Posts

ভূমিরূপের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী

               ভূমিরূপ  সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের ভূমিরূপের অধ্যায়ের  ১) ভূমিরূপ কাকে বলে ? উঃ ভূপৃষ্ঠ সব জায়গায় সমান নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো আবার কোথাও বা নিচু সমতল। ভূপৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যকেই ভূমিরূপ বলা হয়। ২) ভূমিরূপ কয় প্রকার ও কি কি ? উঃ উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা যায়।যথা - ক) পর্বত খ) মালভূমি এবং গ) সমভূমি। ৩) ভূমিরূপ সৃষ্টি হয়েছে কয়টি প্রক্রিয়ায় ? উঃ দুটি প্রক্রিয়া- ক) অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং খ) বহির্জাত প্রক্রিয়া। ৪) পৃথিবীর কয় ধরনের পাত আছে ? উঃ দুই ধরনের- মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। ৫) পৃথিবীর পাতগুলি কোন স্তরের উপর ভাসছে? উঃ অ্যাস্থেনোস্ফিয়ার  ৬) একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উঃ হিমালয়  ৭) কয়েকটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও  উঃ এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি , দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। ৮) পর্বত কাকে বলে ? উঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটারেরও বেশি উচ্চতা বিশিষ্ট, অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা...

শব্দের উৎস নির্ণয় বাংলা ব্যাকরণ

 ১) নীচের কোনটি তদ্ভব শব্দ - ক) কানাই খ) কার্য গ) কেষ্ট ঘ) কৃষ্ণ উঃ কানাই ২) চা, চিনি, লিচু - শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে ? উঃ চিনা ৩) যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের কি বলে ? উঃ অর্ধতৎসম ৪) বোষ্টম কোন জাতীয় শব্দ ? উঃ ৫) বঙ্গদেশের বাইরের বিভিন্ন দেশীয় ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করা শব্দকে কি বলে ? উঃ বিদেশি শব্দ ৬) কোনটি তদ্ভব শব্দ - ক) কাজ খ) কৃষ্ণ গ) কেষ্ট ঘ) চা  উঃ কাজ  ৭) মৎস্য  >  __________  > মাছ। উঃ মচ্ছ ৮) ধামা, ঢোল - কি জাতীয় শব্দ ? উঃ দেশী ৯) একটি দেশি শব্দের উদাহরণ দাও। উঃ মুড়ি ১০) কোনটি খাঁটি দেশী শব্দ - ক) অস্ট্রিক খ) মারাঠি গ) শ্লাভিক ঘ) আরবি। উঃ ১১) চিংড়ি কী জাতীয় শব্দ? উঃ তদ্ভব  ১২) মিশ্রশব্দ হল - ক) ঢেঁকি খ) পাখনাওলা গ) ইমারত ঘ) যন্ত্র। উঃ পাখনাওলা ১৩) ইতর শব্দ কাকে বলে ? উঃ যে সকল শব্দ মার্জিত লোকের প্রত্যাশিত নয় , সেই সকল শব্দকে ইতর শব্দ বলে। ১৪) খন্ডিত শব্দ কাকে বলে ? উঃ কোন শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে যে শব্দাংশ উচ্চারণ করা হয়, তাদের খন্ডিত শব্দ বলে। উদাহরণ - টে...

বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর

১) বহুরূপী গল্পের লেখক কে ? উঃ সুবোধ ঘোষ  ২) আমরাই গল্প করে বললাম - কারা কি গল্প করেছিলেন ? উঃ আলোচ্য অংশে আমরা বলতে ভবতোষ অনাদি ও লেখক সুবোধ ঘোষের কথা বলা হয়েছে।          জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী গল্প তারা হরিদার কাছে করেছিলেন। ৩) জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী কতদিন ছিলেন ? উঃ সাত দিন  ৪) জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর সম্পর্কে কী জানা যায় ? উঃ জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী থাকেন পাহাড়ের গুহায়। তার বয়স হাজার বছরেরও বেশি। তিনি বছরে একটি হরিতকি ছাড়া আর কিছু খান না। ৫) আক্ষেপ করেন হরিদা - আক্ষেপ এর কারণ কি ? উঃ জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী থাকলে তিনি একবার গিয়ে পায়েল ধুলো নিতেন। কিন্তু তিনি চলে গেছেন বলেই হরিদা আক্ষেপ করেছেন।  ৬) "সে ভয়ানক দুর্লভ জিনিস"-দুর্লভ জিনিসটি কি ? উঃ সন্ন্যাসীর পায়ের ধুলো  ৭) জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন ?  উঃ জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিয়েছিলেন। আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ...

