প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২৫

                           শিক্ষাঙ্গন

         প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ 

    সময়- ১ঘন্টা       বাংলা         পূর্ণমান-৩০


১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১×৮=৮

১.১ 'পাগলা গণেশ একটি- (ক) বিজ্ঞান, (খ) কল্প বিজ্ঞান (গ) রূপকথা বিষয়ক গল্প।

১.২. 'পোর্ট্রেট' শব্দটির অর্থ হল (ক) প্রকৃতির ছবি, (খ) প্রতিকৃতি, (গ) আত্মপ্রকৃতি

১.৩ রামকিঙ্করের প্রথম শিল্পের ইস্কুল বাড়ির পাশের (ক) কামারপাড়া, (খ) কুমোরপাড়া, (গ) পটিয়াপাড়া। 

১.৪ ছন্দে শুধু কান রাখো' কবিতার কবি হলেন- (ক) মধুসূদন দত্ত (খ) অজিত দত্ত (গ) রবীন্দ্রনাথ ঠাকুর।

১.৫ পাখি সব করে রব"পঙক্তিটি কার রচনা- (ক) কেদারনাথ সিং, (খ) আশরাফ সিদ্দিকী (গ) মদনমোহন তর্কালঙ্কার।

১.০ ইন্দিরার' শব্দের অর্থ হল (ক) লাল পদ্ম (খ) নীল পদ্ম, (গ) সাদা পদ্ম।

১.৭ 'হরতাল' শব্দটি কোন শ্রেণির। (ক) গুজরাটি, (খ) তামিল, (গ) ফরাসি।

১.৮ হাঁস-ফাঁস' শব্দটি হল- (ক) খাঁটি দেশি শব্দ, (খ) বিদেশি শব্দ, (গ) প্রাদেশিক শব্দ।


২। অতি সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১×৬=৬

২.১ অত বড়ো একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য।"- 'বড়ো শিল্পী' বলতে কাকে বোঝানো হয়েছে?

২.২ প্রজাপতিদের ইচ্ছে কী?

২.৩. 'দ্বন্দ্ব ভুলে মন না দিলে" দ্বন্দ্ব' শব্দটির অর্থ কি ?

২.৪ কী কী দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন?

২.৫ 'পাখি সব করে রব' কবিতার অংশ? উদ্ধৃতাংশটি কার লেখা,

২.৬ কুতুব মিনারের প্রথম তলাতে কী ছিল।

৩) নীচের প্রত্নগুলির উত্তর দাও: ২×৪=৮

৩.১ 'পাগলা গণেশ' গল্পে ৩৫৮৯ সালের মধ্যে পৃথিবীতে কোন কোন্ নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে?

৩.২ 'আত্মকথা' কার লেখা ? তিনি কী জন্য বিখ্যাত ?

৩.৩. 'মধুহীন কোরো না গো তব মনঃকোকনদে।" -কে, কার কাছে এই আকুতি করেছেন?

৩.৪ একুশে ফেব্রুয়ারি স্মরণীয় কেন?


৪) নীচের প্রশ্ন গুলির উত্তর দাও: ১×৪=৪

৪.১ 'মাকু' কী ধরনের রচনা?

৪.২ একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? 

৪.৩ সোনা টিয়ার বয়স কত ? 

৪.৪  ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কেমন ছিল ? 

৫) নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১×৪=৪

৫.১ 'সুনামি' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারে এসেছে?

৫.২ অর্ধ-তৎসম শব্দ কাকে বলে?

৫.৩ দেশি শব্দের দুটি উদাহরণ দাও।

৫.৬ ধ্বনি পরিবর্তন করো: মাছ।




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)