বসবাসকারী একজন বন্ধু। তার এবং থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের প্রচেষ্টায় সেখানে রবীন্দ্রনাথের এক সম্মান সভার আয়োজন করেছিলেন।
১.৫ "এ ছবি আমি পরেও দেখেছি"--- কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে এ কথাটি এসেছে ?
উঃ নেতাজির বক্তৃতা মঞ্চে কাজী নজরুলের গান হবেই। কাজী নজরুল ইসলাম মুখভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে গান করছেন। এই দৃশ্য বর্ণনা প্রসঙ্গে আলোচ্য কথাটি এসেছে।
১.৬" তাদের রাজত্বে হের অক্ষুন্ন"--- কাদের রাজত্ব কেন অক্ষুন্ন রয়েছে বলে কবি মনে করেন ?
উঃ মানুষকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়া মানুষের জন্য ভালো কিছু করে যাওয়ার মধ্যেই মানুষের নাম অমর হয়ে থাকে শাসকের ঐশ্বর্য এইসব মানুষের না থাকলেও সভ্যতা ও মানবতাকে এরাই সমৃদ্ধ করে মানুষের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণে এদের রাজত্ব চিরকালের জন্য অক্ষুন্ন থাকে বলেই মনে করেন।
১.৭ "নিরব এখানে অমর কিষান পাড়া"--- কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে কেন ?
উঃ কবিতায় যে গ্রামের কথা বলা হয়েছে সেখানে সময়ের কোনো তাড়া নেই। সেই গ্রাম নীরব।সেখানেও নানা পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে। সেই গ্রাম পচা জল আর মশায় অহংকারী। গ্রাম্য পরিবেশের পক্ষে যা মানানসই। তাই এখানকার কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে।
২ নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ।
২.১" জীবনের শাশ্বত মানুষ বিশ্ব কীর্তি স্থাপন করেছে"--- মানুষের সেই কীর্তির কথা "কার দৌড় কতদূর" রচনায় যেভাবে বর্ণিত হয়েছে তার লেখ।
উঃ বর্তমানে মানুষ শুধু নিজেই চলে চলেই ক্ষান্ত হয় না। সে অন্য সবকিছু কেউ চালাতে সমান উৎসুক। জাহাজ রেল প্লেন জেট প্রভৃতি। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে। স্বর্গ, মর্ত্য,পাতাল তোলপাড় করবে। এভাবেই জীবনের মানুষ স্থাপন করেছে।
২.২" তুমি একটা স্পাই"--- কোন পরিস্থিতিতে বক্তার একথা মনে হয়েছে ?
উঃ অসীমা পুরন্দর চৌধুরীকে ভাইঝি বলে পরিচয় দিয়েছিলেন। পুরন্দর আলাস্কার একটি লেট শুকিয়ে সাইবেরিয়ায় বৃষ্টিপাত ঘটাতে চেয়েছিলেন, যা প্রকৃতি ধ্বংসের মতো একটা অপরাধ। ঘটনাক্রমে অসীমা নিজেকে কারপভের মেয়ে হিসাবে পরিচয় দিতেই পুরন্দর আলোচ্য কথাটি বলেছিলেন।
২.৩ সরলা দেবী তাঁর জীবনের ঝরাপাতা গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন তথ্য পরিবেশন করেছেন ?
উঃ "আমার সোনার বাংলা" গানটির সুরের বিষয়ে সরলা দেবী তার জীবনের 'ঝরাপাতা' গ্রন্থে জানিয়েছেন, দাদা মশাইয়ের সঙ্গে চুঁচুড়ায় থাকার সময় তার বোটের মাঝি দের থেকে তিনি অনেক বাউল আঙ্গিকের গান সংগ্রহ করেছিলেন। সেই গানগুলি তিনি শোনাতেন তার রবি মামাকে কারণ তার মতে রবি মামার মত গানের সমঝোতার শ্রোতা আর কেউই সেই সময়ে ছিলেন না। ওই সময় সরলা দেবীর সংগ্রহ করা কোন একটি গানের সুর ভেঙে রবীন্দ্রনাথ তাঁর বিখ্যাত এই গানটি রচনা করেছিলেন।
২.৪" এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিংয়ের রীতি"-- রীতিটি কি ?
উঃ রামকুমার চট্টোপাধ্যায় "কাজী নজরুলের গান" নামক শীর্ষক গদ্যাংশে যে সময়ের কথা শুনিয়েছেন সেই সময়ে কোন স্বদেশি মিটিংয়ের রীতি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দেওয়ার আগে কাজী নজরুল ইসলামের গান পরিবেশিত হবে। তারপর সুভাষচন্দ্র বক্তৃতা দেবেন।
২.৫ "সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে।"--- উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো।
উঃ কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা "চিরদিনের" কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে।
যুগ শব্দের অর্থ হলো কাল বা সময়। আর সুবর্ণ শব্দের অর্থ হলো সোনা। সুতরাং সুবর্ণযুগ কথাটির অর্থ হলো সোনার যুগ বা সেরা সময়। দুর্ভিক্ষের কবলে পড়ে খাবারের খোঁজে অনেক মানুষ গ্রাম ছেড়ে চলে যায়। আবার অনেকে মারাও যায়। কিন্তু কষ্টের দিনগুলো অতিক্রম করে যেসব মানুষ আজও সেই গ্রামে বাস করছে, তাদের মধ্যে এক কৃষক বধু জল আনার পথে থমকে দাঁড়িয়ে ঘোমটা সরিয়ে কোনমতে দেখে নেয় যে খেতে সবুজ ফল ধরেছে। সবুজ ফসল ফলার অর্থই হলো দুর্ভিক্ষে অভিশাপ থেকে মুক্তি পাওয়া। তাই দুর্ভিক্ষকে আবার দূরে সরিয়ে দিয়ে সুস্থভাবে তারা বেঁচে থাকতে পারবে। তাই এই সময়কে সুবর্ণ যুগ বলেছেন।
৩. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
৩.১ ঋ,র,ষ এই তিন বর্ণের শব্দের মধ্যে ন > ণ হয়।-- প্রতিক্ষেত্রে একটি করে উদাহরণ দাও।
উঃ ঋণ , রণ , ষণ্ণবতী
৩.২ পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বসৃ শব্দের যোগ হলে স্বসৃ শব্দের প্রথম স হয় ষ ।--উদাহরন দাও।
উঃ পিতৃষ্বসা,মাতৃষ্বসা
৩.৩ ভাবপ্রকাশক ধন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো ।
উঃ কনকনে শীতের রাতে লেপের নিচে থাকতে ভালো লাগে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.