আমাদের পরিবেশ প

 আমাদের পরিবেশ (Amader poribesh) দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(2nd unit test for class- 5) পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর           আমাদের পরিবেশ   ১) রাজা রামমোহন রায় স্মরণীয় কেন ? উঃ রাজা রামমোহন রায় আমাদের সমাজে নানা উপকার করেছেন। তিনি সতীদাহ প্রথা রোধ করেছেন। তিনি শিক্ষা প্রসারের জন্য বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। তাই রাজা রামমোহন রায় স্মরণীয় হয়ে আছেন। ২) বেগম রোকেয়া স্মরণীয় কেন? উঃ ভারতবর্ষের নারী সমাজের উন্নতির জন্য বেগম রোকেয়া অবদান গুরুত্বপূর্ণ। তিনি মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। ৩) পারিবারিক সম্পদ বলতে কী বোঝো ? উঃ প্রকৃতি ও মানুষ মিলে যে সম্পদ তৈরি করে এবং যা দিয়ে পরিবারকে সুস্থ রাখে তাকে পারিবারিক সম্পদ বলে। ৪) লুপ্তপ্রায় মাছ কেন সংরক্ষণ করা দরকার ? উঃ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ না করলে একদিন পৃথিবী থেকে সেই মাছ লুপ্ত হয়ে যাবে। ফলে তার সাধ ও চেহারা দেখতে আমরা বঞ্চিত হব। তাই লুপ্তপ্রায় মাছকে সংরক্ষণ করা দরকার। ৫) মাছ ধরার পদ্ধতিগুলি কি কি ? উঃ জাল দিয়ে মাছ ধরা হয় এছাড়া বাঁশের শোলা বা ঘুনি, পো...

আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণী second unit test

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন/Amader poribesh/ class -5 /আমাদের পরিবেশ/পঞ্চম শ্রেণী/Second Unit Test           আমাদের পরিবেশ  ১) কোন কোন নদীর মিলিতার নাম রূপনারায়ণ ? উঃ দ্বারকেশ্বর ও শিলাবতী  ২) রূপনারায়ণ_________ মিশেছে হুগলি নদীতে। উঃ গেঁওখালিতে ৩) কোন কোন নদীর মিলিত নাম হলদি নদী ? উঃ কেলেঘাই ও কংসাবতী ৪) শান্তিনিকেতন কোথায় অবস্থিত ? উঃ বীরভূম জেলা ৫) নিত্যবহ নদী কাকে বলে ? উঃ যে নদীতে সারা বছর জল থাকে অর্থাৎ বয়ে চলে তাকে নিত্যবহ নদী বলে। যেমন - গঙ্গা। ৬) "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" গানটির রচয়িতা কে ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। ৭) বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি ? উঃ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটি 1905 সালে লেখা হয়েছিল। ৮) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় ? উঃ কলকাতার জোড়াসাঁকোয় ৯) গঙ্গা নদীর উৎস লেখ। উঃ উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। ১০) রাঢ় অঞ্চলের মাটি কেমন ? উঃ উর্বর মাটি ১১) রাঢ় অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায় ? উঃ সাল, সেগুন, মেহগিনি, কদম বাবলা ইত্যাদি। ১২) দামোদরের শাখা নদীর নাম কি ? উঃ মুণ্...

মাকু গল্পের প্রশ্ন উত্তর সপ্তম

   দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন                মাকু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাকু গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করা হয়েছে। ক) নীচের প্রশ্নগুলির উত্তর দাও। ১) হোটেল ওয়ালা দেখতে কেমন ছিল ? উঃ হোটেল ওয়ালার হাতে ছিল একটি হাতা। মুখে থুতনি ঢাকা ছাই রংয়ের দাড়ি ভর্তি ছিল। দেখে মনে হয় যেন সে ধোপার বাড়ি থেকে ফিরেছে।  ২) টিয়ার রুমালটি কেমন দেখতে ছিল ? উঃ গোলাপ ফুলের নকশা কাটা ৩) হোটেলওয়ালা কিসে করে জল এনেছিল ?  উঃ টিনের মগে ৪) হোটেলে রোজ রাত্রিতে কি পাওয়া যেত ? উঃ হাতরুটি ও স্বর্গের সুরুয়া ৫) টাকার যে আমার বড় দরকার - উক্তিটির বক্তা কে ? উঃ হোটেল ওয়ালা  ৬) মাকুর রাতে কিভাবে পালানো বন্ধ হয়েছিল ? উঃ সোনা পুতুলের মুখের বড় সেফটিপিন দিয়ে নিজের ফক এর সঙ্গে মাকুর জামার কোনটা এঁটে দিয়ে মাকু রাতে পালানো বন্ধ করেছিল।  ৭) সোনা মাকুর কি নাম দিয়েছিল ? উঃ বেহারি ৮) কোথায় খরগোশ ধরার ফাঁদ পাতা হয়েছিল ? উঃ বনের মধ্যে বাঁশতলায়  ৯) খরগোশ দিয়ে কি হবে ? উঃ কালিয়া  ১০) সাদা খরগোশ পেলে ক...

শ্রীকৃষ্ণকীর্তন, অনুবাদ সাহিত্য, মঙ্গলকাব্যের প্রশ্ন ও উত্তর,

        শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন ? উঃ শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে।  ২) বসন্তরঞ্জন রায়কে কি বলে সম্বোধন করা হয়েছে ? উঃ বিদ্বদ্বল্লভ  ৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কবে কোথা থেকে প্রকাশিত হয় ? উঃ ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে  ৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথির ভিতর যে চিরকুট ছিল তার নাম কি ? উঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ  ৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে ? উঃ বড়ু চণ্ডীদাস  ৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কটি খন্ডে বিভক্ত ? উঃ ১৩ টি ৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কি জাতীয় কাব্য ? উঃ রাধাকৃষ্ণ বিষয়ক উক্তি- প্রত্যুক্তিমূলক কাব্য  ৮) শ্রীকৃষ্ণকীর্তনের ভাগগুলি কি নামে পরিচিত ? উঃ খন্ড  ৯) কাব্যটিতে কোন কোন ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায় ? উঃ পয়ার ও ত্রিপদী  ১০) কাব্যটিতে কোন কোন অলংকারের দৃষ্টান্ত লক্ষ্য করা যায় ? উঃ উপমা, রূপক, উৎপ্রেক্ষা  ১১) শ্রীকৃষ্ণকীর্তনের প্র...

Class-7 আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর

 ১) কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ? উঃ সমতল দর্পণে নিয়মিত প্রতিফলনে ২) উপচ্ছায়া কাকে বলে ? উঃ প্রচ্ছাকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে। ৩) আপতিত রশ্মি প্রতিফলকের ওপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে ?  উঃ 60 ৪) চুম্বকের যেকোনো দুটি ধর্ম লেখ।  উঃ চুম্বকের দুটি ধর্ম হলো-  ক) দিক নির্দেশক ধর্ম। খ) আগে আবেশ গ) চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। ৫) একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি ?  উঃ বিদ্যুৎ শক্তি  ৬) রংধনু সৃষ্টির কারণ হলো আলোর _________। উঃ আলোর বিচ্ছুরণ ৭) যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হল _______। উঃ আয়না ৮) চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হল ________ । উঃ আবেশ ৯) একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উঃ কয়লা ১০) তড়িতের সুপরিবাহী পদার্থটি হল _________ ।  উঃ তামা ১১) সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয় ?  উঃ আলো সরলরেখায় চলাচল করে। ১২) সমতল দর্পণ থেকে কোন বস্তুর দূরত্ব ৫০ সেন্টিমিটার হলে বস্তু ও প্রতিব...

আশীর্বাদ

                আশীর্বাদ   ১) "ভাই অমন কথা বলোনা"- কথাটি কে কাকে বলেছিল ? উঃ "আশীর্বাদ" গল্পে ঘাসের পাতা পিঁপড়েকে একথা বলেছিল।  ২) "শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক"- পৃথিবীর সবারই হোক। উক্তিটি কার ? উঃ সূর্য  ৩) পাতাটা জলে এলিয়ে পড়ছিল কেন ? উঃ বৃষ্টির ফোটার আঘাতে ঘাসের পাতা টা জলে এলিয়ে পড়ছিল।  ৪) বৃষ্টি কোথা থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনছিল ? উঃ মেঘের আড়াল থেকে  ৫) কে চিরদিন সবুজ হয়ে ওঠে ? উঃ ঘাস পাতা  ৬) মেঘের ফাঁক দিয়ে কে হেসেছিল ? উঃ সূর্য  ৭) পিঁপড়ে কে কাজের লোক বলেছে কে ? উঃ ঘাস  ৮) পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল ? উঃ একটি ঘাস পাতার নিচে  ৯) বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন ? উঃ বৃষ্টির ফোটার আঘাতে  ১০) পিঁপড়ে কখন বাপ বাঁচলেন বলে উঠলো ? উঃ বৃষ্টি একটু থামতে পিঁপড়ে ঘাসের পাতাকে কামড় থেকে আলগা করে নিঃশ্বাস ছেড়ে একথা বলেছিল।  ১১) জল কেমন শব্দে হেসে উঠেছিল ? উঃ খল খল ১২) বুক ভেঙ্গে নিঃশ্বাস পরলো পিঁপড়ে, কেন এমন হলো ? উঃ বর্ষায় চারিদিকে থৈ থৈ জল দেখে পিঁপড়ে ভেবেছিল জল আর ...

বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণী নানা রকম শব্দ প্রশ্ন উত্তর

               বাংলা ব্যাকরণ                   সপ্তম শ্রেণী    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন   দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করা হয়েছে। ১) শব্দ কাকে বলে ? উঃ দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। ২) পদ কাকে বলে ? উঃ বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ৩) হরিণ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কি ? উঃ যে হরণ করে। ৪) পঙ্কজ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কি ? উঃ যে পাঁকে জন্মায়। ৫) হরিণ ও পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ লেখ।  উঃ হরিণ শব্দের প্রচলিত অর্থ - একটি বিশেষ প্রাণী বা মৃগ। পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ - পদ্ম ৬) যৌগিক শব্দ কাকে বলে ? উদাহরণ দাও।  উঃ যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে। যেমন - স্মরণীয়, গায়ক ইত্যাদি। ৭) রূঢ় শব্দ কাকে বলে ? উদাহরণ দাও।  উঃ যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোন...