পঞ্চম শ্রেণীর পরিবেশ 2nd summative question answer

 নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি)


১.১ কলকাতার ঢাল কোন্ দিকে?

উঃ পূর্বদিকে 

১২ ভারতীয় বাইসন কাকে বলে?

উঃ গৌর

১.৩ প্রথম কোন্ পশু পোষ মেনেছিল?

উঃ কুকুর 

২ ।শূন্যস্থান পূরণ করো: ( যে-কোনো পাঁচটি)


২১ কোনো বন্যপশুই অকারণে __________করে না।

উঃ ক্ষতি


২২ রুই-এর_________ টা পাখনা।

উঃ ৭টি

২৩ বৃষ্টির সম্ভাবনার কথা __________- হয়তো বুঝতে পারে।

উঃ পিঁপড়ে 

১.৪ দুটো বন্যপশুর নাম লেখো।

উঃ বাঘ, সিংহ

১.৫ জীববৈচিত্র্য কাকে বলে?

উঃ কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব বসবাস করলে তাকে জীব-বৈচিত্র্য বলে।

১.৬ গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে?

উঃ গঙ্গা নদীর হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট এই নদীতে সারা বছর জল প্রবাহিত হয় তাই গঙ্গাকে নিত্যবহনদী বলে।

২.৪ রাঢ় অঞ্চলের সব জায়গায়____________ মাটি।

উঃ লাল

২.৫ গঙ্গা___________ হিমবাহের গোমুখ থেকে শুরু।

উঃ গঙ্গোত্রী

২.৬ গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন_________

উঃ সুন্দরবন


সঠিক উত্তরটি বেছে লেখো: (যে-কোনো পাঁচটি) 

৩.১ চিংড়ি একটি- (ক) মেরুদণ্ডী, (খ) অমেরুদন্ডী প্রাণী।

উঃ অমেরুদন্ডী

৩২ টিকটিকির লেজ কেটে গেলে আবার- (ক) গজায়, (খ) গজায় না। 

উঃ গজায়

৩৩ মালভূমি অঞ্চলের মাটি (ক) লালচে, (খ) কালচে

উঃ লালচে

৩৪ আমাদের দেশ স্বাধীন হয় (ক) ১৯৪৭ সালে, (খ) ১৯৪৮ সালে।

উঃ ১৯৪৭ সাল

৩.৫ মুরশিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে- (ক) উত্তরবঙ্গ, (খ) দক্ষিণবঙ্গ।

উঃ দক্ষিণবঙ্গ

৩৬ দার্জিলিং জেলার সদর শহর (ক) দার্জিলিং, (খ) কালিম্পং।

উঃ দার্জিলিং

এই জেলাগুলোর সদর শহর লেখো: (যে-কোনো পাঁচটি


37) ৫.১ কোচবিহার, ৫.২ মালদা, ৫.৩ পূর্ব বর্ধমান, ৫.৪ হাওড়া, ৫.৫ কলকাতা, ৫.৬ মুরশিদাবাদ।

উঃ কোচবিহার- কোচবিহার জেলা 

মালদা - ইংলিশ বাজার 

পূর্ব বর্ধমান - বর্ধমান 

হাওড়া - হাওড়া জেলা  

কলকাতা - কলকাতা জেলা। 

মুর্শিদাবাদ - বহরমপুর।

৬। নীচের শহরগুলি কোন্ জেলায় অবস্থিত: (যে-কোনো পাঁচটি)


৬.১ শিলিগুড়ি, ৬.২ বোলপুর, ৬.৩ কল্যাণী, ৬.৪ নবদ্বীপ, ৬.৫ বিষুপুর, ৬.৬ দিঘা।

উঃ শিলিগুড়ি - দার্জিলিং 

বোলপুর - শান্তিনিকেতন 

কল্যাণী - নদীয়া 

নবদ্বীপ - নদীয়া, 

বিষ্ণুপুর - বাঁকুড়া 

দীঘা - পূর্ব মেদিনীপুর।


                                 Set -2 


১.১ পরিবেশ দিবস পালন হয় (ক) ৫ জুন, (খ) ৫ জুলাই, (গ) ৫ সেপ্টেম্বর।

উঃ ৫ জুন 

১.২ বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হল (ক) মুম্বাই, (খ) সুরাট, (গ) দিঘা।

উঃ দীঘা

১.৩ বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে, তা হল (ক) ১৯৪৭, (খ) ১৯৫০, (গ) ১৯০৫।

উঃ ১৯০৫ সালে

১.৪ সুন্দরবনের একটি নদী হল (ক) তিস্তা, (খ) বিদ্যাধরী, (গ) দামোদর।

উঃ বিদ্যাধরী

১.৫ মুরশিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম (ক) হুগলি, (খ) পদ্মা, (গ) ভাগীরথী।

উঃ ভাগীরথী

১.৬ একটি প্রাকৃতিক কীটনাশক হল (ক) জবাপাতা, (খ) নিমপাতা, (গ) কুমড়োপাতা।

উঃ নিমপাতা

১.৭ 'বাঁশের কেল্লা' তৈরি করেছিলেন- (ক) বীরসা মুন্ডা, (খ) তিতুমির, (গ) সিধো-কানহু।

উঃ তিতুমীর

১.৮ সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হল (ক) ভারতীয় বাইসন, (খ) একশৃঙ্গ গন্ডার, (গ) রয়‍্যাল বেঙ্গল টাইগার।

উঃ রয়েল বেঙ্গল টাইগার

১.৯ 'বন্দেমাতরম্' গানটির রচয়িতা হলেন- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (গ) জীবনানন্দ দাশ।

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১.১০ একটি লুপ্তপ্রায় মাছ হল (ক) সরপুঁটি, (খ) ইলিশ, (গ) বাটা।

উঃ সরপুঁটি 

২। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:


২.১ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে কে ছিলেন?

উঃ প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ।

২.২ তরাই অঞ্চলের মাটি উর্বর কেন?


২.৩ নিত্যবহ নদীতে সারাবছর জল থাকে কেন?

উঃ নিত্যবহ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হওয়ার জন্য সারা বছর নদীতে জল থাকে।

২.৪ পশ্চিমবঙ্গের রাজধানী কোন্ শহর? পশ্চিমবঙ্গের কোন্ শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত?

উঃ পশ্চিমবঙ্গের রাজধানী শহর হল কলকাতা। 

পশ্চিমবঙ্গের তমলুক শহরটির প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত।

২.৫ কাজুবাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জেলা বিখ্যাত?

উঃ কাজুবাদাম বিখ্যাত দীঘা এবং আম চাষের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের মালদা জেলা।

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:


৩.১ ধাপ চাষ কী? বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো। ডিভিসি-এর পুরো নাম কী?

উঃ 

৩.২ প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো: দার্জিলিং, কালিম্পং, হাওড়া। কোন্ জেলার, কোন্ শহরে শান্তিনিকেত আশ্রম বিদ্যালয় আছে? 


                                     Set-3 

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দশটি)


১.১ রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো।

উঃ হুগলি, হাওড়া

১.২ নিত্যবহ নদী বলতে কী বোঝো?

উঃ 

১.৩ রেলইঞ্জিন তৈরির কারখানা আছে শহরে।

উঃ বর্ধমানের চিত্তরঞ্জন

১.৪ ছৌ-নাচ জেলায় বিখ্যাত।

উঃ পুরুলিয়া জেলা 

১.৫ একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়- (ক) জলদাপাড়ায়, (খ) গোরুমারায়, (গ) পুরুলিয়াতে।

উঃ জলদাপাড়া

১.৬ কুলিক পাখিরালয় অবস্থিত (ক) কুলিক, (খ) গঙ্গা, (গ) যমুনা নদীর তীরে।

উঃ কুলিক 

১.৭ কোন্ জেলার আম বিখ্যাত?

উঃ মালদা জেলা

১.৮ টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত জেলার নাম লেখ।

উঃ বাঁকুড়া

১.৯ কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো। 

উঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন।

৩.১ হারভেস্টার যন্ত্র দিয়ে কী করা হয়?

উঃ ধান কাটা ও ঝাড়ার যন্ত্র 

৩.২ চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কী ক্ষতি হয়?

উঃ মাটির অম্লত্বের পরিমাণ বেড়ে যায় এবং মাঠে কম উর্বর হয়।

৩.৩ ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো। সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম

উঃ 

৩.৪ কলকাতায় চারটি দর্শনীয় স্থানের নাম লেখো।

উঃ 

৩.৫ রবীন্দ্রনাথ সম্বন্ধে দু-তিন লাইন লেখো।

উঃ 

                                    Set-4


একটি জীবাশ্ম জ্বালানি হল (ক) কয়লা, (খ) লোহা, (গ) তামা, (ঘ) পারদ।


১.২ লেজের ওপর ভর দিয়ে লাফাতে পারে- (ক) রুই মাছ, (খ) কাতলা মাছ, (গ) চিতল মাছ, (ঘ) চ্যাং মাছ।


১.৩ পরিবেশবান্ধব যানবাহন নয় (ক) সাইকেল, (খ) নৌকা, (গ) গোরুর গাড়ি, (ঘ) বাস।


১.৪ একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময়?-


(ক) ৬ ঘণ্টা ১৩ মিনিট, (খ) ১২ ঘণ্টা ২৬ মিনিট, (গ) ১৮ ঘণ্টা ৩৯ মিনিট, (ঘ) ২৪ ঘণ্টা ৫২ মিনিট।


১.৫ সূর্যের কাছের নক্ষত্র হল (ক) প্রক্সিমা সেনটাউরি, (খ) হ্যাডলির অকট্যান্ড, (গ) ধ্রুবতারা, (ঘ) শুকতারা।


২। নীচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে 'সত্য' এবং ভুল হলে পাশে 'মিথ্যা' লেখো:


২.১ সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হল সূর্যালোক।


২.২ বাবুইপুরের পেয়ারা বিখ্যাত।


২.৩ কৃষিবান্ধব পতঙ্গ হল মৌমাছি।


২.৪ শাখাপ্রশাখাযুক্ত গাছ হল তালগাছ।


২.৫ ১৮৫৩ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়।


৩। নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষেপে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)


৩.১ সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি?


৩.২ পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ?


৩.৩ কোন্ শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়?


৩.৪ পথের পাঁচালি বইটি কার লেখা?


৩.৫ DVC-এর পুরো নাম কী?


৩.৬ তৃয়ার্ত ফসল কাকে বলে?


৩.৭ গম কোন্ ঋতুতে চাষ হয়?


৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:


৫.১ ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ লেখো।


৫.২ জলচক্র বলতে কী বোঝো?


৫.৪ উল্কাপাত ঘটে কেন?


৫.৫ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কীভাবে ঘটে?


৫.৩ অ্যাসিড বৃষ্টি হয় কেন?

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)