ভূমিরূপের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী
ভূমিরূপ সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের ভূমিরূপের অধ্যায়ের ১) ভূমিরূপ কাকে বলে ? উঃ ভূপৃষ্ঠ সব জায়গায় সমান নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো আবার কোথাও বা নিচু সমতল। ভূপৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যকেই ভূমিরূপ বলা হয়। ২) ভূমিরূপ কয় প্রকার ও কি কি ? উঃ উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা যায়।যথা - ক) পর্বত খ) মালভূমি এবং গ) সমভূমি। ৩) ভূমিরূপ সৃষ্টি হয়েছে কয়টি প্রক্রিয়ায় ? উঃ দুটি প্রক্রিয়া- ক) অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং খ) বহির্জাত প্রক্রিয়া। ৪) পৃথিবীর কয় ধরনের পাত আছে ? উঃ দুই ধরনের- মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। ৫) পৃথিবীর পাতগুলি কোন স্তরের উপর ভাসছে? উঃ অ্যাস্থেনোস্ফিয়ার ৬) একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উঃ হিমালয় ৭) কয়েকটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও উঃ এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি , দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। ৮) পর্বত কাকে বলে ? উঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটারেরও বেশি উচ্চতা বিশিষ্ট, অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা...